বিভিন্ন ইরানের নাগরিক ও আন্তর্জাতিক মূলধারার প্রচার মাধ্যম জানিয়েছে যে গত সোমবারে (ডিসেম্বর ২২, ২০০৯) প্রায় দশ হাজারের মত বিরোধী সমর্থক ইরানের প্রধান ধর্মীয় কেন্দ্রের রাস্তায় উপস্থিত হয় এবং দেশটির প্রধান ভিন্নমতাবলম্বী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হোসেইন আলি মোনতাজারি অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সরকারি আধা সামরিক বাহিনীর সৈনিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এখানে সেই ঘটনার ছবি দেখুন।
বিরোধী দলের কিছু সাইটে এক ডিজাইন বা ছবি প্রকাশ করা হয়েছে, তাতে মোনতাজারিকে সবুজ রঙে আঁকা হয়েছে। সবুজ ইরানের বিরোধীদের রঙ। এখানে বলা হয়েছে: “নেদা এবং সোহরাবকে আমাদের শুভেচ্ছা জানিও” (এই দুজন এ বছরের শুরুতে ইরানের রাষ্ট্রপতি নির্বাচন উত্তর ফলাফলে সৃষ্ট সংঘর্ষে নিহত হয়েছে)।
আয়াতুল্লাহ মোনতাজারির অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিও এখানে রয়েছে।
নিকাহাঙ্গ ইরানের এক অন্যতম ব্যঙ্গচিত্রশিল্পী ও ব্লগার। তিনি মোনতাজারির স্মরণে এক ব্যঙ্গচিত্র প্রকাশ করেছেন।
এখানে আরেকটি ভিডিও রয়েছে, যেখানে দেখা যাচ্ছে তেহরানের এলমো সানাট বিশ্ববিদ্যালয়ে মোনতাজারির স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জনতা আওয়াজ তুলেছে, “মোনতাজারি জীবিত!” এবং “সবুজ আন্দোলন শোকে নিমজ্জিত”!