সোমালিয়া: সরকার কি যুদ্ধের জন্য তরুণ কেনিয় নাগরিকদের নিয়োগ দিচ্ছে?

২০০৯ সালে এটাই ছিল সোমালিয়ার ব্লগারদের প্রথম বৈঠক। হ্যাঁ, প্রায় এক বছর আমি ব্লগ থেকে ছুটি নিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি, চিরদিনের জন্য। ফিরে আসার পর, এটাই আমার প্রথম পোষ্ট এবং সামনের দিনগুলোতে আমি সোমালী ব্লগ নিয়ে আরো লেখা পোস্ট করার ইচ্ছে রাখি।

ব্লগার রয়াল সোমালিয়া দেশটির রাজাধানী মোগাদিসুতে বাস করা এক তরুণীর কথা জানাচ্ছেন যে গতবছর ডাক্তারী পাশ করেছে। তিনি লিখেছেন:

২০০৮ সালের ডিসেম্বর মাসে আফ্রিকার শিং হিসেবে পরিচিত সোমালিয়া নামক দেশটিতে ছাত্ররা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মোগাদিসু চিকিৎসা মহাবিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছে- প্রায় দুই দশকের ব্যর্থতার পর তারাই প্রথম ছাত্র, যারা এই কৃতিত্ব অর্জন করল।

ডাক্তার হাফসা আবদুররহমান মোহাম্মদের বয়স ২৬ বছর। এই ভদ্রমহিলা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যিনি রাজধানীর বেনাডির বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন। পড়া শেষ করার পর তিনি মেদসা সঁ ফ্রন্টিয়ারস (সীমান্তবিহীন ডাক্তারের দল) নামক প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি বিনে পয়সায় সোমালি নাগরিকদের চিকিৎসা করতে চান।

সোমালি রাষ্ট্রপতি শরিফ আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। তার সাথে চুক্তি করার সময় যুক্তরাষ্ট্র সরকারের নীতি পরিবর্তনের উপর ইস্ট আফ্রিকা ফিলোসফার মন্তব্য করেছে:

২০০৬ সালের ডিসেম্বরে শেখ শরিফ শেখ আহমেদ ইথিওপিয়ার সামরিক বাহিনী, সিআইএ এবং যুক্তরাষ্টের কিছু সৈনিকদের সহায়তা দেশটির ক্ষমতায় বসে, বর্তমানে যিনি সোমালিয়ার ক্রান্তি কালীন কেন্দ্রীয় সরকারের নামমাত্র রাষ্ট্রপতি।

ইস্ট আফ্রিকান ফিলোসফার বলেই চলেছে:

এই সপ্তাহে শেখ শরিফ মিনিয়াপোলিসে গিয়েছিলেন (এবং সেই ক্ষ্যাপাটে সংসদ সদস্যের বাসায়) সেখানকার সংসদ সদস্য, প্রশাসক বা গভর্নর এবং শহরের কাউন্সিলর/ মেয়রের সাথে দেখা করতে। কয়েক সপ্তাহ আগে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সাথে নাইরোবীতে সাক্ষাৎ করেন। সে সময় হিলারী আফ্রিকা সফর করছিলেন। দুই বছরের মাথায় শেখ শরিফ একজন সন্ত্রাসবাদী থেকে রাষ্ট্রপতিতে পরিণত হন। এই ভাবে বলা যায়, বন্ধুত্ব সবার আগে। আমার কাছে এটি যুক্তরাষ্ট্রের এক বিচিত্র পররাষ্ট্রনীতি ছাড়া আর কিছুই না।

কেনিয়া সোমালি ব্লগ বলছে, সোমালি সরকার কেনিয়ায় বাস করা সোমালি তরুণদের যুদ্ধের জন্য দিচ্ছে:

জাতিসংঘ সমর্থিত সোমালি সরকার বিদ্রোহীদের সাথে লড়াই করার জন্য কেনিয়ায় বাস করা প্রায় ১৭০ জন সোমালি তরুণ ও প্রাক্তন সরকারি কর্মচারীকে নিয়োগ দিয়েছে। আফ্রিকার শিং নামে পরিচিত সোমালিয়া একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, পূর্ব কেনিয়ার একজন আঞ্চলিক নেতা এই বিষয়টি জানিয়েছে।

মোহাম্মেদ গাবো গারিসার মেয়র। তিনি রয়টার্সকে বলেন যে বুলা ইফটিন নামের গ্রামের এক ঘরে জাতিগত সোমালি কেনিয় তরুণদের নিয়োগ দেওয়ার কাজটি সম্পন্ন হয়েছে, তিনি যে শহরের মেয়র তার এক প্রান্তে এই এলাকার অবস্থান।

বৃহস্পতিবারে এক সাক্ষাৎকারে গাবো বলেন, খুব গোপনে এই নিয়োগ প্রদান করা হয় নি। এই অংশগ্রহণ ভীতিকর কিছু নয়। তারা গ্রামের সকল স্থানে গিয়ে এই অনুশীলনের কথা ঘোষণা করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .