আর্মেনিয়া: ওলিগার্খ এর কর্মীকে অভিযুক্ত করা হয়েছে পশুর প্রতি নিষ্ঠুরতার জন্যে

ফেসবুক ব্যবহারকারীরা আজকে (১৯শে অক্টোবর, ২০০৯) একটা ভিডিও দৃশ্যের লিঙ্ক দিয়েছেন যেটা ওলিগার্খ এমপি গাগিক সারুকিয়ানের ব্যক্তিগত চিডিয়াখানায় তোলা এমন বলা হচ্ছে। এই এমপির ডাক নাম ডোডী গাগো নামে বেশীরভাগ আর্মেনিয়র কাছে পরিচিত। সারুকিয়ানকে আর্মেনিয়ার সব থেকে ধনী নাগরিক বলা হয়, যদিও তার আয়কর রিটার্ন এর উল্টো ভাষ্য দেয়

ভূতপূর্ব হস্তযুদ্ধ চ্যাম্পিয়ন এই এমপি আর্মেনিয়ার জাতীয় এসেম্বলীতে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা আর আর্মেনিয়ার জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট।

Tweet

তাকে নিয়ে বিতর্ক নতুন না, বিশেষ করে স্থানীয় প্রেসের সাম্প্রতিক রিপোর্টে তার দেহরক্ষীদের দোষারোপ করা হয় গুলি ছোড়া আর সাংবাদিকদের মারার জন্য। আর তার সাম্প্রতিক কেলেঙ্কারি তার সফরসঙ্গী একজন টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

ফেসবুকে প্রথম পোস্টের কিছু পরেই ভিডিওটা দ্রুত সরিয়ে নেয়া হয়া লিঙ্কগুলো দ্রুত রিটুইট করা হয়। ডেইলি মোশনে এর পরে ভিডিওটা উঠে এসেছে। এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের বেশীরভাগের মনোভাব আনজিপড ব্লগ তুলে ধরেছে

@গোল্ডেন্টেন্টের একটা টুইট বার্তার সুবাদে, আমি ইউটিউবের এই ভিডিওর লিঙ্ক খুঁজে পেয়েছি, যেখানে অভিযোগ করা হয়েছে যে আর্মেনিয়ার অলিগার্খ আর বারগাভাচ হায়াস্তান (সমৃদ্ধ আর্মেনিয়া) দলের প্রধান গাগিক সারুকিয়ান তার সিংহ আর গাধার মধ্যে এই যুদ্ধ করিয়েছেন (বা এটা তার ব্যক্তিগত চিড়িয়াখানায় অনুষ্ঠিত হয়েছিল)।

এটা এত খারাপ যে প্রথমে কয়েক সেকেন্ডের বেশী আমি নিজেকে জোর করেও দেখাতে পারি নি। তারপরে আমি নিজেকে জোর করেছি… এই ভিডিও দেখার পরে আমি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলাম।

যে কোন দেশ, যে কোন সমাজ যারা নিজেদেরকে ‘সভ্য’ বলার বিন্দুমাত্র চিন্তা করে তাদের উচিত এই ধরনের পশুদের প্রতি নিষ্ঠুরতা নিষিদ্ধ করা, আর অভিযুক্তদের আইনের সামনে দাঁড় করানো উচিত।

গত ফেব্রুয়ারীতে, আর্মেনিয়ার প্রকৃতি সংরক্ষাণাগারে বেআইনী শিকারের ইউটিউব ভিডিও তার প্রধান ওয়ার্ডেনের চাকুরি চ্যুতি ঘটায়। তাই অনেকে যা অভিযোগ করছেন এই ভিডিওতে যদি সে রকমই কিছু দেখানো হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা গৃহিত হয় তা দেখার জন্য অপেক্ষা করা উচিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .