- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ব্রাজিল: রিও২০১৬ উৎসব উদযাপনের ছবি

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, খেলাধুলা

ব্রাজিলিয়ানরা গত সপ্তাহে এক উৎসবে মেতে উঠেছিল: ব্রাজিলের অন্যতম শহর রিও ডে জেনেইরো ২০১৬ সালের অলিম্পিক প্রতিযোগিতার আয়োজক শহর হবার গৌরব অর্জন করেছে [1]। এই প্রথম দক্ষিণ আমেরিকার মাটিতে কোন অলিম্পিক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। ফর্বস নামক পত্রিকার সম্প্রতি চালানো এক জরীপে জানা যাচ্ছে রিও নামের শহরটি বিশ্বের সবচেয়ে সুখী শহর [2]। এখন এই শহরটি বিশ্বের সবচেয়ে সফল এক শহর বলে বিবেচিত হবে।

এই উৎসবের কিছু ছবি নিচে প্রদর্শন করা হয়েছে, যেগুলো টুইটপিকস ও ফ্লিকার থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে নেওয়া হয়েছে। এসব ছবি ব্রাজিলের জনতার হাস্যরস ও সচেতনতার সংবাদ তুলে ধরেছে।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রাস্তায় ব্রাজিলের কিছু জনতা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসির) কোন শহরের পক্ষে সিদ্ধান্ত ঘোষণা করবে তার অপেক্ষায় রয়েছে। পরে তারা কোপেনহেগেনের রাস্তায় উৎসব পালন করছে:

কোপেনহেগেনে দিন গোনা শুরু। ছবি: কোমায়ে

কোপেনহেগেনে দিন গোনা শুরু। ছবি: কোমায়ে


কোপেনহেগেনে দিনগোনা শুরু। ছবি: কোমায়ে

কোপেনহেগেনে দিন গোনা শুরু। ছবি: কোমায়ে

একই সময় রিও ডে জেনেইরোর রাস্তায় ওবামার মতো দেখতে এক ব্যক্তি আত্মসমর্পণের পতাকা ধরে রেখেছে এবং জনতার মাঝে একজন ওবামার স্ত্রী মিশেলের এক ছবি বয়ে এনেছে, যা একটা বড় ছবির চারপাশ কেটে আনা। এই ছবিতে মিশেলের পরনে রি২০১৬ অলিম্পিকের পোশাক, যা টুইটপিকে তুলে ধরা হয়েছে:

ছবি @সুজানালিহারেসা

ছবি @সুজানালিহারেসা

@সের্জিওফনসেকা তার একই ধরনের ছবিতে মন্তব্য করেছে [3]:

Obama saiu às pressas de Copenhagen. Mas tinha motivo. #RIO2016.

ওবামা কোপেনহেগেন থেকে দ্রুত বেরিয়ে গেলেন। কিন্তু তার এই ভাবে চলে যাবার যথেষ্ট শক্তিশালী কারণ ছিল।

হাজার হাজার লোক কোপেনহেগেনে এক উৎসব পালন করেছে, তারা একই সময় ব্রাজিলের বিখ্যাত সুগার লোফ নামের পাহাড় ও ক্রাইস্ট অফ রেডিমির নামে পরিচিত যীশুর মূর্তির পাশে শনিবারের স্বল্প সময়ের মধ্যে এই উৎসব পালন করেছে:

ছবি@সের্জিওফোনসেকা

ছবি@সের্জিওফোনসেকা

যারা রিও২০১৬-কে সমর্থন করেছে তারা রিও ২০১৬ নামের চাকাটি দেখার সময় তাদের বার্তা সেখানে লিখে গেছে। এটি কোপাকাবানা দুর্গের পাশে অবস্থিত। ২০১৬ সালের অলিম্পিক ও প্যারা বা শারীরিক প্রতিবন্ধী অলিম্পিক প্রতিযোগিতার আয়োজক শহর হবার জন্য আবেদন করার সময় থেকেই এই এলাকায় এই চাকাটি এনে বসানো হয়েছে। যে মাসে চালু হয়েছে তারপর থেকে প্রায় ১৫০,০০০-এর বেশি দর্শনার্থী রিও ডে জেনেইরোর এই ৩৬ মিটার লম্বা পটভূমিতে তাদের ভালোবাসা প্রকাশ করেছে:

ছবি: মার্কো পম্পেই

ছবি: মার্কো পম্পেই


ফ্লিকার ব্যবহারকারী স্টেফান তার প্রতিদিনের ছবিতে স্ট্রমট্রুপার বা সম্রাটের সৈনিকদের ছবি তুলে ধরে বলছেন, গ্যালাকটিকা সাম্রাজ্য (স্টার ওয়ার্স নামক বিজ্ঞানভিত্তিক উপন্যাসের বিশ্বব্রহ্মাণ্ডের শাসক) ২০১৬ সালের অলিম্পিক প্রতিযোগিতা জিতবে:
ভাদের বলছে: রিও ২০১৬-র জন্য ২০১৬ বার উঠবস করা হচ্ছে: ছবি: স্টেফান

ভাদের বলছে: রিও ২০১৬-র জন্য ২০১৬ বার উঠবস করা হচ্ছে: ছবি: স্টেফান

চূড়ান্ত ভাবে বেছে নেওয়া চারটি শহরের মধ্যে শিকাগো ছিল প্রথম শহর যে ভোটে বাদ পড়ে যায়। এরপর বিদায় নেয় টোকিও। শেষ দু'টি শহর হিসেবে টিকে ছিল মাদ্রিদ ও রিও। অলিম্পিক কমিটি এইমাত্র ঘোষণা করেছে যে ২০১৬ সালের অলিম্পিক প্রতিযোগিতার আয়োজক শহর হবার গৌরব অর্জন করেছে ব্রাজিলের রিও ডি জেনেরিও।

ব্রাজিলকে অভিনন্দন, তারা দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হতে যাচ্ছে যারা অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করবে।

এখন সকলেই তৈরি হয়ে রয়েছে, ছবিতে যেমনটা দেখা যাচ্ছে গ্যালাকটিকা সাম্রাজ্যের রাজকীয় সেনা দল নিবিড় অনুশীলন করছে। তারা এই প্রতিযোগিতায় জিতবে।

নিচের এই পোস্টারে যার ছবিটি রয়েছে তার নাম মাসসাম, তিনি একজন ব্রাজিলিয়ান কৌতুক অভিনেতা যিনি মারা গেছেন। তিনি ব্রাজিলের চারজনের এক কৌতুক দল অস ট্রাপালহোয়েসের [4] সদস্য ছিলেন। ক্রায়ু একটি অশ্লীল পর্তুগীজ শব্দ। গতিময় সঙ্গীতের ভাষা এই শব্দটিকে জনপ্রিয় করেছে ও এর অর্থ তৈরি করেছে। প্রেক্ষাপটগত অবস্থায় এর মানে কিছু পাকড়াও করা, তবে তা বেশ মজা করে বলা [5]। বারাক ওবামার প্রচারণার বাণী “হ্যাঁ, আমরাই করতে পারি” বাক্যটিকে একটু ভিন্ন অর্থে বলা, “হ্যা, আমরা ক্রায়ু”। যেদিন রিওর বিজয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, সেদিনের পর থেকে এই শব্দটি টুইটারের একটি ধারা তৈরি করে।

ছবি: উরসোনাটে

ছবি: উরসোনাটে

লিওডফ [6] একটি ভাষাতাত্বিক ওয়েব ফোরামে [7] ব্যাখ্যা করেন একটি শব্দের দ্বৈত অর্থ কেমন হতে পারে:

“পেয়েছি” শব্দকে মজা করে বলা।

আমি মেয়েটির সাথে বের হলাম এবং তার সাথে “ক্রায়ু” করলাম: এর মানে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হল।

আমি পরীক্ষায় বসলাম এবং “ক্রায়ু” করতে সমর্থ হলাম। অর্থাৎ সব প্রশ্নের উত্তর দিতে সমর্থ হলাম, এর মানে প্রশ্ন সোজা হয়েছে।
এই সুযোগের জন্য আমি “ক্রায়ু” হলাম: এর মানে আমি উক্ত কাজের জন্য মনোনীত হলাম।

এই শব্দটি রিওতে বহুল ব্যবহৃত একটা শব্দ, এটা ঠিক। কিন্তু বিখ্যাত গতিময় সঙ্গীত এই শব্দটিকে নিয়মিত ব্যবহারের মধ্যে নিয়ে এসেছে, কারণ এই সঙ্গীতকে অনেক বার ব্যঙ্গ করা হয়েছে[…]।

আমি মনে করি যারা “ইয়েস উই ক্যারু বা হ্যা আমরা তা করতে পারি” শব্দটি ব্যবহার করেছে, তারা ওবামা ও যুক্তরাষ্ট্রকে আহত করার জন্য এই শব্দটি ব্যবহার করেনি। এটা কেবল মজা করার জন্য করা হয়েছে। এই চমৎকার উপমাটি কেবল ব্রাজিলের প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে যা কেবল ব্রাজিলিয়ানদের উৎসাহ প্রদান করবে।

পরবর্তী দশকে ব্রাজিল দু'টি গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ২০১৪ সালে দেশটিতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অনেক সমালোচক বলছে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য যে পরিমাণ সুবিধা এবং নিরাপদ অবস্থান ও নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন তা ব্রাজিলের নেই এবং যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০১৬ সালের অলিম্পিকের জন্য চার চূড়ান্ত প্রতিযোগীকে মূল্যায়ন করার সময় রিও সম্বন্ধে ইতিবাচক তথ্য প্রদান করেছে, তারপরেও সমালোচকরা সন্দেহ প্রকাশ করেছে, বিস্ময়কর সমুদ্রতট ও বিখ্যাত পটভূমির বাইরে, ব্রাজিল আর কিছু দিতে পারবে কি না? রিও ২০১৬ অনুষ্ঠান আয়োজনের জন্য বেশ কিছু ধারাবাহিক ছবি তৈরি করা হয়েছে: রিও ২০১৬-র জন্য: এখনই থেকে আমরা তৈরি রয়েছি! [8]যা প্রকাশ করেছে টুইটপিক ব্যবহারকারী @মাইক্রোকনটোসকোস [9], সে এই উদ্বিগ্নতা প্রকাশ করেছে:

চক্রাকারবাদ: এখন থেকে আমরা প্রস্তুত। টুইটপিকে ছবিটি রেখেছ@ মাইক্রোকনটোসকোস

চক্রাকারবাদ: এখন থেকে আমরা প্রস্তুত। টুইটপিকে ছবিটি রেখেছ @ মাইক্রোকনটোসকোস


পোমেয়ুর [10]-এর নেলসন কোরেয়া গুরুত্ব দিচ্ছেন কারিওকাসে [11] বাস করা রিওর নাগরিকদের, যারা চরম দারিদ্রের মধ্যে বাস করে।
পেইনস এট ক্রিসেন্সে। ছবি: পোমেয়ু

পেইনস এট ক্রিসেন্সে। ছবি: পোমেয়ু


উপরের ছবির সাথে যে লেখাটি রয়েছে তা হল:

কোপেনহেগেন, ২ অক্টোবর ২০০৯,

“…২০১৬ সালের অলিম্পিক প্রতিযোগিতার জন্য রিওকে বেছে নেওয়া হয়েছে, এর ফলে ব্রাজিলিয়ানরা এখন আর ভাববে না যে তারা ক্ষুদ্র” (লুইস ইনাসিও লুলা ডা সিলভা)

তারিখ: ৩০ সেপ্টম্বর ২০০৯

সময়: দুপুর ১.৩০, এক পশলা বৃষ্টি হবার পরের ঘটনা এটি

স্থান:রিও ডে জেনেরিওর এক এলাকা, রাস্তার এক কোণে শহরের গুরুত্বপূর্ণ সড়কের দক্ষিণ অংশ, প্রতিযোগী ও সমর্থকরা অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় এই জায়গাটি পার হয়ে যাবে।