ইরান: সবুজ আন্দোলন আবারো বিরোধিতা করলো শাসকদের

ইরানের প্রতিবাদী সবুজ আন্দোলন গত ৪ঠা নভেম্বর (১৩ই আবান) এক বিশাল পথ বিক্ষোভের আয়োজন করে। একই দিনে তেহরানের আমেরিকান দূতাবাসের দখলের ৩০ তম বার্ষিকী উদযাপনের জন্য আয়োজন করা সরকারী র‌্যালির সুযোগ নিয়ে এটি অনুষ্ঠিত হয়। বিরোধীদের এই বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর জোরদার দমনের মুখোমুখি হয়।

যেমন আশা করা হচ্ছিল, ইরানের নাগরিক মিডিয়া ‘ইতিহাসকে’ আবার তাদের মোবাইল ফোনে ধারণ করেন। সেইরকম কয়েকটি ভিডিও এখানে দেয়া হল।

তেহরানে বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিকে পদদলিত করেন, যে কাজ কয়েক মাস আগেও অচিন্তনীয় ছিল।

ওবামাকে একটা বার্তা: আপনি হয় আমাদের সাথে বা ওদের সাথে।

লোকের মাঝখানে বিরোধী নেতা মেহদি কারাওবি।

নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের আক্রমণ করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .