- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরান: প্রতিবাদে শিল্প

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, শিল্প ও সংস্কৃতি, সরকার

ইরানের অন্যতম প্রধান বিরোধী নেতা মির হোসেন মুসাভি [1] সম্প্রতি একটা ভিডিও সাক্ষাৎকারে বলেছেন [2] যে গত ১২ই জুন থেকে প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে যে ‘সবুজ’ প্রতিবাদ চলছে তার শৈল্পিক প্রদর্শন [3] ইরানের ইতিহাসে অভিনব। ইরানী শিল্পী আর অইরানীরাও ইরানীদের প্রতিবাদে উদ্বুদ্ধ হয়েছেন আর তাদের প্রতিভা দিয়ে ডিজাইন, পোস্টার, এনিমেশন আর ভিডিও ক্লিপ তৈরি করেছেন তাদের আশা আর ক্ষোভ প্রকাশের জন্য।

এখানে ‘সবুজ’ প্রচারনার কিছু চিত্র যা যুক্তরাষ্ট্র বসবাসকারী ইরানী শিল্পী সোহেল তাভাকোলি সঙ্কলিত করেছেন:

হামেদ পুরাবেদিন আর একটি শিল্পকর্ম তৈরি করেছেন [4] তার ফেসবুকের পাতার জন্যে: “ইরানের জন্য অক্সিজেন”

[5]

ইরানী প্রতিবাদকারীরা যখন ৪ঠা ডিসেম্বর আর একটা বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছেন [6], বিশ্ববিদ্যালয় ছাত্রদের দিবসে (আজার মাসের ১৬ তারিখ) তারা কয়েক ডজন পোস্টার তৈরি করেছেন।

[7]

“সবুজ ১৬ই আজারে, আমরা আমাদের ইরানকে ফিরে পাবো”

এই নিয়ে গ্লোবাল ভয়েসেস এ প্রকাশিত আরও সংবাদ:

ইরান: প্রতিবাদের জন্য শিল্প [8]

ইরান: বিক্ষোভ প্রচারণা শিল্পকর্মকে উদ্বুদ্ধ করছে [9]