হাঙ্গেরী: উপশহরের ধোঁয়াশা কমানোর স্টেশন

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বুদাপেস্টের বালা লুজাজাহ স্কোয়ারে এক অদ্ভুত কাঠামোর উপর সবার দৃষ্টি পড়ে। টেরেলটেরিটেস মুঙ্কাসস্পোর্টস (ডিভিয়ান্ট স্পেস ওয়ার্কিং গ্রুপ) নামক প্রতিষ্ঠান দেশটির উন্মুক্ত স্থানে ও শিল্প উঁৎসবে তাদের শিল্পকর্ম প্রদর্শন করে। এই উৎসবের নাম প্লাসস। এই কাঠামো বা শিল্পকর্মের নাম ডাউনটাউন স্মগ রিডাকশন স্টেশন বা উপশহরের “ধোঁয়া ও কুয়াশার মাধ্যমে সৃষ্ট ধোঁয়াশা (ধোঁয়া+ কুয়াশা) নামের দূষণ কমানোর স্টেশন”। রিচার্ড বাকমিনিস্টার ফুলার ও শহরের পরিবেশ নিয়ে যারা কাজ করে, তাদের এক নতুন চিন্তা থেকেই এই কাঠামোটি নির্মাণ করা হয়।

কেপাগিয়ার ব্লগের আন্দ্রেস ফোলডেস (ছবি ইমেজ ফ্যাক্টরি, হাঙ্গেরির সৌজন্যে) জানাচ্ছেন:

বালাহ লূজাজা স্কোয়ারের এই কাঠামোটিকে আলোকজ্জল এস্কিমোদের ঘর ইগলু হিসেবে জানা যাচ্ছে। এটি তরুণ শিল্পী ও স্থাপত্যবিদ দের কাজ। এটা জৈবিক ভাবে ধোঁয়াশা পরিষ্কার করতে পারে। এই শিল্পকর্মের উদ্দেশ্য লক্ষ্য। দূষণ সব সময়ের জন্য খারাপ একটা বিষয়। অন্য দিকে পরিষ্কার বাতাস শরীরের জন্য স্বাস্থ্যকর। তবে তারপরেও ভবিষ্যৎ-এর কোন কাঠামো নির্মাণ প্রথমেই সবাইকে বিস্মিত করে।

প্লাসাস উৎসবের ওয়েব সাইট অনুসারে:

যদিও এই দল ভবিষ্যৎ-এর স্থাপত্য নিয়ে কাজ করে, তারপরেও ভিন্ন বিষয় থেকে স্থাপনাকে দেখার গুরুত্ব অনুভব করেছে। কেবল স্থাপত্য কলার দৃষ্টিভঙ্গি থেকে নয়, মানুষ এবং স্থানের সাথে জন গুরুত্বপূর্ণ স্থানের যোগ সূত্রের উপর তারা গুরুত্ব প্রদান করেছে। প্লাসিস উৎসবে বিশ্বাস করা হয় যে উন্মুক্ত স্থানের তারা কেবল পর্যবেক্ষক নয়, তারা তাকে একটি নির্দিষ্ট আকার দিতে পারে এবং তাকে রূপান্তর করতে পারে।

এই ছবিটি তুলেছে রোজমি, এখানে দেখাচ্ছে একটা প্লাস্টিকের ইগলু, এলাকার পরিবেশ পরিষ্কার করার জন্য এই শৈবালের কাঠামো এখানে রাখা হয়েছে।

4009750998_3f77533c78

আন্দ্রেস ফোল্ডেস টেরেলটেরিটেস মুঙ্কাসস্পোর্টসের প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন এই তথাকথিত ধোঁয়াশা কমিয়ে আনার যন্ত্রের কাজ সম্বন্ধে।

[…] এই পরিকল্পনার প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনতাল লাকনার পরিস্রুত শৈবালের জৈব প্রযুক্তির কাজের পদ্ধতি ব্যাখ্যা করেন এবং প্রতি বাক্যের শেষে তিনি যোগ করেন, এটা কেবল একটা শিল্প নয়, এই বিষয়টি কাজ করে।

লাকনার বলেন, “বর্তমান কালের এক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য শিল্পী, স্থাপত্যবিদ, জীববিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ সকলে মিলে এক সাথে কাজ করছে”। লাকনানের মাথায় একটি শৈবাল ভর্তি হেলমেট রয়েছে যা পরিবেশ সংরক্ষণের কাজ নিয়োজিত। তিনি বলেন, একটি চিহ্নিত করা গাড়ি এখানে আসে এবং তখন এটি প্রদর্শন করে যে শৈবাল রাখা এই এলাকায় কি পরিমাণ অক্সিজেন তৈরি হয়। নি:শব্দে তৈরি অক্সিজেন যে কাঁচের বোতলে দখল করেছে তার দিকে তাকিয়ে তিনি পরম সন্তুষ্টির সাথে তিনি এ কথা বলছিলেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .