লিনা বেন মেন্নি তিউনিশার একজন ব্লগার আর সামাজিক কর্মী, আর গ্লোবাল ভয়েসেসে তিউনিশিয়ার ব্লগ জগৎ নিয়ে লিখে যাচ্ছেন ২০০৮ সালের অক্টোবর থেকে।
একটি ফেসবুক দল আর একটি নিবেদিত ব্লগ সৃষ্টির মাধ্যমে তিনি সম্প্রতি সচেতনতা সৃষ্টির জন্যে প্রচারণা করে যাচ্ছেন তিউনিশিয়ার একজন ছাত্র মোহামেদ সুদানির ব্যাপারে, যাকে জেলে দেয়া হয়েছে মিডিয়াতে একটি সাক্ষাৎকার দেয়ার অপরাধে।
সম্প্রতি লেবাননের বৈরুতে দ্বিতীয় আরব ব্লগারদের মিটিং এ অংশ নিয়েছিলেন লিনা।