- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কলম্বিয়া: আলো আর মোমবাতির উৎসব

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, ধর্ম, শিল্প ও সংস্কৃতি

ছবি ফ্লাওয়ারী লুজার সৌজন্যে [1]

ছবি ফ্লাওয়ারী লুজার সৌজন্যে

দিয়া দে লাস ভেলিতাস (মোমবাতির দিন), যা দিয়া দে লোস আলুমব্রাদোস (আলোকিতের দিন) নামেও পরিচিত, হচ্ছে কলম্বিয়ার ঐতিহ্যগত একটা উৎসব কুমারী মেরী আর নিষ্কলঙ্ক গর্ভধারনের [2] সম্মানে। ৭ই ডিসেম্বর বিকেলে অথবা ৮ই ডিসেম্বর ভোরে কলম্বিয়ারের বাসিন্দারা মোমবাতি আর ল্যান্টার্ন (তেলের বাতি) জ্বালায় বাড়ি আর রাস্তায়, আর ক্রিসমাসকে স্বাগত জানায়।

এল তিয়েম্পো [3] সংবাদপত্র অনুসারে কুমারী মেরির সম্মানে ৪৩১ খ্রীষ্টপূর্বে করা এক তীর্থযাত্রাকে স্মরণে পোপ পায়াস নবম [4] ১৮৫৪ সালে ৮ই ডিসেম্বরকে উৎসবের দিন হিসেবে ঘোষণা করেন। পোপ ওই দিবস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার [5] প্রধান ডোমে আলো এনে উদযাপনের সিদ্ধান্ত নেন।

ছবি ফ্লাওয়ারী লুজার সৌজন্যে [6]

ছবি ফ্লাওয়ারী লুজার সৌজন্যে

এই বছর কলম্বিয়ার ব্লগাররা দিয়া দে লাস ভেলিতাস পালনকে বিভিন্ন ভাবে লিপিবদ্ধ করেন -যেমন ছবির সংকলন প্রকাশ করে। উদাহরণ স্বরূপ, ম্যাডাম ওয়েব তার ব্লগ লা লজিকা দে মি পাপাতে [7] ব্যাখ্যা করেছেন যে তিনি এই উৎসব বিশেষভাবে পছন্দ করেন কারণ এর ফলে তার আশেপাশে যারা আছে তিনি তাদের কাছাকাছি নিজেকে অনুভব করেন:

Me gusta mucho el día de las velitas porque en la calle, por lo menos acá en Pasto, se siente la unidad, en los barrios los vecinos de todas las casas echando globos, música por todas partes, familias reunidas, los niños corriendo y jugando, los altares a la Virgen en los garajes, algunas procesiones, comida y festejo por todas partes.

আমি দিয়া দে লাস ভেলিতাস আসলেই পছন্দ করি রাস্তাতে, অন্তত পাস্তোতে [সান জুয়ান দে পাস্তো, কলম্বিয়া], আপনি একত্র হওয়া বোধ করতে পারবেন, ব্যারিওসে সব পড়শী সব বাড়ি থেকে বেলুন ফোলাবে। সর্বত্র সঙ্গীত বাজে, পরিবার একত্র হয়, বাচ্চারা দৌঁড়াচ্ছে আর খেলছে, গ্যারেজে মেরির জন্য বেদি তৈরি করা হয়, ধর্মীয় যাত্রা, খাবার আর উৎসব চারিদিকে।

রেটিসেন্টে থেকে ব্লগার জুয়ান ডেভিড এস্কোবার ভাবছেন [8] এই উৎসব তার সাথে কি করে থেকে গেছে যদিও এর মানে একেবারে পাল্টিয়ে গেছে:

Cuando niño la abuela nos dijo que eran velitas para la virgen. Ya cuando pelaos entendimos que eran velitas para la “candelada del diablo”. Y ahora, sospecho que son velitas para que me den calor y me permitan pensar al ritmo del fuego que consume unos palos de parafina de colores.

আমি যখন বাচ্চা ছিলাম আমার দাদী বলতেন যে মোমবাতি কুমারির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। আমরা যখন কিশোর ছিলাম, আমরা বুঝেছিলাম যে মোমবাতি ছিল ‘ক্যান্ডেলাডা ডেল ডিয়াব্লো’ [শয়তানের আগুন] এর জন্য। আর এখন, আমি ধারণা করি মোমবাতি আমাকে উষ্ণতা দেয়ার জন্য আর রঙ্গিন মোম যে আগুনের ছন্দে পোড়ে সেটা চিন্তা করার জন্য।
ছবি ফ্লাওয়ারী লুজার সৌজন্যে [9]

ছবি ফ্লাওয়ারী লুজার সৌজন্যে

ব্লগার লুনাইসা ৭ই ডিসেম্বর তার পরিবারের পুনর্মিলনী সম্পর্কে বর্ণনা করেছেন [10]:

Sin ser una persona religiosa, siempre nos reunimos en familia a prender velitas y farolitos y volar globos con un deseo amarrado al globo.

Ayer, domingo aprovechamos para reunirnos y pasar un rato muy agradable en familia y con algunos amigos. Pasamos un rato muy agradable a la luz de las velas, una buena botella de tinto y lo mejor de todo una agradable charla.

যদিও আমি ধর্মীয় ব্যক্তি না, আমরা সব সময়ে পরিবার হিসেবে একত্র হই মোমবাতি আর ল্যান্টার্ন জ্বালাতে আর বেলুন ফুলিয়ে ইচ্ছাগুলো লিখে তাতে ঝুলিয়ে দিতে। গতকাল রবিবার, আমরা একত্র হয়ে কিছু বন্ধু আর পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ গ্রহণ করি। মোমবাতির আলোতে আমাদের ভালো সময় কেটেছে, আর রেড ওয়াইনের ভালো একটা বোতল, আর সব থেকে ভালো, ভালো ভালো কথা।

গ্লোবাল ভয়েসেস এর লেখক কাতালিনা রেস্ত্রেপো [11] তার ব্যক্তিগত ব্লগে সান্তা ফে দে এন্তিওকিয়ার রাস্তাতে ছড়ানো আলোর ভিডিও দিয়েছেন [12]:

ফ্লিকারে [13] মেডেলিন, কলোম্বিয়াতে ক্রিসমাসের আলোকসজ্জার এক ঝাঁক ছবি দেখা যাবে। দিয়া দে লাস ভেলিতাসের মতো উৎসব অন্যান্য দেশেও হয় যেমন ফ্রান্সে রয়েছে ফেতে দে লুমিনার্সের [14] ঐতিহ্য।

ছবিগুলো তুলেছেন ফ্লাওয়ারী লুজা [15] এবং অনুমতিক্রমে এখানে ব্যবহৃত হয়েছে।