ভিডিও: শিশুদের জন্য স্পেনে অনুষ্ঠিত হয়েছে ক্যামেরা ছাড়াই ভিডিও নির্মাণ বিষয়ক এক কর্মশালা

ফিল্মের উপর এক চিহ্ন বসানো

ফিল্মের উপর এক চিহ্ন বসানো

স্পেনের ভালাদোলিদ-এ শিশুদের ক্যামেরা ছাড়াই চলচ্চিত্র বানানোর এক পদ্ধতি শেখানো হচ্ছে। নিচে এই কর্মশালায় শেখানো পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে তৈরি করা বেশ কিছু ভিডিও রয়েছে।

এই কর্মশালার অন্যতম পরিচালনাকারী এক সংগঠন দি এসোসিয়াসিওন এসপাসিও রোজা (রেড স্পেস এসোসিয়েশন বা লাল এলাকা সংঘ) এবং এ ভাবে তারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে:

Actualmente, Estamos realizando el Taller ‘Mi primera película’ que es un taller práctico de cine sin cámara. Este taller presenta la forma de hacer cine, películas sin cámaras usando técnicas y soporte cinematográfico como medio de expresión.

সম্প্রতি “মাই ফাস্ট মুভি” বা “আমার প্রথম ছবি” নামক কর্মশালা শুরু হয়েছে। এটি ক্যামেরা ছাড়া চলচ্চিত্র নির্মাণ বিষয়ক একটি বাস্তবধর্মী কর্মশালা। এই কর্মশালার বৈশিষ্ট্য হচ্ছে ক্যামেরা ছাড়াই এখানে চলচ্চিত্র নির্মাণ পদ্ধতি শেখানো হয়। এখানে অভিব্যক্তি প্রকাশের জন্য ভিন্ন পদ্ধতি এবং প্রজেক্টর বা প্রদর্শন করার যন্ত্র ব্যবহার করা হয়।

নিচের ভিডিওটি এই পদ্ধতিতে শিশুদের তৈরি প্রথম চলচ্চিত্র:

সাম্প্রতিক কর্মশালাটি ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে শিশুরা ১৬ মিলিমিটার বা এমএম ফিল্মের উপর (যার উপর দৃশ্য ধারণ করা হয়) রং করে: এরপর তাদের সকল ছবির টুকরা একসাথে করা হয়। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন শিশুরা তাদের কাজে ব্যস্ত রয়েছে এবং তারা আনন্দের সাথে বিভিন্ন যন্ত্র দিয়ে তাদের নির্মিত চলচ্চিত্রকে একত্রিত করছে:

পরবর্তী ভিডিওটিতে আপনি দেখতে পাবেন শিশুরা মুগ্ধ হয়ে তাদের প্রথম চলচ্চিত্রটিকে রূপালী পর্দায় প্রদর্শিত হতে দেখছে:

রেড স্পেস এসোসিয়াসিওন ভিমেও চ্যানেলে আপনি এ রকম আরো ভিডিও দেখতে পাবেন, যেখানে শিশুরা চলচ্চিত্র নির্মাণ নিয়ে এ রকম পরীক্ষা করছে এবং একই সাথে দেখতে পাবেন এই কর্মশালা তার নিজস্ব পদ্ধতিতে কাজ করে চলছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .