- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তিউনিশিয়া: নির্বাচনী প্রচারণা বৈধভাবে হচ্ছে না

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., তিউনিশিয়া, নির্বাচন, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, রাজনীতি

আগামী ২৫শে অক্টোবর তিউনিশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর ফলে দেশটিতে সব কিছু উত্তপ্ত হয়ে উঠেছে। ১১ই অক্টোবর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, কিন্তু এই প্রচারণায় সকল রাজনৈতিক দল ও রাজনীতিবিদ অংশ নিতে পারছে না। নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে পারা দলের মধ্যে অন্যতম হল আততাজাদিদ (নবোদয় দল), নির্বাচনী প্রচারণায় যাদের কোন পোস্টার নেই। দলটিকে নির্বাচনী প্রচারণা চালানোর কোন অনুমতি দেওয়া হয় নি এবং কর্তৃপক্ষ কেবল এই কাজটিকেই যথেষ্ট বলে মনে করেনি, তারা দলের মুখপাত্র “আততারিক আল জাদেদ”(নতুন পথ) নামের পত্রিকাকে সেন্সর (নিষিদ্ধ) করেছে, এবং এটি করা হয়েছে কোন যৌক্তিক কারণ ছাড়াই। যেমনটা ব্লগার সোফিয়েনে চৌরাবি [1] উদাহরণ হিসেবে তুলে ধরেছেন:

حجزت مصالح وزارة الداخلية العدد 149 من جريدة الطريق الجديد بجمع كلّ الأعداد الموجودة بالمطبعة مساء السبت 10 أكتوبر وإشعار صاحب المطبعة بحجز العدد بدعوى تضمنه للبيانين الانتخابيين لحركة التجديد في حين أنه مؤرخ يوم 10 أكتوبر أي قبل انطلاق الحملة الانتخابية وهي تعلات واهية باعتبار أن العدد كان بصدد الطبع مساء السبت 10 أكتوبر ليوزع على الأسواق ابتداء من يوم الأحد 11 أكتوبر الذي تنطلق فيه الحملة الانتخابية.
১০ই অক্টোবর শনিবার সন্ধ্যাবেলা স্বরাষ্ট্রমন্ত্রী, আততারিক আল জাদিদ সংবাদপত্রের উপর আইনের ১৪৯ নম্বর ধারা প্রয়োগ করেন। এই কাজটি করা হয় এভাবে, উক্ত প্রেস থেকে ছাপা হওয়া ১০ই অক্টোবরের সকল পত্রিকা সংগ্রহ করা হয় ও এর মালিককে জানানো যে উক্ত তারিখে আততাজাদিদ দলের নির্বাচনী লিখিত প্রচার পত্র ছাপা হয়েছে, যেখানে নির্বাচনী প্রচারণা শুরুর তারিখ ১১ই অক্টোবর, সেখানে এই প্রচার পত্র ছাপানোর কাজ বেআইনী। এই যুক্তি অর্থহীন, কারণ উক্ত লিখিত বক্তব্য ছাপা হয়েছিল অক্টোবরের ১০ তারিখ শনিবারের দিনে, কিন্তু তা পরের দিন ১১ তারিখ রোববারে বিলি করা হত, যেদিন ছিল প্রচারণা শুরু করার দিন।

অন্যদিকে শাসক দলের প্রার্থী-তিউনিশিয়ার বর্তমান রাষ্ট্রপতি জিনে এল আবিদিনে বেল আলির [2]-পোস্টারে সব এলাকা ছেয়ে গেছে এবং কখনো কখনো তা অবৈধ ভাবে লাগানো হয়েছে। প্রচারণা চালানোর উদ্দেশ্যে তাকে বেশ কয়েক বার টেলিভিশনে দেখা গেছে এবং নির্বাচনী বিধি অনুসারে এই কাজটি বৈধ নয়। কিসেস ফ্রম তিউনিশিয়া [3] এই বিষয়টি সম্বন্ধে লিখেছেন। তিনি নির্বাচনী বিধি থেকে একটি ছবি এবং এক ব্যক্তিগত টিভি চ্যানেলে শাসক দলের প্রার্থী যে দলের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে তার দৃশ্য তুলে ধরেছেন।