ব্রাজিল: ব্লগাররা শহরের এক বনে আগুন লাগায় দু:খ প্রকাশ করছে

ছবি: রামোসফরেস্ট ব্লগের  লুইস রামোস-এর সৌজন্য পাওয়া। তিনি বলছেন: এই আগুন নিভিয়েছে অগ্নিনির্বাপক দল। স্থানীয় গাছপালা  ধ্বংস হয়ে গেছে। এই আগুন লাগার কারণ এখনো অজানা। তবে, যারা এখানকার পথ ব্যবহার করেছিল, তারাই হয়ত এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

ছবি: রামোসফরেস্ট ব্লগের লুইস রামোস-এর সৌজন্য পাওয়া। তিনি বলছেন: এই আগুন নিভিয়েছে অগ্নিনির্বাপক দল। স্থানীয় গাছপালা ধ্বংস হয়ে গেছে। এই আগুন লাগার কারণ এখনো অজানা। তবে, যারা এখানকার পথ ব্যবহার করেছিল, তারাই হয়ত এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

৭ সেপ্টম্বরের সন্ধ্যায় রিও ডে জেনেইরোর টিজুকা ন্যাশনাল পার্ক এলাকার পেডরা ডা গাভেয়া নামক এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। শহরের এই এলাকার আশেপাশের প্রতিবেশীরা এই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী, যেমন আরপোয়াডোর, আইপানেমা, লেবলন, সাও কনরাডো এবং বাররা ডা টিজুকা। আগুন লাগে প্রায় রাত ১০টায়। পেডরা ডা গাভায়ার পূর্ব পার্শ্ব থেকে এই আগুন ছড়িয়ে পড়া শুরু এবং এই আগুনের সূত্রপাত একেবারে পাহাড় চূড়ায় কিন্তু বাতাসের কারণে এটি দ্রুত পশ্চিম দিকে বিস্তার লাভ করে, যা বাররা ডা টিজুকা থেকে দেখা যায়। প্রায় ১০ ঘন্টা ধরে এই বন জ্বলতে থাকে।

মাইটি নেপাল [পর্তুগীজ ভাষায়] ব্লগ সেদিনের ঘটনার সংবাদ প্রকাশ করে এবং একটি ভিডিও লিঙ্ক যুক্ত করে দেয়, যাতে এই অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যায়:

Bombeiros do quartel da Gávea, na Zona Sul do Rio, retornam na manhã desta terça-feira (8), à Pedra da Gávea, para combater focos de incêndio ainda existentes na região. Na noite de segunda-feira (7), o fogo tomou conta da mata, numa região de difícil acesso. As chamas foram controladas, mas segundo informações dos bombeiros, ainda existem pequenos focos em áreas isoladas.

৮ সেপ্টেম্বর মঙ্গলবার, পেডরা ডা গাভেয়া অঞ্চলে যে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণ করার পর আজ সকালে রি ডি জেনেইরোর দক্ষিণ অঞ্চলের অগ্নি নির্বাপক দল ফিরে এসেছে। সেপ্টেম্বরের ৭ তারিখের সন্ধ্যায় বনের ভেতর অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এটি এমন এক এলাকা যেখানে প্রবেশ করা বেশ কঠিন। তবে আগুনের শিখাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে অগ্নিনির্বাপক দলের দেওয়া তথ্যানুসারে অনেক এলাকায় তখনো ছোট আকারে আগুন জ্বলছিল।

রিও ডে জেনেইরোর সংসদ সদস্য ফার্নান্ডো গাবেইরা তার ব্লগের এক অনুচ্ছেদে যারা এই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী তাদের অনুভূতি বর্ণনা করছেন [পর্তুগীজ ভাষায়]। তিনি এক ছবির কথা উল্লেখ করেছেন যে ছবি তুলেছে এক অপেশাদার বা ফ্রিল্যান্স ফটোগ্রাফার মারিয়া এলিসা ফ্রাঙ্কো। তিনি সেই সব নাগরিকদের মধ্যে অন্যতম যিনি সেদিনের রাতটি আগুনের দিকে তাকিয়ে ছিলেন এবং তাদের জানালা দিয়ে এই অগ্নিকাণ্ডের ছবি তুলেছেন:

A Beleza e a Tristeza do fogo na Pedra da Gávea
Os leitores de O Globo de terça-feira, dia 8 de setembro, levaram um susto: uma belíssima foto mostrava a mata em torno da Pedra da Gávea em chamas, transformando um dos ícones da paisagem carioca em uma espécie de vulcão.

