ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ: ২০০৯ সালের আঞ্চলিক পরিক্রমা

গ্লোবাল ভয়েসেস যখন তার পঞ্চম বার্ষিকী উদযাপন করছে, আমাদেরকে সুযোগ হয়েছে চিন্তা করার যে আমরা কেন আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আর আমাদের কাজ কি ভাবে মানুষের জীবনে পরিবর্তন আনে। আমার সহকর্মী জিলিয়ান ইয়র্ক খুব সংক্ষেপে যেমন বলেছেন, ”আমরা গল্পকে দুর দুরান্তে ছড়িয়ে দেই। আমরা কথা ছড়াই।“ আমরা এটা কার্যকরভাবে করতে পারি কারণ আমাদের আছে অনেক নিবেদিত লোক যারা এই প্রকল্পের যা কিছু অর্জন তার থেকেও বড় কিছু করার জন্য বদ্ধপরিকর। এই চমৎকার মানুষগুলোর মধ্যে কয়েকজন ক্যারিবিয়ান দলে আছেন। আর এই নববর্ষের দারপ্রান্তে এসে আমরা ফিরে দেখছি ২০০৯ সালের কিছু মজাদার/গুরুত্বপূর্ণ/ চোখ খোলার মতো আঞ্চলিক রিপোর্ট…

বিক্ষোভ

মনে হচ্ছে, ক্যারিবিয়ান অঞ্চলে এটি সামাজিক প্রচারণার বছর ছিল। বোমা হামলার কারনে কষ্ট পাওয়া গাজার মানুষের সাথে একাত্মতা জানানোর পাশাপাশি “সব ধরনের অত্যাচার থেকে” রক্ষা পাবার লক্ষ্যে নিজেদের জন্য কথা বলার মাধ্যমে গুয়াডেলুপ আর অত্র অঞ্চলের ফরাসী ভাষী প্রদেশগুলো আঞ্চলিক ব্লগে তাদের ছাপ রেখেছিলেন। হাইতির ব্লগাররাও খুব খোলাখুলিভাবে কথা বলেছেন তাদের রাজনীতি সম্পর্কে, এবং পুয়ের্টো রিকো আর বারমুডার নিজস্ব বিক্ষোভ ছিল

অর্থনীতি:

বিশ্ব অর্থনৈতিক মন্দা ক্যারিবিয়ান অঞ্চলেও প্রভাব রেখেছে। ত্রিনিদাদ ও টোবাগো, গায়ানা আর অন্যান্য এলাকা থেকে ব্লগাররা সোচ্চার ছিলেন অর্থনৈতিক দিক দিয়ে রাষ্ট্র পরিচালনার দুরবস্থার কথা। এ বছরের প্রথমদিকে ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত আমেরিকাসের ৫ম সামিটে অর্থনৈতিক ইস্যুতে অত্র অঞ্চলের দেশগুলোর দ্বিমত নিয়ে ব্লগারদের অনেক কিছু বলার ছিল

স্বাস্থ্য:

বছরের সব থেকে চাঞ্চল্যকর স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ কোন সন্দেহ ছাড়া ছিল এইচ১এন১ এর মহামারির

অপরাধ ও শাস্তি:

বেশ কয়েকটা ক্যারিবিয় অঞ্চল আইন নিয়ে এই বছর কথা বলেছে: যেমন গুয়াদেলুপ, বার্বাডোস আর গায়ানা থেকে ছিল একটি হৃদয় নিংড়ানো গল্প। বেশ কয়েকটা দ্বীপে অপরাধের সংখ্যা মনে হয় বেড়েছে- যার মধ্যে আছে গৃহ নির্যাতন আর লৈঙ্গিক নির্যাতন- আর অনেক ওয়েস্ট ইন্ডিজ ব্লগার বার্বাডিয়ান পপ তারকা রিহান্নাকে বার্তা পাঠিয়েছেন তার তখনকার ছেলে বন্ধু ক্রিস ব্রাউনের সাথে অনভিপ্রেত ঘটনার প্রতিবাদে।

স্বাধীনতা:

প্রেস স্বাধীনতা (বা এর অভাব) এই বছর আঞ্চলিক আলোচনার জনপ্রিয় বিষয় ছিল, যেমন ছিল সেন্সরশীপ আর মত প্রকাশের স্বাধীনতা। যেসব গল্প সব থেকে ভালো তুলে ধরেছিল অঞ্চলের কিছু জায়গায় মত প্রকাশের বিপদের কথা তার মধ্যে অন্যতম: কিউবান ব্লগার ইয়োনি সাঞ্চেজ এর (দুই সহকর্মীসহ) আটকের ঘটনা যখন তারা হাভানার নিপীড়ন বিরোধী মিছিলে যাচ্ছিলেন।

পরিবেশ:

ব্লগ একশন ডে ২০০৯ এর সম্মানে, ক্যারিবিয়ান ব্লগাররা যোগদান করেন বিশ্বের জলবায়ু পরিবর্তনের আলোচনায়, আর গুয়াদেলুপে, সবার মাথায় ছিল পানির সহজলভ্যতার কথা।

ক্রীড়া:

জামাইকার উসাইন বোল্ট আর অন্যান্য ক্যারিবিয়ান ক্রীড়াবিদদের সাফল্যের কারনে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ) বিশ্ব চ্যাম্পিয়নশীপ আঞ্চলিক ক্রীড়ামোদীদের আনন্দ আর উৎসবের আমেজ এনে দিয়েছে।

আমাদের কাভার করা আরো বিস্ময়কর গল্পের মধ্যে রয়েছে: জামাইকাতে উত্তেজক সঙ্গীতের উপরে নিষেধাজ্ঞা, নোবেল বিজয়ী ডেরেক ওয়ালকটের অক্সফোর্ডে কবিতার অধ্যাপনার মর্যাদাপূর্ণ পদের জন্যে দৌড় থেকে নিজেকে সরিয়ে নেয়া, ফ্র. জিন –জাসটেকে হাইতির হৃদয় স্পর্শী বিদায় ইত্যাদি। আমরা ক্যারিবিয়দের পথ অনুসরণ করেছি, অনলাইন আর্ট নেটওয়ার্ক তৈরি করেছি আর কিউবার শান্তির জন্য কনসার্টে অংশগ্রহণ করেছি

সব শেষে আমরা ২০১০ সালে কি আছে তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। শুভ নববর্ষ!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .