বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কারের জন্যে মনোনয়ন

বেশীর যে কোন স্থানে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্যে ব্লগিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং একই সাথে তথ্যেরও উৎস হয়ে দাঁড়িয়েছে। এখানে গ্লোবাল ভয়েসেসে, আমরা বিশ্বের বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার ব্লগের মতামতকে তুলে ধরি বিশেষ করে প্রয়োজনীয় অনুবাদের মাধ্যমে। এই ব্লগার সমাজের অন্যতম লক্ষ্য হচ্ছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে মানুষের আকাঙ্খার প্রাচুর্যকে তুলে ধরা। এই কারণেই আমরা বেস্ট অফ দ্যা ব্লগস (ববস) পুরস্কারকে সমর্থন করি।

গত সাতই ডিসেম্বর, জার্মানীর ডয়েশে ভেলে ৬ষ্ঠ আন্তর্জাতিক বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কার প্রতিযোগীতার উদ্বোধন করে। এবারে সাতটি ভাষার ব্লগকে মনোনীত করা যাবে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রি:পাবলিকা ২০১০ (জার্মান), টিভি৫ (ফরাসী), আল আরাবীয়া (আরবী), এবং অন্যান্য অনেক সংগঠনের সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন অফিশিয়াল পার্টনার হয়েছে এ বছর।

যে কেউ এখানে ব্লগের মনোনয়ন জমা দিতে পারবেন এবং তার জন্যে দরকার প্রথমে ববস ব্লগোপিডিয়াতে তা খোঁজা। যদি সেই ব্লগ ডাটাবেজে না থাকে তবে তা এখানে জমা দিতে হবে। জুরীরা ব্লগগুলোর চুড়ান্ত মনোনয়ন দেবেন। এই চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হবে ১৫ই মার্চ ২০১০ থেকে ১৪ই এপ্রিল ২০১০ পর্যন্ত পাঠকদের ভোটের মাধ্যমে এবং জুরীদের ভোটের সমন্বয়ে।

আগামী ১৫ই এপ্রিল ২০১০ সেরা ব্লগগুলোকে বার্লিনের রি:পাবলিকা ইন্টারনেট কনফারেন্সে ঘোষণা করা হবে। ২০১০ সালের জুন মাসে বন শহরে অনুষ্ঠিতব্য ডয়েশে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ব্লগারদের জন্যে ববস আরও বেশী পরিমাণ পাঠক আকর্ষণ করার একটি মাধ্যম, এবং সবচেয়ে সেরা প্রমাণ করার একটি সুযোগ। এ পর্যন্ত ব্লগপিডিয়া ডাটাবেজে ১৫,৫৫৮টি নিবন্ধিত ব্লগ রয়েছে:

আমাদের ব্লগোপিডিয়া, ব্লগ, ভিডিওব্লগ এবং পডকাস্টের একটি আন্তর্জাতিক অনলাইন ক্যাটালগ। খুঁজে পেতে সুবিধার জন্যে প্রতিটি ব্লগ ডাটাবেজে অন্তর্ভূক্ত করা হয়েছে দেশ, ভাষা ইত্যাদি বিভিন্ন ভাগ করে। আপনার ব্রাজিলের সঙ্গীত পডকাস্ট দরকার? বা চীনের রসনা সংক্রান্ত ব্লগ? কোন অসুবিধা নেই। আমাদের সার্চ ফিচারে শুধু কিওয়ার্ডটুকু দেবেন অথবা ট্যাগক্লাউড থেকে আকাঙ্খিত ক্যাটেগরীটি খুঁজে বের করুন। এরপর নিবন্ধিত হাজারো ব্লগ, পডকাস্ট এবং ভিডিও ব্লগ থেকে আপনার কাঙ্খিত ব্লগটি খুঁজে বের করুন।

এ বছরের প্রতিযোগীতায় পরিবেশ পরিবর্তনকে গুরুত্ব দেয়া হচ্ছে এবং এ জন্যে বিশেষ একটি ক্যাটেগরী থাকছে যার মাধ্যমে এই বিষয় নিয়ে যে সমস্ত ব্লগ ও পডকাস্ট কথা বলছে তাদের সম্মানিত করা যায়। এ ছাড়াও এবার ববস প্রতিযোগীতায় বাংলা ভাষার ব্লগকে যুক্ত করা হয়েছে।

আমরা ২০১০ সালের ববস পুরস্কারের বিজয়ী কারা হবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেরী না করে আপনার পছন্দসই ব্লগটিকে মনোনীত করে আসুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .