- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভুটান: বিশ্বকে বাঁচানোর কারণ

বিষয়বস্তু: ভুটান, উন্নয়ন, পরিবেশ

ভুটান একটি কম পরিবেশন দূষণকারী দেশ। তবে এই দেশটি পরিবেশ দূষণের হুমকির মুখে এর উন্নয়ন এবং জীবন যাত্রার মান বৃদ্ধির প্রচেষ্টার কারণে। “পরিবেশ রক্ষার দিকে গুরুত্ব দেয়া কি উচিৎ যদি তা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্যে বাধা হয়ে দাঁড়ায়?” প্রশ্ন করছেন ‘অন দ্যা জব’ [1] ব্লগের ডি। তিনি যুক্তি দেখাচ্ছেন: “মানুষ এবং পরিবেশের মধ্যে বেছে নিতে হলে, মানুষকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে।”