তিউনিশিয়ান ইন্টারনেট এজেন্সির (এটিআই) সেন্সরশীপ বা নিষেধাজ্ঞার হাত থেকে কোন ওয়েবসাইট মুক্ত নয়।
বেশিরভাগ ব্লগার, যেমন অউনরমাল [আরবী ভাষায়] মেটালিস্টিকেশন [আরবী ভাষায়] হোয়াইট নোট প্রচারণায় অংশ নিয়েছে। ব্লগাররা হোয়াইট নোট প্রচারণার কার্যক্রম উপলক্ষ্যে অভিব্যক্তি প্রকাশ এবং ব্লগ করার স্বাধীনতা নামক শিরোনাম সহ-এর প্রতীক চিহ্ন ব্লগে পোস্ট করেছে। যেমন, চিহেব এই কাজ করেছে।
তবে ব্লগার প্যাট্রিয়ট তিউনিশিয়ান [আরবী ভাষায়] তিউনিশিয়ার ব্লগসমূহকে একটি ব্লাক নোট উপহার দেওয়া পছন্দ করেছেন।