- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস এর দরকার আপনাদের সমর্থন

বিষয়বস্তু: ঘোষণা

[1]প্রিয় গ্লোবাল ভয়েসেস এর পাঠক,

আপনাদের কাছে আমরা অর্থনৈতিক সহায়তা চাইছি আমাদের ২০১০ সালের কাজের জন্য।

আপনারা যদি গ্লোবাল ভয়েসেস [2], গ্লোবাল ভয়েসেস এডভোকেসি [3] আর রাইজিং ভয়েসেস [4] এর সাইট দেখে থাকেন, বা আমাদের ১৭টি কার্যকরী অনুবাদ সাইট [5] এর ব্যাপারটি জানেন, আপনারা তাহলে হয়ত অনুভব করে থাকবেন এদের ভেতরকার শক্তি। আপনি দেখবেন বিশ্বব্যাপী সংবাদ ও গল্পের কাভারেজের ক্ষেত্রে নাগরিক মিডিয়া কি অবিশ্বাস্য রকমের মতামত তুলে ধরতে পারে। আমাদের বিস্তৃত আর বাড়তে থাকা কমিউনিটির (সমাজের) ৩৫০ জন লেখক আর অনুবাদকারীরা এসেছেন বিশ্বের বিভিন্ন কোণ থেকে, আর তারা স্থানীয় গল্পগুলোকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে। বিশ্বব্যাপী পাঠকদের জন্যে তারা অন্য জগৎের জানালা স্বরূপ, আর পাঠকদের সাহায্য করেন অজানা ও অপরিচিত পরিবেশ বা গল্প সম্পর্কে গভীরভাবে বুঝতে ও জানতে।

২০০৯ সাল আমাদের জন্য একটি দারুন বছর ছিল। আমরা নতুন নতুন প্রকল্প শুরু করেছি যেগুলো নাগরিক মিডিয়ার সীমা নিয়ে গবেষণা করে, যেমন আমাদের অনুবাদের বিনিময় গবেষণা প্রকল্প [6], আমাদের অনলাইন মত প্রকাশের স্বাধীনতার এডভোকেসী প্লাটফর্ম, থ্রেটেন্ড ভয়েসেস [7]; আর রুনেট ইকো [8], আমাদের রাশিয়ান ব্লগের প্রকল্প। আমরা কেবলমাত্র শুরু করেছি একটা নতুন সমন্বয়ের গবেষণা প্রকল্প, ট্রান্সপারেন্সি ও টেকনোলজি নেটওয়ার্ক [9], আর গুগুলের সাথে একটা নতুন অনলাইন মত প্রকাশের স্বাধীনতার পুরস্কার যার নাম ব্রেকিং বর্ডার্স [10]। এই বছর আমরা কাজ করেছি আয়ের বিকল্প ধারা বের করার জন্য [11], আমাদের গোত্রের সম্মিলিত অভিজ্ঞতা ব্যবহার করে ইউএনএফপিএ [12] আর আইডিআরসির [13] মতো প্রতিষ্ঠানকে সাহায্য করা তাদের কাজের মধ্যে নাগরিক সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি আনার জন্য।

২০০৮ সালের বুদাপেস্ট সামিটে গ্লোবাল ভয়েসেস এর সমাজের সদস্যরা। ছবি মেন্টাল এক্রোবাটিক্স এর সৌজন্যে। [14]

২০০৮ সালের বুদাপেস্ট সামিটে গ্লোবাল ভয়েসেস এর সমাজের সদস্যরা। ছবি মেন্টাল এক্রোবাটিক্স এর সৌজন্যে।

