গত অক্টোবর রাশিয়ার ৮৩টির মধ্যে ৭৫টি অঞ্চলে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যাতে ভোট-কারচুপির খবর এসেছে। রাশিয়ার রাজধানীতে বিভিন্ন শ্রেণীর নাগরিক আর রাজনীতিবিদরা এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে – আর দেশের ব্লগারদের মধ্যে বেশ ক্ষোভ সঞ্চার হয়েছে।
প্রধানমন্ত্রী ভাদিমির পুতিনের নেতৃত্বে ইউনাইটেড রাশিয়া দল মস্কোর স্থানীয় সংসদে ৩৫টির মধ্যে ৩২টি আসন পেয়েছে। অন্য যে দলটি মস্কোর ডুমাতে যেতে পেরেছে সেটা হল কমিউনিস্ট পার্টি অফ রাশিয়ান ফেডারেশন। গত সপ্তাহ ধরে রাশিয়ার ব্লগে ব্লগে কিছু দলিল আর রিপোর্ট ঘুরছে, যা ইঙ্গিত করছে যে নির্বাচনের ফলাফল অন্য রকমও হতে পারত।
নির্বাচনের একদিন পরে, লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী ইগোর ইকোভ্লেভ যিনি ইয়াব্লোকো দলের প্রেস সচিব (যারা আসন পাওয়ার জন্য যে শতকরা ৭ ভাগ ভোট লাগে তা পায়নি), তার ব্লগে একটা সহজ অংক কষেছেন। একটা পোলিং স্টেশনের অব্যবহৃত ভোট এর সংখ্যা আর পরে মস্কোর সিটি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে সার সংক্ষেপ টেবিল দেয়া হয়েছে তা তুলনা করেছেন তিনি। এখানে তিনি যা পেয়েছেন (পোস্ট আর টেবিলের বিষয় বস্তুর ভাষান্তর- ইয়াব্লোকর সাইটের ইংরেজী সংস্করণ থেকে):
নির্বাচন এলাকা নং ১৭০২, দানিলোভস্কি এলাকা, মস্কো।
যারা সাম্প্রতিক বছরের নির্বাচন প্রচারণা দেখেছেন একটা অবিশ্বাস্য প্রতারণার সুযোগ দেখছে গতকালের নির্বাচনে (মস্কো সিটি ডুমা নির্বাচন অক্টোবর ১১, ২০০৯)।
এখানে নির্বাচন প্রতারণার মাত্র একটা উদাহরণ দেয়া হল:
মস্কো নির্বাচন কমিশনের ওয়াবসাইটে স্থানীয় নির্বাচন কমিশনের প্রটোকল প্রকাশিত হয়
১৪ ৩. মস্কোতে এলাকার শাখা ইউনাইটেড রাশিয়া দলের ৭৪২
ইয়াব্লোকোর পর্যবেক্ষকের কাছে কমিশনের দেয়া স্থানীয় নির্বাচন কমিশনের প্রটোকল
১৪ ৩. মস্কোতে এলাকার শাখা ইউনাইটেড রাশিয়া দলের ১৯২
ইউনাইটেড রাশিয়া কোথাও থেকে ৫৫০টা বেশী ভোট পেল। ৫৫০ একটা সুন্দর সংখ্যা।
অক্টোবার ১৬তে পরিস্থিতি আরো ‘সুন্দর’ অবস্থায় পরিণত হয়; মস্কোর আর একটা পোলিং স্টেশনের প্রোটোকল আর সামারি টেবিল দেখিয়েছে যে ইয়াব্লোকো সেখানে একটিও ভোট পায় নি- যদিও ওই একি জায়গায় পোলিং স্টেশন নং ১৯২ তে ইয়াব্লোকোর নেতা সার্গেই মিত্রোখিন আর তার পরিবার ভোট দিয়েছেন। এলজে ব্যবহারকারী ইয়াকোভ্লেভ_ইগোর এই অগ্রগতির কথাও জানিয়েছেন পোলিং স্টেশনের ভিতর আর বাইরের মিত্রোখিনের ভোটিং তথ্য আর ছবি পোস্ট করে। দুইদিন পরে, মস্কো সিটি নির্বাচন কমিশন এই ঘটনার তদন্ত করতে বলেন, আর এলজে ব্যবহারকারী ইয়াকোভ্লেভ_ইগোর বলেন:
সকল মিডিয়া এটি নিয়ে লেখে নি, কিন্তু গত তিন দিন ধরে ব্লগে এটা সব থেকে আলোচিত বিষয়।
ব্লগাররা দীর্ঘজীবী হোক!
এলজে ব্যবহারকারী এভি ম্যালজিন ব্লগারদের ভূমিকা নিয়েও লিখেছেন:
সোভিয়েত সময়ে, তথাকথিত [সমিজড্যাট] ছিল। মানবাধিকার লঙ্ঘনের বুলেটিন ছাপা হত- টাইপরাইটারে নির্দিষ্ট সংখ্যক টাইপ করা হত আর মূলত: বিদেশী সাংবাদিকদের মধ্যে বিলি করা হত। অবশ্য এই বুলেটিন রেডিও লিবার্টিতে উদ্ধৃত করা হত, যা এই তথ্যের গ্রাহকের সংখ্যা বাড়িয়ে দিত। কিন্তু আমাদের ভুললে চলবে না যে রেডিও লিবার্টি জ্যাম হয়ে যেত। আর বুলেটিনের লেখকদের কড়া শাস্তি দেয়া হত। [নাতালিয়া গরভানেভস্কায়া]- [এলজে ব্যবহারকারী] অ্যাঞ্জি ৬৮ [ক্রনিক্যল অফ কারেন্ট ইভেন্টস] এর প্রথম সম্পাদক- এই গল্প ভালো বলতে পারবেন। [সার্গেই কোভালিয়ভ] যিনি বুলেটিনের ঠিক সাতটা সংস্করণ সম্পাদনা করেছিলেন। হিক সাত বছরের জন্য জেলে ছিলেন- প্রত্যেকটা সংস্করণের জন্য এক বছর; [ইলিয়া গাবায়] তিন বছরের জেলে; [গ্যাব্রিয়েল সুপারফিন] [জেলে ছিলেন] পাঁচ বছরের জন্য; [আলেকজান্দ্রা লাভুত]- তিন বছরের জন্য, ইত্যাদি। [এলজে ব্যবহারকারী] এঙ্গে ৬৮কেই তার টাইপরাইটার থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, স্ট্রেটজ্যাকেটে করে পাগলাগারদে, যার পরে [জোয়ান বায়েজ] তাকে নিয়ে একটা গান লিখেছিলেন [নাতালিয়া]।
ক্রনিকলের প্রচার কতো ছিল? তিরিশ কপি। হয়তো ৫০।
এখনি লাইভজার্নালে, বলতে হলে, বর্তমানের ঘটনার ক্রনিক্যালের প্রচার ১৯৭০ দশকের সোভিয়েত- বিরোধীরা কল্পনাও করতে পারতেন না। আমি সাধারণ পরিসংখ্যান জানি না, কিন্তু আমার লেখা মাঝেমাঝে ১০,০০০ লোক একদিনে পড়েন। ইউনাইটেড রাশিয়ার জন্য প্রতারণা সম্পর্কিত পোস্ট ৪৫,০০০ লোক পড়েছিলেন। খারাপ না। আর এটা একমাত্র ক্রনিক্যাল না- একটা বা দুইটা না, বরং হাজার হাজার। অবশ্য তারা স্বপ্ন দেখছেন এই ফোয়ারাকে বন্ধ করার। অবশ্য আমার ব্লগ না, বরং সাধারণভাবে লাইভ জার্নাল। আমি নিশ্চিত যে তারা এটা নিয়ে ভাবছেন।
আর একই ব্লগার নির্বাচনের ফলাফল নিয়ে লিখেছেন:
কিন্তু সম্মিলিত রাশিয়া কোন প্রতিযোগিতা চায়না, এরা আলোচনাতে অভ্যস্ত না (‘ডুমা আলোচনার জায়গা না’), এটা বোঝে না বহু দলীয় ব্যবস্থা কি। সম্মিলিত রাশিয়া একমাত্র দল থাকতে চায়, এরা নতুন [সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি] হতে চায়।এখন একটা বোকাও বুঝতে পারে যে বর্তমান শাসকদের কৌশল গত লক্ষ্য ছিল সোভিয়েত শাসন পূন:প্রতিষ্ঠা করা। আর তাই এটা অদ্ভুত যে রাশিয়ার সংসদীয় দল বিদেশী সাদরে গৃহিত হয়, আর এই ধোঁকাবাজেরা আন্তর্জাতিক ফোরাম ইত্যাদিতে আমন্ত্রিত হচ্ছে…