ভিডিও: মানবাধিকার দিবস আর বৈষম্যহীনতা

গত ১০ই ডিসেম্বর ছিল মানবাধিকার দিবস, আর এই বছরের মূল বিষয় ছিল বৈষম্যহীনতা। আমরা আপনাদের সামনে বাছাই করা অনলাইনে দেয়া কিছু ভিডিও তুলে ধরেছি যা মানুষের এই মানবাধিকার রক্ষা করতে কি করা হচ্ছে তা তুলে ধরেছে।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুনের কথা অনুসারে:

বৈষম্য মানুষ আর বিভিন্ন দলকে লক্ষ্য করে হয় যারা অরক্ষিত ও অসমর্থ; যেমন নারী ও মেয়েসন্তান, দরিদ্র, শরণার্থী, সংখ্যালঘু, আর তারা যাদেরকে সাধারণত আলাদা ভাবা হয়।

… কিন্তু বৈষম্যের শিকাররা একা নন। জাতিসংঘ তাদের সাথে আছে, সকলের অধিকার রক্ষায় সোচ্চার, বিশেষ করে সব থেকে অরক্ষিতদের ক্ষেত্রে। এটা আমাদের পরিচিতি আর মিশন।”

ভেনিজুয়েলা থেকে, কিছু কলেজের ছাত্র সংক্ষিপ্ত একটি ভিডিও বানিয়েছেন এই ব্যাপারে সচেতনতা তৈরির জন্য আর ১২ থেকে ১৮ বছরের বাচ্চাদের জন্য বৈষম্যহীনতা সম্পর্কে ধারণা প্রচার করতে:

মেক্সিকোতে বিভিন্ন সংস্থার সাহায্যে, জাতিগতের ভিত্তিতে বৈষম্যহীনতার বিরুদ্ধে একটি ভিডিও বানানো হয়েছে:

আর্জেন্টিনাতে, একদল কিশোর একটি ভিডিওতে বিভিন্ন শহুরে ‘গোত্রদের’ মধ্যকার বৈষম্য নিয়ে আলোচনা করেছে। এই ভিডিওচিত্রে কিশোররা ‘ফ্লোগার’ (ফোটো ব্লগার), এমোস/গোথস আর ‘কুম্বিয়েরো (যারা কুম্নিয়া সঙ্গীত শোনে) ইত্যাদি দলের সাথে নিজেদের মিলিয়েছে।

আর আমেরিকা থেকে এক যুগল মানবাধিকার দিবসের সুযোগে উগান্ডাতে আর এক ধরনে বৈষম্যর ব্যাপারে একটি ভিডিওর মাধ্যমে অন্যদেরকে সচেতন করার প্রচেষ্টায় রত। উগান্ডায় সংসদে প্রস্তাবিত একটা দলিলে বলা হচ্ছে যে কাউকে বিচার করে মৃত্যুদন্ড দিতে পারবে সমকামী হওয়ার জন্য, আর এটা তাদের পরিবার বা মালিকদের জরিমানা আর অন্যান্য শাস্তি দিতে পারে:

আপনি যদি মানবাধিকার দিবস উপলক্ষ্যে আপলোড করা অন্য কোন ভিডিও সম্পর্কে জানেন দয়া করে আমাদেরকে জানান!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .