আই অ্যাম ড্রুকপা ব্লগ ভুটানে যত্রতত্র পাওয়া যাওয়া নিষিদ্ধ সিগারেটের অসহনীয় মূল্যবৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। দেশটিতে ধুমপানের উপর নিষেধাজ্ঞা থাকায় কালবাজারীরা জেঁকে বসেছে। এই ব্লগার আবেদন করছে ধুমপানের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে কর পরিশোধ করা আইনসম্মত সিগারেট বিক্রির ব্যবস্থা যেন করা হয় ভুটানে।