- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নির্বাচিত গ্লোবাল ভয়েসেস লেখক: মারিয়েট্টা লে

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, হাঙ্গেরি, নতুন চিন্তা, ব্লগার প্রোফাইল

উপরের ভিডিওতে তিনি যেমন বর্ণনা করেছেন, ২০০৮ সালে বুদাপেষ্টে গ্লোবাল ভয়েসেস সামিটে [1] স্থানীয় এক পত্রিকার সাংবাদিক হিসেবে অংশ নেয়ার পর মারিয়েট্টা [2] গ্লোবাল ভয়েসেস এ লেখক হিসেবে যোগ দেন। তিনি নিজে প্রযুক্তি পছন্দ করেন এবং তার ভাল লাগে যে গ্লোবাল ভয়েসেস প্রযুক্তির ব্যবহার করে বিশ্বের বিভিন্ন কমিউনিটির মধ্যে কথোপকথনে উদ্বুদ্ধ করে যাদের সাধারণত একে অপরের সাথে যোগাযোগের সম্ভাবনা কম। হাঙ্গেরিয়ান ব্লগ জগৎ নিয়ে তার সাম্প্রতিক লেখাগুলোর মধ্যে রয়েছে হাঙ্গেরিয়ান গার্ডের বিরুদ্ধে প্রতিবাদ [3], বুদাপেস্টের সমকামীদের মিছিল (প্রাইড প্যারেড [4]), বুদাপেস্টের ষষ্ঠ ডিস্ট্রিক্ট এ রাতের সবরকম অনুষ্ঠান ও আমোদ ফুর্তি নিষিদ্ধ করা [5] এবং একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গাড়ীচালক ও সাইকেল চালকদের মধ্যে বাদানুবাদ [6]