পেডরা ডা গাভেয়ার অগ্নিকাণ্ডে তৈরি হওয়া সৌন্দর্য ও বেদনা।
ও গ্লোবো নামক দৈনিক পত্রিকার পাঠকরা ৮ সেপ্টেম্বর মঙ্গলবার এক ধাক্কা খায়: পেডরা ডা গাভেয়ার এক ঝোপ আগুনে ছাই হয়ে গেছে এমন এক সুন্দর ছবি তারা দেখতে পায়। যা কারিওকার এক সুন্দর বনাঞ্চলের প্রতীক দৃশ্যকে এক ধরনের অগ্নেয়গিরির দৃশ্যে রূপান্তরিত করে তোলে।

কারলিনহোস ডে ইপানেমা [পর্তুগীজ ভাষায়] কোন কিছু টেকসই করতে গিয়ে মানবিক দিক বাদ দেবার মানসিকতার উপর মনোযোগ প্রদানের সুযোগ গ্রহণ করেছেন:

Dia dêsses, fui surpreendido pela imagem da Pedra da Gávea cuspindo lava fumegante pelas encostas e descobri que estamos sentados em um barril de pólvora, a Terra se ressente das iniquidades contra ela praticadas desde sempre, e aniquila formigueiros como outras civilizações subdesenvolvidas, liberando a água, os ventos e o fogo para a reforma da sua superfície.

কিছুদিন ধরে সুগার লোফ নামের পাহাড়ের ছবির প্রতি আমার মনোযোগ আকর্ষণ হয়েছে। এই পাহাড় থেকে ফুটন্ত লাভা এর ঢাল বেড়ে পড়ছে এবং আমি উপলব্ধি করলাম আমরা এক বিস্ফোরক পিপার উপর বসে আছি। পৃথিবীর প্রতি আমরা যে অন্যায় করছি, তার ফলে সে যন্ত্রণা ভোগ করছে এবং যেমন সে পিঁপড়ার বাসা ধ্বংস করে ফেলে, ঠিক তেমন সে অনুন্নত সভ্যতা ধ্বংস করে ফেল। সে পানির প্রবাহ ছেড়ে দেয়, ঘূর্ণি বাতাস ও অগ্নিকাণ্ডের সৃষ্টি করে, তার যন্ত্রণার চিহ্ন হিসেবে।

এখন সেই দূর্ঘটনার তিন মাস পরে কর্তৃপক্ষ ও অনেক ব্লগার বিষয়টি ভুলে গেছে। তবে ব্লগার পাও ডে আকুকার ভারডে [পর্তুগীজ ভাষায়] এমন ব্যক্তি যে এর বাইরে রয়েছেন, যিনি তাদের সাহায্য করার চেষ্টা করছেন। এই কারণে তিনি যে সমস্ত স্বেচ্ছাসেবীরা সুগারলোফ পাহাড়কে ঠিকঠাক করার কাজে নিয়োজিত তাদের জন্য তথ্য সংগ্রহ করছেন। সুগার লোফ পাহাড়ের পাশে যে সমস্ত টিলা রয়েছে সেগুলো মাররো ডা উরকা নামে পরিচিত। স্বেচ্ছাসেবীরা এই সমস্ত ছোট ছোট টিলা পরিষ্কার করার কাজ করছে। এটাই তাদের এ বছরের শেষ কাজ। ২০১০ সালের এই কর্মকাণ্ডে যে কেউ এই দলের সাথে যোগ দিতে পারে।

Nossos mutirões acontecem sempre no 1° domingo do mês, às 9:00 hs e o ponto de encontro é na Praça General Tibúrcio, em frente à Praia Vermelha.
Nesses quase cinco anos de trabalho, conseguimos reverter um quadro de degradação ambiental instalado ali. Por causa da péssima qualidade do solo, que também é muito raso, o progresso é lento, mas o resultado já é visível. […]
Você está convidado (a) a participar dos nossos mutirões. O pouco que contribuímos faz diferença e minimiza o impacto que o grande numero de montanhistas tem provocado na área em que atuamos. O entorno do Pão de Açúcar é uma espécie de quintal dos montanhistas. É razoável que cuidemos, no mínimo, do nosso quintal. Façamos a nossa parte. O planeta merece.

আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা চলে প্রতিমাসের প্রথম রোববার। সকাল ৯.০০ টার সময় এই কাজ শুরু হয় এবং আমাদের সাক্ষাৎ করার স্থান পারকা জেনারাল টিবুরসিও নামক এলাকায়। এই এলাকাটি পারিয়া ভারমেলহা নামক এলাকার সামনেই অবস্থিত।
প্রায় পাঁচ বছর ধরে কাজ করার পর, আমরা সেখানে যে পরিবেশগত বিপর্যয় ঘটেছিল তা পাল্টে দিতে সক্ষম হয়েছি। সেখানকার মাটির গুণগত মান খারাপ ও অগভীর হবার কারনে খুব ধীরে পরিস্থিতির উন্নতি ঘটে। কিন্তু এর ফলাফল এখন সবার চোখে পড়ছে। […]
আমাদের সম্মিলিত এই প্রচেষ্টায় আপনার অংশগ্রহণকে স্বাগতম। আমাদের সামান্য অবদান অনেক বড় পার্থক্য তৈরি করে এবং যে বিশাল পরিমাণ লোক এই পাহাড়ে চড়ে আমাদের কাজ তার ক্ষতিকর প্রভাবের পরিমাণকে কমিয়ে আনে। যে চারপাশের এলাকা দিয়ে সুগারলোফ পাহাড় ঘিরে রয়েছে তা পাহাড় আরোহীদের জন্য এক ধরনের উঠোন বা পশ্চাৎভূমির কাজ করে। এটা অনেকটাই যৌক্তিক যে আমরা তার যত্ন নেব, অন্তত আমাদের পাশ্চাৎভূমির। চল আমরা আমাদের কাজ করি। আমরা যে গ্রহে বাস করি সে আমাদের যত্নের দাবিদার।
পেডরা ডে গাভেয়া। এক পাথর যা সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৮৪২ মিটার উঁচু। এটি রিও ডে জেনেইরোর ফ্লোরেস্তা ডা টিজুকা নামক এলাকায় অবস্থিত। ছবি: পাওলো আফন্সো ডে টেক্সেইরার তোলা। এটি উইকিমিডিয়ার থেকে ক্রিয়েটিভ কমন্স-এর মাধ্যমে নেওয়া হয়েছে।

পেডরা ডে গাভেয়া। এক পাথর যা সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৮৪২ মিটার উঁচু। এটি রিও ডে জেনেইরোর ফ্লোরেস্তা ডা টিজুকা নামক এলাকায় অবস্থিত। ছবি: পাওলো আফন্সো ডে টেক্সেইরার তোলা। এটি উইকিমিডিয়ার থেকে ক্রিয়েটিভ কমন্স-এর মাধ্যমে নেওয়া হয়েছে।

টিজুকা ন্যাশনাল পার্ক এক পাহাড়শ্রেণী, যেখানে রেইনফেরস্ট বা ভারী বৃষ্টিপাতের দ্বারা এক বনভূমি তৈরি হয়েছে, তবে এই বনভূমি মানুষের চারা রোপনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। এটি বিশ্বের শহুর এলাকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বৃহত্তম বনভূমি। এর মধ্য দিয়ে তৈরি হয়েছে টিজুকা ফরেস্ট, পাইনিয়ারা ফরেস্ট নামক বন- এখানে বিখ্যাত ক্রাইস্ট ডি রেডিমির অন কারোকোভাডো নামের যীশুর মূর্তি অবস্থিত। এছাড়া এখানে পেডরা বোনিতা নামের উচ্চ এলাকা আবস্থিত। এখান থেকে লোকজন হ্যাঙ্গ গ্লাইডিং করে বা বিশেষ যন্ত্রের সাহায্যে পাখির মতে ভেসে নীচে নেমে আসে। আটলান্টিক মহাসাগরের পাড়ে প্রায় ৩২ বর্গ কিলোমিটার জুড়ে ভারী বৃষ্টিপাতের ফলে আটলান্টিক রেইনফরেস্ট নামক এই বনভূমি এলাকা গড়ে উঠেছে। এই এলাকা ক্রমেই হারিয়ে যাচ্ছে ভিডিগাল ও রোসিনহা নামক বস্তির অবৈধ ভাবে বাড়তে থাকার কারণে। আটলান্টিক ফরেস্ট বা আটলান্টিক বনভূমিকে রক্ষা ছাড়াও পানির উৎস ধরে রাখার জন্য এই বন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলের কারিওকা ও মারাকানা নদী রি ডি জেনেইরোর অংশিক পানি সরবরাহ করে। যে এলাকায় আগুন লেগেছিল তা কিছু স্থানীয় অর্কিড বা পরজীবি ও ব্রোমেলিয়াড (আমেরিকার বিশেষ শ্রেণীর উদ্ভিদ, এর পাতা লম্বা এবং কাঁটাযুক্ত এবং ফুল বেশ ছড়ানো, আনারস এই প্রজাতির উদ্ভিদ) জাতীয় উদ্ভিদের বসস্থান, যা প্রায় হারিয়ে যাবার মত এক হুমকির সম্মুখীন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .