বাংলাদেশের আছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বালুর সমুদ্র সৈকত যেটি এখন হুমকির মুখে পর্যটকদের ফেলা বিভিন্ন আবর্জনার কারণে: সিগারেটের শেষাগ্র থেকে খাবারের মোড়ক পর্যন্ত। মুন্তাসির মামুন ইমরান লিখেছেন একটি প্রকল্প নিয়ে লিখেছেন যেটির মাধ্যমে সেচ্ছাসেবীরা কক্সবাজারের সৈকতকে পরিষ্কার করে তোলার কাজে নিয়োজিত আছে।