ইরান: যখন ক্রোধ ভয়কে জয় করে

২৭শে ডিসেম্বর রবিবার ইরানে প্রধান ধর্মীয় উৎসব আশুরা পালন করার সময় বিশাল জনসমাগম হলে, তেহরান এবং অন্যান্য বড় শহরে সে দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে দলে দলে লোক জড়ো হয়

জনগণ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং ইরানী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। একটি বিরোধী ওয়েব সাইটের মতে, এ পর্যন্ত কমপক্ষে চারজন নিহত হয়েছে। ইরানী এবং আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকার কারণে সাধারণ জনগণ নাগরিক মিডিয়ার মাধ্যমে ছবি এবং ভিডিও প্রকাশ করে।

প্রতিবাদীরা ভালী আসর স্কোয়ারে একটি পুলিশ ঘাঁটি দখল করে নেয়:

তেহরানের আরো একটি প্রতিবাদ সমাবেশ:

নাখানা ব্লগের ছবিতে দেখা যাচ্ছে যে জনগন নিরাপত্তা বাহিনীর বিরূদ্ধে রুখে দাড়াচ্ছে:

এবং বিজয়ের প্রতীক দেখানো:

নেতৃস্থানীয় ফটোব্লগার কুসুফ তেহরানের প্রতিবাদ সমাবেশ সম্পর্কে রিপোর্ট করেন:

সাহসী জনগণ:

এক সাথে পথচলা:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .