কলম্বিয়া: কমিউনিটি চলচ্চিত্র উৎসব ‘ওজো আল সানকোচো’

সম্প্রতি কলম্বিয়ার সুয়েনোস চলচ্চিত্র (স্বপ্ন চলচ্চিত্র) “ওজো আল সানকোচো’ নামে একটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ আর বিকল্প ধারার চলচ্চিত্র এবং কমিউনিটি ভিডিও উৎসবের আয়োজন করে। গত সেপ্টেম্বরের ১৮-২৫ তারিখে দক্ষিণ বোগোতার চিউদাদ বলিভারে এই উৎসবের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান মালায় কলম্বিয়ার অডিও- ভিজুয়াল প্রকল্পগুলো একত্র হয়েছিল তাদের কাজ প্রদর্শন করতে এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে যেমন ল্যাটিন আমেরিকা আর তার পরিচিতি, বাস্তব সম্মত কমিউনিটি তৈরির মাধ্যম হিসেবে ওয়েব ২.০ এর ব্যবহার ইত্যাদি।

সানকোচো হচ্ছে স্থানীয় একটা খাবার স্যুপ যা অনেক উপকরণ দিয়ে প্রস্তুত হয় এবং সমস্ত কলম্বিয়ায় পাওয়া যায়। উৎসবের আয়োজকরা এই স্যুপের নামটি ব্যবহার করেছেন দেখানোর জন্য যে এই সপ্তাহ কিভাবে আকর্ষণ করেছে বিভিন্ন ধরনের ব্যক্তি আর সংস্থাকে যারা প্রত্যেকে তাদের আলাদা আলাদা ধারণা এই অনুষ্ঠানে যোগ করে সমৃদ্ধ করেছেন।

উৎসবের কর্মশালার ছবি: তুলেছেন কনভার্জেনতেস এর ইউলিয়ানা পানিয়াগুয়া এবং অনুমতিক্রমে ব্যবহৃত

উৎসবের কর্মশালার ছবি: তুলেছেন কনভার্জেনতেস এর ইউলিয়ানা পানিয়াগুয়া এবং অনুমতিক্রমে ব্যবহৃত

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ছিল কিউবা, আর দেশটির সিনে পোব্রে উৎসবের প্রতিনিধিরা কলম্বিয়াতে হওয়া চলচ্চিত্রের কাজ সম্পর্কে ভুয়সী প্রশংসা করেন। বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনাও হয় যেমন সৌন্দর্য আর নির্মাণ শৈলী নিয়ে। কমিউনিটি আর বিকল্প দল তাদের কাজ প্রদর্শন করেছেন এই যৌথ ধারণা থেকে যে সাধারণ প্রচার মাধ্যমে দেখানো বিষয়বস্তুর বাইরের চলচ্চিত্র তুলে ধরা দরকার। উৎসবের অফিসিয়াল ব্লগে উপস্থাপকদের ব্যাপারে আরো তথ্য আছে, আর পুরো সপ্তাহের অনুষ্ঠানমালার ক্যালেন্ডারও দেয়া আছে।

তাল টিভি ব্লগ লিখেছে যে এই গোত্রীয় প্রচেষ্টা ‘কলম্বিয়ার অডিও-ভিডিও সংস্কৃতি কে গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তা’ উপলব্ধি করে তৈরি হয়েছে। এই ব্লগ উৎসবের পিছনের মনস্তত্ত্ব সংক্ষেপে লিখেছেন যা কলম্বিয়া ছাড়াও স্পেন, কিউবা আর আর্জেন্টিনা থেকে অংশগ্রহণকারীদেরকে আকর্ষণ করেছে:

আইডিয়ালিস্টা ব্লগ অনুষ্ঠানের আয়োজক সুয়েনোস চলচ্চিত্র কলম্বিয়ার শুরুর কথা লিখেছে:

Sueños Films ha editado alrededor de 40 documentales y 4 largometrajes, entre los que se encuentran “Corazón de Ciudad Bolívar” de Felipe Ávila, ganador del premio al Mejor Argumental Local 2008, emitido por Caracol Televisión, y “El Alma de los Sueños”, producido por los niños que integran los talleres de EKO, la escuela audiovisual de la fundación.

সুয়েনোস চলচ্চিত্র প্রায় ৪০টি ডকুমেন্টারী আর ৪টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের সম্পাদনা করেছে যার মধ্যে আছে ফিলিপ আভিলার ‘কোরাজোন দে সিউদাদ বলিভার (সিউদাদ বলিভারের হ্রদয়)। ফিলিপ কারাকোল টেলিভিশন প্রদত্ত ২০০৮ সালের স্থানীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের বিজয়ী ছিলেন। আর আছে ‘এল আল্মা দে লোস সুয়েনোস’ (স্বপ্নের হ্রদয়) যা এই সংস্থার অডিও- ভিজুয়াল স্কুল একোর এক কর্মশালায় অংশগ্রহণকারী বাচ্চাদের তৈরি করা।

ওজো আল সানকোচো উৎসবের অংশগ্রহণকারীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর চিউদাদ বলিভারের নাগরিকরা এক ভালোভাবে নিয়েছেন। উৎসব শেষের পরে, তার মূল পরিসমাপ্তি এই চাহিদার উপরে ভিত্তি করে টানা হয়েছিল যে একটা শক্ত কাঠামো গঠন করা উচিত যেখানে স্থানীয়ভাবে নেয়া সকল নেটওয়ার্কিং প্রচেষ্টা একত্রিত হয়ে মিশবে যাতে দেশব্যাপী নেয়া অডিও-ভিজুয়াল উদ্যোগ গুলো শক্তিশালী ও সাফল্য মণ্ডিত হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .