বারক্যাম্প নম পেন আঞ্চলিক আইটি অনুরাগীদের আকর্ষণ করেছে

অক্টোবরের শুরুতে, ক্যাম্বোডিয়া আর বাইরে থেকে প্রযুক্তি আগ্রহীরা ক্যাম্বোডিয়ার নম পেনের পান্নাশাস্ত্র বিশ্ববিদ্যালয়ে একত্র হয়েছিলেন তাদের বাৎসরিক বারক্যাম্পের জন্য।

মানুষ নম পেন এর বারক্যাম্পে নিবন্ধন করছে। নম পেনে দ্বিতীয় বছর এই বারক্যাম্প অনুষ্ঠিত হল। ২০০৭ এ ক্যাম্বোডিয়ার ব্লগাররা ক্যাম্বোডিয়ার ব্লগারদের সামিট করেছিলেন।

মানুষ নম পেন এর বারক্যাম্পে নিবন্ধন করছে। নম পেনে দ্বিতীয় বছর এই বারক্যাম্প অনুষ্ঠিত হল। ২০০৭ এ ক্যাম্বোডিয়ার ব্লগাররা ক্যাম্বোডিয়ার ব্লগারদের সামিট করেছিলেন।

বারক্যাম্পে, বক্তাদের কোন তালিকা ছিল না, কোন মুখ্য বক্তা নেই। প্রত্যেকে যারা বারক্যাম্পে অংশগ্রহণ করেছেন কথা বলতে পেরেছেন।

বারক্যাম্পে অংশগ্রহণকারী একজন একটি সেশন নিয়ে ভাবছেন।

বারক্যাম্পে অংশগ্রহণকারী একজন একটি সেশন নিয়ে ভাবছেন।

আপনাকে কেবল আপনার বক্তব্য বিষয় শিডিউল বোর্ডে দিতে হবে আর যথেষ্ট লোক জোগাড় করতে হবে যারা আপনার সেশনে অংশগ্রহণ করতে চান।

আপনাকে কেবল আপনার বক্তব্য বিষয় শিডিউল বোর্ডে দিতে হবে আর যথেষ্ট লোক জোগাড় করতে হবে যারা আপনার সেশনে অংশগ্রহণ করতে চান।

উপস্থাপকেরা তাদের সেশনের প্রস্তুতি নিচ্ছেন বোর্ডে বিষয় পোস্ট করার পরে।

উপস্থাপকেরা তাদের সেশনের প্রস্তুতি নিচ্ছেন বোর্ডে বিষয় পোস্ট করার পরে।

বিশ্বের অন্যান্য জায়গার মতো দক্ষিণ –পূর্ব এশিয়াতেও বারক্যাম্প ক্রমেই জনপ্রিয় হচ্ছে। মানুষ এমন একটা অনুষ্ঠানে আকৃষ্ট হন যেখানে কোন ভেদাভেদ নেই, আর সবাই আমন্ত্রিত জ্ঞান বিতরনের জন্য।

অংশগ্রহণকারীরা ঠিক করছেন কোন সেশনে যাবেন।

অংশগ্রহণ কারীরা ঠিক করছেন কোন সেশনে যাবেন।

ক্যাম্বোডিয়ার এক উপস্থাপক লোকারণ্য একটি সেশন চালাচ্ছেন।

ক্যাম্বোডিয়ার এক উপস্থাপক লোকারণ্য একটি সেশন চালাচ্ছেন।

থাইল্যান্ড থেকে সজল কথা বলছেন নতুন সাইট গুগুলে আরো ভালো দেখানোর জন্য কি করা যায় তা নিয়ে।

থাইল্যান্ড থেকে সজল কথা বলছেন নতুন সাইট গুগুলে আরো ভালো দেখানোর জন্য কি করা যায় তা নিয়ে।

উপরে ভিডিওতে খেমার ভাষায় সেশন চলছে।

বনম পেন বারক্যাম্পে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক অংশগ্রহণকারী।

নম পেন বারক্যাম্পে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক অংশগ্রহণকারী।

ক্যাম্বোডিয়ার ব্লগার আর প্রযুক্তির ক্ষেত্রে যারা কাজ করেন তারা ব্যস্ত ছিলেন ইন্টারনেটের মাধ্যমে বন্ধু বানাতে। ক্যাম্বোডিয়ার তরুণ ইংরেজীতে ভালো আর সাধারণত ইংরেজীতে লেখেন, তাই তারা দেশের বাইরের বেশী লোকের সংস্পর্শে আসতে পারেন।

ক্যাম্বোডিয়াতে বেশ কিছু বেসরকারী সংস্থা আছে যারা উন্নয়ন আর স্বাস্থ্য সেবাতে আইটির ব্যবহার পরখ করে দেখছেন। ক্যাম্বোডিয়ার বারক্যাম্প তাদের কাজ দেখার একটা সুযোগ করে দেয়।

বারক্যাম্প নম পেন এর প্রধান সঞ্চালক পাগনা ঘোষণার মধ্যে মধ্যে আমাদের দিকে তাকিয়ে হেসেছেন।

