মিশর: ওবামার নোবেল শান্তি পুরষ্কারের জন্য কোন অভিবাদন না

নোবেল কমিটিকে বড় একটা ধন্যবাদ- তারা আজকে (৯ই অক্টোবর, ২০০৯) আমাদের দিনটি ভালো করে দিয়েছেন। হয়তো মিশরের বেশীরভাগ লোক বুঝতে পারছেন না যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কেন সম্মানিত করা হয়েছে, আর তারা প্রায় নিশ্চিত যে তিনি এটার যোগ্য না। কিন্তু তারা সবাই খুশি ছিলেন, কারণ এটি এখন তাদের মনে আশা জাগিয়েছে যে এখন যে কেউ এই পুরস্কার পেতে পারে। মিশরের মানুষ শুধু অবাক হয় নি যে তিনি জিতেছেন, বরং এসোসিয়েটেড প্রেসেরও একই মত:

আমেরিকার সব থেকে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে, নয় মাসের কম সময় যিনি অফিসে- আর গত ফেব্রুয়ারীতে নোবেলের মনোনয়নের সময়সীমা শেষ হওয়ার মাত্র ১২ দিন আগে কার্যভার গ্রহণ করেছেন- তার জন্যে এটা বিশাল সম্মান। পুরস্কার মনে হচ্ছে দেয়া হয়েছে ওবামার কাজের জন্যে নয় বরং তিনি যে কথা দিয়েছেন সেটার জন্য।

মিশরীয়দের প্রতিক্রিয়া শুরু হয়েছে টুইটারে এই সংবাদ প্রকাশের মাধ্যমে:

@আম্রাদেলামিন: ওবামা নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।

@ফুস্তাত: প্রেসিডেন্ট ওবামা ২০০৯ এর নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত।

এর পরে বেশ কয়েকজন আসলেই বিস্মিত হয়েছেন।

: نعم! اوباما فاز بنوبل للسلام؟ سلام ايه؟ وفين وامته؟.
@ গাফারি: হ্যাঁ! ওবামাকে শান্তির জন্য নোবেল পুরষ্কার দেয়া হয়েছে? কোথায় শান্তি? কিভাবে আর কেন?

@এম্বে: ওবামা? বলেন কি?

@আলা: ওহ। ধুর! যে দেশের প্রেসিডেন্ট দুটো দেশে যুদ্ধ চালাচ্ছেন (আমি পাকিস্তানের কথা বাদ দিলাম) নোবেল শান্তি পুরস্কার জিতেছেন?

@ওয়েল আব্বাস: একনায়ক দের সাহায্য করার জন্য ওবামা নোবেল পুরস্কার জিতেছেন।

@সিরগানি: নোবেল পুরস্কারের মনোনয়নের শেষ তারিখ ছিল ফেব্রুয়ারি ১, ওবামা অফিসে যোগদানের ঠিক ১০ দিন পরে। এই ১০ দিনে তিনি কি করেছেন?

আর অধিকাংশ লোক এটা নিয়ে মজা করেছেন:

@নাইটস: ওবামা আর নোবেল শান্তি পুরস্কার?!?!?! মনে হয় এটা ভালো খবর… মানে আমি এটা ২০১০ এ জিততে পারি যদি তারা আসলেই বিবেচনা করে থাকেন যে তিনি এটার যোগ্য !!

@সারাহ কার: নোবেল পুরস্কার দেয়ার অনুষ্ঠান আফগানিস্তানে হওয়া উচিত আর যেসব জনগণকে ওবামার বাহিনী নৃশংস ভাবে হত্যা করেছে তাদের আত্মীয়দের এখানে উপস্থিত থাকা উচিত।

@মিনা জেকরি: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জনাব ওবামা আফগানিস্তানে তার যুদ্ধে বাহিনী বাড়ানোর বিষয়ে একটা অনুরোধ বিবেচনা করে দেখবেন।
@মিনা জেকরি: আফগানিস্তান ও ইরাক এর পর এখন ওবামা ইরানকে শাস্তি দিতে চলেছেন, নিশ্চয় উনি নোবেল শান্তি পুরস্কারের জন্য সব থেকে যোগ্য প্রার্থী।

@মোফতাসা: আশ্চর্য রাজনীতিবিদরা কিভাবে নোবেল পুরস্কার পেতে পারেন কিছুই না করে, আর বিজ্ঞানীরা মাঝে মাঝে তাদের আবিষ্কারের কয়েক দশক পরে পান।
@মোফতাসা: বারবারা ম্যাকলিন্টক মেডিসিনে তাঁর নোবেল পুরস্কার জিতেছিলেন ১৯৮৩ তে জিন ট্রান্সপোর্টেশনের জন্য যা তিনি আবিষ্কার করেছিলেন ৪০ আর ৫০এর দশকে।

@আলা: @মোফতাসা এর থেকেও মজার যে ম্যান্ডেলাকে অপেক্ষা করতে হয়েছিল তার বিজয় পর্যন্ত আর এটাকে ভাগ করতে হয়েছিল জাতিগত একজন হত্যাকারীর সাথে বা গান্ধী কিভাবে ৪ বার এটা পেতে ব্যর্থ হয়েছিলেন।

@উইলিয়াউইল: ওবামা বক্তৃতার জন্য নোবেল পেতে পারেন , কিন্তু শান্তির জন্য না!

قلت لابوي و انا صغير يابا انا عاوز آخد جايزة نوبل ضحك علي الندل و قالي ذاكر و ابقى عالم و انت تاخدها أتاريني الأسهل اني ابقى سفاح
@বুডি: আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবাকে একবার বলেছিলাম, আমি নোবেল পুরস্কার জিততে চাই। তিনি হেসে বলেছিলেন আমাকে পড়া লেখা করে বিজ্ঞানী হতে হবে এটা জেতার জন্য, তবে মনে হচ্ছে হত্যাকারী হয়ে সহজে এটা জেতা যাবে।

@উইলিয়াউইল: কানিয়ে ওয়েস্ট ওবামার নোবেল বক্তৃতায় বাধা দিয়েছেন “আমি আপনাকে শেষ করতে দেব, কিন্তু এটা নোবেল শান্তি পুরস্কারের সব চেয়ে খারাপ সিদ্ধান্ত।”

@আমিরাল্কস: আর শাওয়ারে গান করার জন্য আমার গ্রামি পুরস্কার জেতা উচিত!

আরবউই তার ব্লগে একটি বিশেষ পোস্ট লিখেছেন

ইরাক এবং আফঘানিস্তানের (এবং পাকিস্তানের) কসাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। অভিবাদন! ওবামা, মোনাচেম বেগিন, হেনরি কিসিন্জার এই সমস্ত মানুষ এই বিশ্বকে একটি চমৎকার জায়গা বানিয়েছেন। কেন (হোসনি মোবারাক) এবং হাবিব এল আদলি এটি পাবে না? নরওয়ের এইসব মানুষেরা কি বার্তা পাঠাচ্ছে বিশ্বকে? নোবেল পেতে কসাই এবং খুনী হতে হয়।

এবং পরিশেষে একটু ভিন্ন মাত্রার বিশ্লেষণ:

@মাজদটুইটস: তবে মন্দের ভাল: এখন ওবামা নোবেল পাওয়ায় তিনি তার কার্যে সেটি প্রতিফলন করার চেষ্টা করবেন এবং শান্তি আনবেন।

@সারসুর: আমার পছন্দ ওবামাকে। তিনি বেশ ভাল মানুষ। তবে মনে হচ্ছে অনেক কিছুর স্বীকৃতি তিনি করার আগেই পেয়ে যাচ্ছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .