ব্রাজিল: একজন পথিকৃৎ ডিজিটাল কর্মীকে হারানো

ড্যানিয়েল পাদুয়া ব্রাজিলের এক সুপরিচিত ডিজিটাল কর্মী ছিলেন। ছবি কাটিয়া কাটিহারার ওয়ার্ডপ্রেস-বিআর এর সৌজন্যে

ড্যানিয়েল পাদুয়া ব্রাজিলের এক সুপরিচিত ডিজিটাল কর্মী ছিলেন। ছবি কাটিয়া কাটিহারার ওয়ার্ডপ্রেস-বিআর এর সৌজন্যে

ব্রাজিল গত নভেম্বরের ২০ তারিখে তার অন্যতম এক ডিজিটাল অ্যাক্টিভিস্ট (কর্মী) কে হারিয়েছে, যে ছিল ব্রাজিলের ডিজিটাল কার্যক্রমের পথিকৃৎ। তার নাম ড্যানিয়েল পাদুয়া। কিছুদিন আগে ড্যানিয়েল পাদুয়ার (যিনি টু্ইটারে @ডিপাদুয়া নামে পরিচিত ছিলেন) শরীরে ক্যান্সার ধরা পড়ে এবং আজ সকালে সে ব্রাসিলিয়ায় ক্যান্সারের সাথে যুদ্ধ করে পরাস্ত হয়। সে সব সময় ওপেন সোর্স (উন্মুক্ত সফ্টওয়্যার) ব্যবহার করায় বিশ্বাসী ছিল এবং এমনকি ব্রাজিলেও সে সংস্কৃতিকে উন্মুক্ত করার পক্ষপাতী ছিল। অনেক ব্লগারের পোস্টে সাইবার এক্টিভিজম ও ইন্টারনেট বাক স্বাধীনতার এক শক্তিশালী উদাহরণ হিসেবে ছিল ড্যানিয়েল।

ওয়ার্ডপ্রেস-বিআর ব্লগে, কাটিয়া কিটাহারা লিখেছেন [পর্তুগীজ ভাষায়]:

Hoje perdemos um amigo queridíssimo, aqui da comunidade, o Daniel Pádua. Sentiremos muito sua falta, não só pelo grande talento e inteligência que ele possuia, mas principalmente pelo seu caráter. Queremos manifestar nosso carinho para sua família e amigos.

আজ আমরা ড্যানিয়েল পাদুয়াকে হারালাম। এই সম্প্রদায়ের সে ছিল এক প্রিয় বন্ধু। আমরা তার অনুপস্থিতি অনুভব করব। আমরা কেবল তার অসাধারণ প্রতিভা ও বুদ্ধিমত্তার অভাবই অনুভব করব না, তার মত চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাবও অনুভব করব। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা রইল।

যখন সারা ওয়েবে এই সংবাদ যখন ছড়িয়ে পড়ে, তখন যে সমস্ত টুইটার ব্যবহারকারী তার কাজ এবং অঙ্গীকার সম্বন্ধে জানত, তারা তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এবং তাকে শেষ বিদায় জানায়:

emer

এখন অস্তগামী সূর্য @ডি পাদুয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করছে। ৪৮০এন।

এটাই ড্যানিয়েল পাদুয়ার প্রতি গ্লোবাল ভয়েসেস-এর শ্রদ্ধা প্রকাশ। ড্যানিয়েল, তুমি শান্তিতে ঘুমাও।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .