ওমান: সোয়াইন ফ্লু সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ব্লগার আয়োজিত নাচের অনুষ্ঠান

সোয়াইন ফ্লু এবং এইচ১এন১ ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ওমানিদের চলতে থাকা অনলাইন আর অফলাইন প্রচেষ্টার আরেকটি নিদর্শন – ওমানি ব্লগাররা সম্প্রতি একটি রাস্তার শো এর আয়োজন করেন। মাস্কাটের জাওহারাত আল সাত্তি মলে স্বাস্থ্যরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য লিফলেট আগতদের দেয়া হয় এবং তাদের আকর্ষণ করার জন্যে এই অনুষ্ঠানে আরো ছিল ওমানি নাচের দল এসএনকে এর ইচ্ছে মত নাচ।

এই অনুষ্ঠানের সম্পাদিত একটি ভিডিও নীচে দেখা যাবে:

আপনি ওমানি ব্লগারদের এইচ১এন১ এর বিরুদ্ধে প্রচারণা সম্পর্কে আরো জানতে পারবেন ওমানি ব্লগারস ওয়ালে গিয়ে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .