- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: জনগণের মাইক্রোব্লগিং চালু হয়েছে

বিষয়বস্তু: চীন, প্রযুক্তি, বাক স্বাধীনতা

একদিকে চীন সরকার টুইটার, ফানফুর মত অনেক মাইক্রোব্লগিং সাইট বন্ধ করে দিয়েছে অন্য দিকে সরকারী অনলাইন মিডিয়া people.com.cn শূন্যস্থান পুরণে জনগণের মাইক্রোব্লগিং সাইট [1] খুলেছে।

সর্বশেষ সংবাদ:

ওয়েবসাইট চালুর কয়েক ঘণ্টার মধ্যেই লিউ জিয়াবোর মুক্তি চাই সংক্রান্ত টুইট বার্তাটি [2] জনপ্রিয়তার তালিকায় শীর্ষে উঠে আসে। এরপরে তা মুছে দেয়া হয়। জনগণ রাজনৈতিক সংবেদনশীল বার্তা পোস্ট করে দেখেছে যে তা ব্লক করে দেয়া হচ্ছে। বর্তমানে পুরো সাইটটি বন্ধ করে রাখা হয়েছে।