ভিডিও: বর্ষ শেষের ঐতিহ্য আর অনুষ্ঠান

আলোকসজ্জা, ছবি টরমেল এর সৌজন্যে

আলোকসজ্জা, ছবি টরমেল এর সৌজন্যে

বিশ্বব্যাপী মানুষ নতুন বছরের আগমন কিছু অনুষ্ঠান দিয়ে উদযাপন করে থাকে। আজ ভিডিওর মাধ্যমে আমরা নতুন বছরে পালনের তেমন কিছু ঐতিহ্য আর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে আনছি যা মানুষ তাদের সৌভাগ্য, সম্পদ আর জীবনের অন্যান্য আশা পূরণের জন্য করে থাকেন।

মেক্সিকোতে কিছু মানুষ মোমবাতি বা আগরবাতি জ্বালিয়ে আর ভেষজ দ্রব্য দিয়ে গোসল করে আসছে বছরের জন্য সৌভাগ্য আর সমৃদ্ধির কামনায়। নীচের ভিডিওতে বিক্রেতারা নতুন বছরে সব থেকে বেশী বিক্রি হওয়া জিনিষের কথা বলেন – যেমন ৭টি ভেষজের মিশ্রণ, নতুন বছরের সৌভাগ্যের প্যাক মোমবাতি, আগরবাতি, প্রার্থনা আর পবিত্র পানি – আর তার পরে বলেছেন এই বছরের বিক্রি কেমন কম ছিল। হয়তো আজ রাতে সৌভাগ্যের জন্য তারা কিছু মোমবাতি জ্বালাবেন।

বিশেষ খাবারগুলো প্রায়শ:ই ঐতিহ্যবাহী হয়ে থাকে: কিছু মানুষ নতুন বছরের জার্মান প্রেটজেল ঐতিহ্যে অংশগ্রহণ করবেন যা প্রথম ওহাইওর সান্দুস্কিতে শুরু হয়েছিল। নিচে ভিডিওতে রেসিপি আছে:

স্পেনে, ঐতিহ্য আছে ১২টি আঙ্গুর খাবার, মধ্যরাতের প্রত্যেকটি ঘন্টার জন্য একটা করে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, একটা পরিবার টেবিলের চারপাশে বসে আছেন কাঠিতে ১২টি করে আঙ্গুর নিয়ে আর তারা উপায় বের করার চেষ্টা করছেন যা দিয়ে প্রতি সেকেন্ডে একটা করে আঙ্গুর খাওয়া যাবে:

পরের এই পরিবারের পদ্ধতি একটু আলাদা, তাদের সামনে সব খাবার সাজিয়ে নিয়ে তারা রেডিওতে রাত বারোটার বাজার কাউন্টডাউনের জন্য অপেক্ষা করছেন:

পেরুর এই ভিডিও ল্যাটিন আমেরিকার এক ঐতিহ্য দেখাচ্ছে – বাড়ির চারপাশে সুটকেস নিয়ে দৌড়ানো যাতে নতুন বছরে অনেক বেড়ানো নিশ্চিত হয়:

রোমানিয়ার মলডোভাতে তাদের খড়ের ভালুকের ঐতিহ্য আছে। এটি একটি নাচ যা ঋতুর জন্ম আর পূনর্জন্মের ঘটনা দেখায়:

জয় অফ রিচুয়াল তার ভ্লগে পোস্ট করেছেন বিশ্বব্যাপী তার পছন্দের কিছু নতুন বছরের ঐতিহ্য:

যারা আজকে নতুন বছর উদযাপন করেছেন, শুভ নব বর্ষ! আপনার এলাকার ঐতিহ্য কি? নতুন বছর কি আপনারা বিশেষ কোনভাবে পালন করেন? আপনাদের নববর্ষ আজকে না হয়ে থাকলে, কবে হবে? দয়া করে মন্তব্যের মাধ্যমে আপনার তথ্য জানান! ধন্যবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .