- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তিউনিশিয়া: সাইবার সেন্সরশীপের বিরুদ্ধে হোয়াইট নোট নামক প্রচারণা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., তিউনিশিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, বাক স্বাধীনতা

হোয়াইট নোট নামক প্রচারণার লোগো বা প্রতীক।

হোয়াইট নোট নামক প্রচারণার লোগো বা প্রতীক।

২৫ ডিসেম্বর, শুক্রবার, তিউনিশিয়ার ব্লগাররা এই দিন থেকে আনুষ্ঠানিক ভাবে হোয়াইট নোট (হোয়াইট নোট সঙ্গীতের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, পিয়ানো বা হারমোনিয়ামের কালো চাবির নিচে যে সাদা চাবি থাকে তাকে এই নামে ডাকা হয়, উপরের কালো চাবি ব্লাক নোট নামে পরিচিত) নামক এক প্রচারণা শুরু করেছে। ইন্টারনেটের উপর সরকারি নিষেধাজ্ঞা বা সেন্সরশীপ আরোপের বিরুদ্ধে তারা তাদের এই প্রচারণা শুরু করে যা দ্রুত তিউনিশিয়ায় ছড়িয়ে পড়ে।

তিউনিশিয়ান ইন্টারনেট এজেন্সির (এটিআই) সেন্সরশীপ বা নিষেধাজ্ঞার হাত থেকে কোন ওয়েবসাইট মুক্ত নয়।

বেশিরভাগ ব্লগার, যেমন অউনরমাল [1] [আরবী ভাষায়] মেটালিস্টিকেশন [2][আরবী ভাষায়] হোয়াইট নোট প্রচারণায় অংশ নিয়েছে। ব্লগাররা হোয়াইট নোট প্রচারণার কার্যক্রম উপলক্ষ্যে অভিব্যক্তি প্রকাশ এবং ব্লগ করার স্বাধীনতা নামক শিরোনাম সহ-এর প্রতীক চিহ্ন ব্লগে পোস্ট করেছে। যেমন, চিহেব [3] এই কাজ করেছে।

তবে ব্লগার প্যাট্রিয়ট তিউনিশিয়ান [আরবী ভাষায়] তিউনিশিয়ার ব্লগসমূহকে একটি ব্লাক নোট উপহার দেওয়া পছন্দ করেছেন [4]