হন্ডুরাস: সান্ধ্য আইনের মধ্যে থাকা একটি দেশ থেকে প্রকাশিত নাগরিক ভিডিও

এক সামরিক অভ্যুত্থানে হন্ডুরাসের রাষ্ট্রপতি মেল জেলায়া দেশ থেকে বিতাড়িত হবার পর চার মাস পার হয়ে গেছে। কিছু হন্ডুরাসবাসী বলছেন কাজটি ঠিক হয়েছে, আর অন্যরা বলছেন কাজটি অবৈধ হয়েছে। তিনি সেপ্টেম্বরের ২১ তারিখে হন্ডুরাসের রাজধানী টেগুসিগালপায় ফিরে আসেন এবং সেখানকার ব্রাজিলের দুতাবাসে আশ্রয় প্রার্থনা করেন। জেলায়ার দেশটিতে ফিরে আসা এক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করে এবং হন্ডুরাসের রাস্তায় প্রতিবাদরতরা দুটি দলে বিভক্ত হয়ে যায়। এই ঘটনায় দেশটির সাধারণ নাগরিকরা ভীত হয়ে পড়ে এবং রবার্টো মিশেলেত্তির অন্তর্বর্তী কালীন সরকার দেশটিতে সান্ধ্য আইন জারি করার ফলে খাদ্য সংকট দেখে দেয়।

সারা দেশের শহরগুলোতে জেলায়ার সমর্থকরা সান্ধ্য আইন উপেক্ষা করে এবং প্রতিবাদের আয়োজন করে। তারা দেশটির অন্তর্বর্তী কালীন সরকার ও পুলিশের সতর্কতা উপেক্ষা করে এই কাজটি করেছে। এর ফলে পুলিশ এবং জেলায়ার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে ব্যাপক আহত হবার ঘটনা ঘটেছে। একই সাথে প্রায় ১০০ জনের মত লোককে গ্রেফতার করা হয়েছে [স্প্যানিশ ভাষায়]। সান্ধ্য আইন ২৩শে সেপ্টেম্বর সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিথিল করা হয়েছিল, যাতে হন্ডুরাসবাসীরা সেই সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে নিতে পারে।

পেনসিয়েভ ব্লগের এ্যারোন অরটিজ লিখেছেন:

যখন জেলায়া তার ফিরে আসার কথা ঘোষণা করে, সে সময় বেশীর ভাগ লোক কর্মক্ষেত্রে কাজের মধ্যে ছিল এবং তারা সারা দিনের এক কারফিউর জন্য তৈরি ছিল না।

তবে যেমনটা ভাবা হয়েছিল কেনা কাটার দোকানের সামনে লম্বা লাইন ছিল, সব জায়গায় সবাই বাজারে “ভেন্টা লোকা” বা উন্মাদের মতো জিনিষ কিনছিল। লক্ষ লক্ষ হন্ডুরাসবাসী খুব দ্রুত খাবার, মোমবাতি, ডিজেল এবং অন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করছিল।

যেদিন থেকে জেলায়া দেশটিতে ফিরে এসেছে সেদিন থেকে হন্ডুরাসবাসী সারা দেশের অবস্থা তুলে ধরার জন্য সিটিজেন মিডিয়া বা নাগরিক প্রচার মাধ্যমের ব্যবহার করছে। তাদের অনেকে ভিডিও দৃশ্য ধারণ করেছে এবং সেগুলো ইউটিউবে উঠিয়ে দিচ্ছে। ড্যানিয়েল নামের এক ইউটিউব ব্যবহারকারী ব্রাজিলিয়ান দুতাবাসের আশেপাশের ভিডিও দৃশ্য তুলে ধরেছেন, এতে দেখা যাচ্ছে পুলিশের দল দুতাবাসটিকে ঘিরে ধরে রেখেছে। এই দৃশ্যটি ২৩শে সেপ্টেম্বরের এবং তিনি বলেছেন, “গতকাল সেখানে বেশ বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল”।

ইউটিউব ব্যবহারকারী মিরট্রিয়া১ সান পেড্রো সুলা নামক এলাকার এক সুবিধাজনক স্থান থেকে মোবাইল ফোনে ভিডিও দৃশ্য ধারণ করে তা ইউটিউবে উঠিয়ে দিয়েছে। এলাকাটি শহরের গীর্জা বা উপাসানলায়ের কাছে।

হাবলা হন্ডুরাস [স্প্যানিশ ভাষায়], একটি নাগরিক সংবাদ সংস্থা যা অনেকের সাথে যৌথ ভাবে কাজ করে। তারা ওয়েব, ইমেইল এবং মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া এইসব ভিডিওকে গ্রহণযোগ্য মনে করেছে। ২২শে সেপ্টেম্বর ইউটিউব চ্যানেল একটি ভিডিও পোস্ট করেছে যেখানে একজন মানুষকে টেগুসিগালপার মোরাজানের কাছের এক এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .