- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মেক্সিকো: এটর্নি জেনারেল হিসেবে আর্টুরো শাভেজের মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, মেক্সিকো, প্রতিবাদ, মানবাধিকার

চিউডাড জুয়ারেজের [1] মানবাধিকার কর্মীরা সম্প্রতি মেক্সিকোর এটর্নি জেনারেল হিসেবে আর্টুরো শাভেজের মনোনয়নের বিরোধিতা করেছে। মেক্সিকোর রাষ্ট্রপতি ফেলিপে ক্যালডারেন [2] এটর্নি জেনারেল হিসেবে শাভেজকে মনোনীত করেন। প্রতিবাদকারীদের দাবী করেছে যে শাভেজের মানবাধিকার লঙ্ঘনকারী কাজের তালিকা তার মনোনয়নকে প্রশ্নবিদ্ধ করে এবং তারা সেই সময়ের দিকে নির্দেশ করেছেন যখন শাভেজ ১৯৯০ এর দশকে মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের এটর্নি জেনারেল ছিলেন। সে সময় চিউডাড জুয়ারেজে একের পর এক নারী হত্যা [3] সংঘটিত হচ্ছিল। শাভেজের নিয়োগের ব্যাপারে বেশির ভাগ প্রতিবাদকারী মৃত বা হারিয়ে যাওয়া মেয়েদের মা, পরিবারের সদস্য এবং বন্ধু। তারা বলছে চিহুয়াহুয়ার সরকারি কর্মকর্তারা এই সকল অপরাধ ঢাকার সাথে জড়িত ছিল এবং তারা অপরাধের রহস্য উন্মোচনের জন্য কিছুই করেনি।

চিহুয়াহুয়ার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে মেক্সিকো ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলো শাভেজের কাজের নিন্দা করেছে, যেমনটা বর্ণনা করেছে র‌্যাগ ব্লগ, যার পোস্টের শিরোনাম, মেক্সিকোতে ভয় এবং বিরক্তি: মানসিক রোগের এক মহামারী [4]। এইসব সংগঠনের মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (সিএনডিএইচ), আন্ত-আমেরিকা মানবাধিকার সংস্থা (সিআইডিএইচ), ইউরোপীয় সংসদের সদস্যরা এবং অন্য সব আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায়।

জুয়ারেজের নারীদের হত্যার ঘটনা, আন্তর্জাতিক সম্প্রদায় ও নারীবাদী দের মনোযোগ আকর্ষণ করেছে। এদের মধ্যে রয়েছে ভ্যাজিনা মনোলোগাস ব্লগের এভা এনসেলার ও অভিনেত্রী স্যালি ফিল্ড যারা শিল্প নগর গুলোতে প্রতিবাদ শোভা যাত্রায় নেতৃত্ব প্রদান করেছে।

ব্লগার রেসিসটেনসিয়া হাসটা এল ফিন [স্প্যানিশ ভাষায়], খুন হয়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে শাভেজের করা যৌনাত্বক ও নারীবিদ্বেষী মন্তব্যের [5] কিছু উদ্ধৃতি দিয়েছে [6] [স্প্যানিশ ভাষায়]: “যদি তাদের ধর্ষণ এবং খুন করা হয় (মহিলাদের) তার কারণ এটা নয় যে, তারা গণমানুষের কাছে গিয়েছিল” এবং “মহিলাদের উপর যে আক্রমণ করা হয় তার দায় ভার তাদেরকেই নিতে হবে, কারণ তারা উত্তেজক পোশাক পরেছিল”। এইসব মন্তব্যের কারণে মানবাধিকার কর্মীরা বলছে যে শাভেজকে যে কাজের জন্য মনোনীত করা হয়েছে, সে মোটেও তার উপযুক্ত ব্যক্তি নয়।

মৃতের ঘটনা বাড়ছিল এবং অনেক অপরাধের রহস্য উন্মোচন হয়নি [7], যার ফলে নারীদের সাহায্য চাওয়ার মত কোন জায়গা ছিল না। এর ফলে তারা মাঠ পর্যায়ে অলাভ জনক প্রতিষ্ঠান গড়ে তুলে, যার মাধ্যমে সীমান্তবর্তী এই শহরের নারী হত্যার বিষয়টি তারা নিজেদের হাতে নিয়ে নেয় যাতে তারা এই বিষয়টির উপর আলোকপাত করতে পারে। নুয়েস্ত্রাতস হিজাস ডে রেগ্রেসো এ কাসা এ.সি [স্প্যানিশ ভাষায়] [8] (আমাদের অনেক মেয়ে ঘরে ফিরে এসেছে, সিভিল এসোসিয়েশন) বর্তমান বিক্ষোভে সামনের সারির এক প্রতিবাদ যা চিহুয়াহুয়া এলাকার শহর চিউডাড জুয়ারেজে অনুষ্ঠিত হয়েছে। এটি টেক্সাসের এল পাসোর কাছে সীমান্ত এলাকায় অবস্থিত এক শহর। চিহুয়াহুয়া প্রদেশের রাজধানী শহর ও দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে এই বিষয়ে বিভিন্ন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। যে সমস্ত প্রতিবাদকারীর ২০০৯ সালের সেপ্টেম্বরের ১৪ তারিখে মেক্সিকো সিটিতে এসে উপস্থিত হয় তারা শাভেজের মানবাধিকার লংঘনের উপেক্ষার বিষয়ে সরাসরি সংসদ সদস্যদের সাথে কথা বলতে গিয়ে ব্যর্থ হয়।

জাপাটেয়েনডো [স্প্যানিশ ভাষায়] ব্লগের ক্যারোলিনা মেক্সিকো সিটির প্রতিবাদ সম্বন্ধে লিখেছে এবং বলছে কি ভাবে খুন হয়ে যাওয়া মহিলাদের পরিবারের সদস্যরা শাভেজের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করেছে [9]

“¡No pasará!” gritaron alrededor de 50 manifestantes frente a la sede del Senado de la República, para exigir que los legisladores voten en contra del nombramiento de Arturo Chávez Chávez como procurador general del país.

“তাকে জিততে দেওয়া যাবে না” এ কথা বলে প্রায় ৫০ জনের মত প্রতিবাদকারী মহিলা সিনেট ভবনের সামনে সংসদীয় প্রতিনিধি দের তার মনোনয়নের বিরুদ্ধে ভোট দেবার জন্য দাবী জানায়।

২০০৯ এর সেপ্টেম্বরের ২১ তারিখে শাভেজ সিনেট সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। ব্লগার [10] এবং টুইটারকারী জেসুস রোবেল (@রোবেলসমালুফ [11]) নিজেকে মানবাধিকার কর্মী এবং সিনেটে অনুষ্ঠিত শুনানির প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা করেছেন। শাভেজের বিরুদ্ধে কয়েকজন সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে, তিনি তার কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন।

কিউডাড জুয়ারেজে খুন হয়ে যাওয়া কিছু মহিলার মা সিনেটে সাক্ষ্য দিচ্ছে। ছবি জেসুস রোবেলস এর তোলা এবং অনুমতিক্রমে ব্যবহৃত।

কিউডাড জুয়ারেজে খুন হয়ে যাওয়া কিছু মহিলার মা সিনেটে সাক্ষ্য দিচ্ছে। ছবি জেসুস রোবেলস এর তোলা এবং অনুমতিক্রমে ব্যবহৃত।

এছাড়া সিনেটের বাইরে যে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে, তার ভিডিও তিনি তুলেছেন।

তবে, পিএএন নামের রাজনৈতিক দল বলছে তারা এই মনোনয়নের পক্ষে। গাঞ্চোব্লগ লিখেছে, যে তিনজন সিনেটর শাভেজের এই মনোনয়নের [12] জন্য গুরুত্বপূর্ণ, তারা তার বিপক্ষে অবস্থান নেবে না।