বারক্যাম্প নম পেন এর প্রধান সঞ্চালক পাগনা ঘোষণার মধ্যে মধ্যে আমাদের দিকে তাকিয়ে হেসেছেন।

ক্যাম্বোডিয়ার প্রযুক্তি অনুষ্ঠানের একটা বিশেষ দিক হল নারী অংশগ্রহণকারীদের সংখ্যা। তারা কেবলমাত্র অংশগ্রহণ করছেন না বরং সেশন উপস্থাপনা আর সমন্বয়ে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন।

জার্মান পডকাস্টার আর ব্লগার থমাস মাইন্ডম্যাপিং নিয়ে কথা বলেছেন। সেশন গুলো কেবলমাত্র প্রযুক্তি নিয়েই ছিল না। মানুষ স্বেচ্ছা সেবা, সামাজিক মিডিয়া, শিক্ষা আর খেলা নিয়ে অনেকে কথা বলেছেন।

থাই-জাপানি অংশগ্রহনকারী ৩১০৫ এমন একটি ব্যবস্থার কথা বলেছেন যেখানে কেউ তার স্বপ্নকে নথিভুক্ত করে তার বিশ্লেষণ করতে পারে।

থাই-জাপানি অংশগ্রহনকারী ৩১০৫ এমন একটি ব্যবস্থার কথা বলেছেন যেখানে কেউ তার স্বপ্নকে নথিভুক্ত করে তার বিশ্লেষণ করতে পারে।

উপরের ভিডিওতে ভিয়েতনামের অংশগ্রহণকারী হাং ভিয়েতনামের সামাজিক নেটওয়ার্ক নিয়ে কথা বলছেন।

ক্যাম্বোডিয়ার পক্ষে কিভাবে সম্ভব হয়েছে আশেপাশের দেশ থেকে এত জনকে আকর্ষণ করার? ক্যাম্বোডিয়ার তরুণদের যোগাযোগ আর প্রচার-প্রসার ক্ষমতা ছাড়া, আর একটা ব্যাপার হল বাজেট এয়ারলাইন্সের সংখ্যা বৃদ্ধি যা যাত্রা সহজতর করেছে। ক্যাম্বোডিয়াতে অনেক সস্তা থাকার জায়গা আছে। বারক্যাম্পে সবাই তাদের আসা যাওয়া আর থাকার খরচ নিজে দেন, তাই অর্থনৈতিক বাছ বিচারের অধিকার আরো মানুষকে আসতে উৎসাহিত করেছে।

কয়েকজন আয়োজক বিশ্রাম নিচ্ছেন।

কয়েকজন আয়োজক বিশ্রাম নিচ্ছেন।

আপনারা উপরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, আয়োজকদের বেশীরভাগ তরুণ ক্যাম্বোডিয়ান প্রযুক্তি উৎসাহী। ক্যাম্বোডিয়ার তরুণরা সেখানে আইটি বিপ্লব ঘটাচ্ছেন আর তারা ফেসবুক, টুইটার আর ব্লগ টুলস ব্যবহারে বেশ তৎপর।

উপরের ভিডিওতে (ক্যাম্বোডিয়ার) পাগনা কথা বলছেন (থাই) এস কে এর সাথে কেন ক্যাম্বোডিয়ার তরুণ থাইদের থেকে ইংরেজীতে বেশি স্বচ্ছন্দ এই বিষয় নিয়ে। থাইল্যান্ডে কম্পিউটিং রিসোর্স তারা অনেকদিন ধরে তাদের নিজেদের ভাষাতে পাচ্ছেন। বেশীরভাগ ক্যাম্বোডিয়ান কম্পিউটার শেখা শুরু করেন ইংরেজী ভাষা, টুলস আর পদ্ধতি দিয়ে।

থাইল্যান্ড আর ক্যাম্বোডিয়া একটি মন্দিরের মালিকানা নিয়ে কিছু বিভেদের মধ্যে আছে। ভালো লেগেছে দেখতে যে এই দুই দেশের নাগরিক এক সাথে বসে একে অপরের কাছ থেকে শিখছেন।

থাই অংশগ্রহণকারীরা আর একটি আঞ্চলিক ক্যাম্প, মেকং আইসিটি ক্যাম্প এর কথাও বলেছেন আর ধারণা দিয়েছেন এই ব্যাপারে।

হাঙ্গেরিয়ান-থাই অংশগ্রহনকারী তামাস তৃণমূল পর্যায়ে আইটি ছড়িয়ে দেয়া নিয়ে কথা বলছেন।

হাঙ্গেরিয়ান-থাই অংশগ্রহনকারী তামাস তৃণমূল পর্যায়ে আইটি ছড়িয়ে দেয়া নিয়ে কথা বলছেন।

বারক্যাম্প নম পেন শেষ তবে সামনের বছর সাক্ষাৎের আশা করি।

বারক্যাম্প নম পেন শেষ তবে সামনের বছর সাক্ষাৎের আশা করি।

আরো দেখুন: বারক্যাম্প নম পেন ২০০৯ নিয়ে থারুম বানের বর্ণনা

ঘোষণা: গ্লোবাল ভয়েসেস অনলাইন বারক্যাম্প নম পেন এর একজন মিডিয়া পার্টনার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .