এই কর্মশালার অন্যতম পরিচালনাকারী এক সংগঠন দি এসোসিয়াসিওন এসপাসিও রোজা (রেড স্পেস এসোসিয়েশন বা লাল এলাকা সংঘ) এবং এ ভাবে তারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে:
Actualmente, Estamos realizando el Taller ‘Mi primera película’ que es un taller práctico de cine sin cámara. Este taller presenta la forma de hacer cine, películas sin cámaras usando técnicas y soporte cinematográfico como medio de expresión.
নিচের ভিডিওটি এই পদ্ধতিতে শিশুদের তৈরি প্রথম চলচ্চিত্র:
সাম্প্রতিক কর্মশালাটি ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে শিশুরা ১৬ মিলিমিটার বা এমএম ফিল্মের উপর (যার উপর দৃশ্য ধারণ করা হয়) রং করে: এরপর তাদের সকল ছবির টুকরা একসাথে করা হয়। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন শিশুরা তাদের কাজে ব্যস্ত রয়েছে এবং তারা আনন্দের সাথে বিভিন্ন যন্ত্র দিয়ে তাদের নির্মিত চলচ্চিত্রকে একত্রিত করছে:
পরবর্তী ভিডিওটিতে আপনি দেখতে পাবেন শিশুরা মুগ্ধ হয়ে তাদের প্রথম চলচ্চিত্রটিকে রূপালী পর্দায় প্রদর্শিত হতে দেখছে:
রেড স্পেস এসোসিয়াসিওন ভিমেও চ্যানেলে আপনি এ রকম আরো ভিডিও দেখতে পাবেন, যেখানে শিশুরা চলচ্চিত্র নির্মাণ নিয়ে এ রকম পরীক্ষা করছে এবং একই সাথে দেখতে পাবেন এই কর্মশালা তার নিজস্ব পদ্ধতিতে কাজ করে চলছে।