জন্মের পাঁচ বছর পরে, আমাদের কাজ নিয়ে প্রতিষ্ঠাতা আর অন্যান্য সদস্যদের প্রতিফলন পড়াও [15] বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে যেখানে তারা বলেছেন যে আমাদের সমাজের অংশ হওয়ার মানে তাদের কাছে কি। “গ্লোবাল ভয়েসস… আমার জন্য সেই স্থান যেখানে সুড়ঙ্গের শেষে আলো খোঁজ পাওয়া যায়। এই স্থান হতাশ না হওয়ার কারণ যেখানে মানুষ তাদের বিশৃঙ্খল যাত্রায় বার বার হোঁচট খাচ্ছে,” লিখেছেন [16] আমাদের মাদাগাস্কারের লেখক লোভা রাকোতোমালালা [17]। তিনি এই বছরের বেশীরভাগ সময় ব্যয় করেছেন তার দেশের খারাপ অবস্থা নিয়ে ব্লগ করে। “কারণ সেখানে বর্ণিত পরিস্থিতির সকল গাম্ভীর্য সত্ত্বেও, আপনারা সেখানে মানুষকে বাস করতে দেখবেন। আপনারা দেখবেন মানুষ তাদের জীবনের গল্প জানাচ্ছেন। তারা আপনাকে বলবে তাদের জন্য খারাপ না বোধ করে তাদেরকে সমর্থন করতে, বন্ধু হিসেবে, মানবিক বাধ্যবাধকতা হিসেবে না। তারা সাহায্য চান না, তারা একটি সমাধান খুঁজছে যেটা তারা আশা করছেন আপনারা দিতে পারবেন কারণ আপনারাও আপনাদের ভাগের সংগ্রামের ভিতর দিয়ে এসেছেন।“

লোভা রাকোতোমালালা বারক্যাম্প মাদাগাস্কারে বক্তৃতা দিচ্ছেন। ছবি লিটার সৌজন্যে [18]

লোভা রাকোতোমালালা বারক্যাম্প মাদাগাস্কারে বক্তৃতা দিচ্ছেন। ছবি লিটার সৌজন্যে

আমরা এ পর্যন্ত ভাগ্যবান যে কয়েকজন উদার দাতার সাহায্য পেয়েছি [19] – এদের মধ্যে কয়েকজন ২০১০ সালেও আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমাদের পাঠকদের সাহায্য তারপরেও দরকার গ্লোবাল ভয়েসেসকে সফল করার জন্য। আমরা বিশেষ করে স্বেচ্ছাসেবীদের সাহায্য নিয়ে আমাদের প্রকল্প চালিয়ে থাকি, কিন্তু আমাদের সাহায্য দরকার সম্পাদকীয় অংশ, আমাদের উন্নয়ন আর ভাষার স্বাধীনতার এডভোকেসির কাজ আর আমাদের প্রযুক্তিগত কাঠামোর কাজটার জন্য- আর ভবিষ্যৎের উন্নয়ন ও নতুন কাজের জন্য।

গ্লোবাল ভয়েসেস এ আপনার দান আরও বেশী পরিমাণে স্থানীয় নাগরিক মিডিয়ার কণ্ঠ আর মতামতের কাভারেজ সম্ভব করবে, আর আমরা সবাই যে তথ্য পাই তা বিস্তৃত করতে সাহায্য করবে। ছোট হয়ে যাওয়া সংবাদ কক্ষ আর বিদেশের সংবাদ কক্ষ বন্ধ হওয়ার সময়ে, নাগরিক মিডিয়া গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে সংবাদ পরিবেশনের জন্য।

অনুগ্রহ করে দান করুন [20] যদি সম্ভব হয়। ২৫, ৫০ বা ১০০ ডলার – যে কোন অর্থ আপনারা দান করতে পারেন – এটি আমাদেরকে আরো প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।

পে পালের মাধ্যমে [20] নীচের এই বোতাম চেপে দান করা যাবে:





আরেকটি উপায় হচ্ছে মিডিয়া উন্নয়ন লোন ফান্ডের [21] ডিজিটাল কিওস্কের [21] মাধ্যমে দান করা। যদি আপনার কোন প্রশ্ন থাকে, দয়া করে আমাদের দানের পাতা [20] দেখেন বা আমাদেরকে ইমেইল করুন এই ঠিকানায় (georgiap at globalvoicesonline.org)।

দারুন একটা ২০০৯ শেষ হবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর ২০১০ সালটি আপনাদের জন্যে আরও আনন্দ ও খুশিতে ভরা হবে এই কামনা করি।

- জর্জিয়া পপলওয়েল এবং আইভান সিগাল