লেবানন: অর্থ/খুশী সংগ্রহ

লেবাননের একদল ব্লগার সুবিধাবিহীন গোষ্ঠীর শিশুদের জন্যে ক্রিসমাসের খেলনা যোগাড় করে দিয়ে তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছেন। তাদের প্রকল্পের নাম Fun(d)raising (আনন্দ/অর্থ সংগ্রহ) এবং এটি সবার মাঝে খুশি আর আনন্দ বয়ে আনছে।

তাদের ওয়েবসাইট অনুসারে:

Fun(d)raising (আনন্দ/অর্থ সংগ্রহ) হচ্ছে একটি অলাভজনক সমষ্টিগত প্রকল্প যার সদস্যদের হৃদয়ে একটি মাত্র আশা এবং তা হচ্ছে সুবিধাবিহীন শিশুদের মুখে হাসি নিয়ে আশা। তারা আমাদের সন্তান, ভাইবোন বা আত্মীয়স্বজনের মত এত সৌভাগ্য নিয়ে জন্মায় নি। এই প্রকল্প তাদের জন্যে খেলনা সংগ্রহ করে আগামী ক্রিসমাসের সময় কোন এক সংস্থার মাধ্যমে (পরে জানানো হবে) বিতরণ করবে।

অন্যান্য তহবিল সংগ্রহ উদ্যোগের সাথে এর স্পষ্ট পার্থক্য রয়েছে। দাতারা শুধু অর্থ বা খেলনা দিয়েই ক্ষান্ত হবেন না, তারা নিজেরাও আনন্দ করবেন এবং অনেক কিছু শিখবেন।

এই প্রকল্পের সাথে সম্পৃক্ত হবার উপায়:

১- খেলনা দান করুন:

কোন অর্থ নেয়া হবে না। শুধু নতুন বা ব্যবহৃত কিন্তু ভাল অবস্থায় থাকা খেলনা দান করা যাবে। আপনার সদর দরজা থেকে এইসব খেলনা সংগ্রহ করা হবে। প্রকল্পের ছবির গ্যালারীতে এ পর্যন্ত দানকৃত খেলনার ছবি পাওয়া যাবে।

২- খেলনা/অর্থ সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিন:

দান করা একটি খেলনা

দান করা একটি খেলনা

এ পর্যন্ত দুটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমটি ছিল লিন্ক – আনতেলিয়াস এ অনুষ্ঠিত একটি সম্পুর্ণ গেমিং নাইট। বৌলিং, তীরছোড়া এবং হকি খেলার মাঝে খেলনা সংগ্রহ চলেছে।

দ্বিতীয় অনুষ্ঠানটি চলেছে রুটস্পেস এর অফিসে যেখানে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল “প্রযুক্তিবিদ নয় এমন লোকদের জন্যে ওয়ার্ডপ্রেস” নামে। এতে লোকেরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্লগ করা শিখেছে।

৩ – এই উদ্যোগের কথা ছড়িয়ে দিন – অনলাইন বা অফলাইনে

আপনি এই উদ্যোগকে সহায়তা করতে পারবেন এ সম্পর্কে তথ্য প্রচার করে। আপনার ব্লগ/ওয়েবসাইটের জন্যে এই ব্যাজটি ব্যবহার করতে পারেন।

আরও সাম্প্রতিক তথ্যের জন্যে টুইটারে @lebfunraising (@লেবফানরেইজিং) কে অনুসরণ করতে পারেন অথবা তাদের ফেসবুক দলে যোগ দিতে পারেন। #lebfunraising হ্যাশট্যাগ অনুসন্ধান করে আরও তথ্য জানা যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .