নির্বাচিত গ্লোবাল ভয়েসেস লেখক: ইমান আব্দেল রাহমান

গ্লোবাল ভয়েসেস অনলাইনের স্বেচ্ছাসেবী লেখক ইমান আব্দেল রাহমান, যিনি লাস্টো আদ্রি নামে পরিচিত, তার জন্মস্থান মিশর সম্পর্কে নিয়মিত লিখে থাকেন। এছাড়াও তার রয়েছে কোলেন লায়লা (আমরা লায়লা) নামে আরেকটি প্রকল্প এবং প্রকল্পটির ওয়েবসাইট অনুসারে:

“আমরা লায়লা” হচ্ছে সেই উদ্যোগ যার মাধ্যমে বছরে একটি দিন নির্দিষ্ট করা হয় আরব অঞ্চলের মেয়েদের সমস্যা তুলে ধরার জন্যে। সেই নির্দিষ্ট দিনে ব্লগাররা “আমরা সবাই লায়লা” এই শিরোনামে তাদের সমস্যাগুলো বর্ণনা করে। এর লক্ষ্য হচ্ছে সমগ্র আরব সমাজ জুড়ে মেয়েদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়া ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা।

তিনি সম্প্রতি লেবাননের বৈরুতে অনুষ্ঠিত দ্বিতীয় আরব ব্লগারদের সম্মিলনে উপস্থিত ছিলেন এবং সবার মাঝে তার প্রকল্পকে উপস্থাপন করেন। নীচের ভিডিওতে তিনি তার প্রকল্প সম্পর্কে আলোচনা করছেন:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .