“আজকের সভ্যতার এই দিনে, এমনকি ভারতের শহুরে অঞ্চলেও মানুষ এটি মেনে নিতে চায় না যে একজন অবিবাহিত একলা নারী একটি সুখী, স্বাস্থ্য সম্মত এবং পরিপূর্ণ জীবন যাপন করতে পারেন,” জানাচ্ছেন রামাপ্রিয়া গোপালাকৃষ্ণান আল্ট্রাভায়োলেট ব্লগে। তিনি ব্যাখ্যা করছেন যে একজন একলা নারী ভারতে কি কি অসুবিধার সম্মুখীন হয়।