ওমান: টুইটারকারীদের মিলনমেলা

twitter-final
গত রাতে আল মাসা মালে ওমানের টুইটার ব্যবহারকারীরা প্রথমবারের মত এক সাথে মিলিত হয়েছিল। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ডিজিটাল ওমান ব্লগের সঙ্গীতা। তিনি এই অনুষ্ঠানের সমন্বয় সাধন ও পরিকল্পনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে মোট ২৫ জনের বেশি টুইটার ব্যবহারকারী উপস্থিত ছিল, যাদের মধ্যে পুরুষ ও মহিলা এবং দেশী ও বিদেশী উভয় ধরনের টুইটারকারী ছিল। অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে উপহার সামগ্রীতে ভর্তি ব্যাগ বিতরণ করা হয়।

ডিয়ার রায়েদ-এর ব্লগার এই অনুষ্ঠানের বর্ণনা পোস্ট করেছেন, তিনি বলেছেন [আরবী ভাষায়]:

সব মিলিয়ে অনুষ্ঠানটি সম্বন্ধে বলা যায়,.. ৩আসরা ৩আলা ৩আসরা (যার মানে অনুষ্ঠানটি দশে দশ পেয়েছে).. আমি মনে করি পরবর্তী সময়ে এ ধরনের অনুষ্ঠান অনেক সাধারণ এবং ঢিলে ঢালা ভাবে করা উচিত, যাতে লোকজন অনেক বেশি কথা বলার ও একে অন্যকে জানার সুযোগ পায়। এ ভাবে শুরু করা একটা অনুষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে হয়তো ওমানী অনলাইন সম্প্রদায়ের জন্য নিয়মিত এক অনুষ্ঠানে পরিণত হবে… অথবা হবে না..।

ব্লগার মুয়াইয়াহ আরবী ভাষায় এই অনুষ্ঠানের বর্ণনা করেছেন:

معظم الحاضرين كانت في أيديهم أجهزة الحاسوب الكفي، أو هواتف الآي فون وعن طريقها كانوا ينزلون آخر تحديثاتهم على تويتر، كنت قد حضرت وبي شوق للقاء بعض الأسماء التي أتابعها في النت إلا أن زحام المكان، وأيضا عدم تجانس الحاضرين على صعيد السن أو التعارف الجماعي جعلَ من الجلسة تعارفاً أكثر من نقاش، بعد الشاي جلسنا إلى طاولة وطفق العُمانيون يتحدثون عن الشؤون العُمانية. بالطبع كعادتي كنتُ فماً كبيراً ولم أتوقف عن الثرثرة، وغشرتُ عدائي الشديد للإعلام العُماني، كان البعض يتفق معي والبعض الآخر يتحدث بدبلوماسية، إلا أنني شعرتُ أن التحرّج يغلب على البعض الآخر. دخلنا في نقاشات عديدة حول مختلف المواضيع وبدأ الكل يعرِّف بنفسِه. هناك ربما أستطيع أن أقول أنني توقفت عن الشعور بالغربة ووجدت الكائن العُماني بداخل الجَميع
এখানে উপস্থিত বেশীরভাগের হাতে ছিল কম্পিউটার অথবা আইফোন, যার দ্বারা তারা তাদের সম্প্রতি করা টুইটগুলো প্রকাশ করেছে। এখানে এমন কিছু ব্যক্তির নাম ছিল যাদের কারণে আমি অনুষ্ঠানে আসতে উত্তেজনা বোধ করছিলাম, কিন্তু উপস্থিত ব্যক্তিদের ভিড়ে ও তাদের বয়সের পার্থক্যের কারণে এবং তারা পরস্পরের এতটা অপরিচিত ছিল যে, সেখানে কোন আলোচনার বদলে একে অন্যের সাথে মেশার বিষয়টি মুখ্য হয়ে দাঁড়ায়। চা পানের পর আমরা একটা টেবিলে বসলাম এবং ওমানী নাগরিকরা ওমানের বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেয়। যথারীতি আমি একজন উৎসাহী বক্তা এবং বকবক করতে ছাড়ি নি। ওমানী প্রচার মাধ্যমের প্রতি আমার যে ক্ষোভ তা আমি আবার ব্যক্ত করি ও উপস্থিত ব্যক্তির মধ্যে কেউ কেউ আমাকে সমর্থন করে এবং অন্যেরা বেশ কৌশলের সাথে এর উত্তর দেয়, তবে আমি মনে করি অনেকে এই বিষয়ে অনেক বেশি পরিমাণ দ্বিধান্বিত ছিল। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি এবং লোকজন নিজেদের পরিচয় দিতে শুরু করে। আমি বলতে পারি যে সেই মুহূর্তে আমি নিজেকে ভিন গ্রহের একজন ভাবছিলাম এবং উপস্থিত সকলের মাঝে ওমানের এক গন্ধ পাচ্ছিলাম।

টুইটারে মেইথাম টুইট করেছেন যে তিনি যেহেতু অনলাইনে থাকা অন্যদের পরিচয় পেয়েছেন, এ কারণে এখন থেকে অনেক স্বাচ্ছন্দ্যে টুইটারএ তথ্য আদান প্রদান করতে পারবেন।
maitham-twitter

মিথামাস: মাসকাটটুইস্টিভাল থেকে ফিরে বলতে পারি এটা ছিল বেশ কৌতূহলজনক এক সাক্ষাৎ, এখন থেকে আপনাদের সাথে টুইট করা আরো সহজ হবে।

মাসকাটি টুইট করেছেন যে তিনি এ ধরনের অনুষ্ঠান আরো চান যেখানে সবাই মিলিত হবে:
muscati-twitter

মাসকাটি:@ব্লু_চি, আমি চাই এ রকম অনুষ্ঠান আরো নিয়মিত হোক, তা ব্লগার বা টুইটার যাদের জন্যই হোক, প্রতি মাসে এ রকম একটা অনুষ্ঠান দরকার।

#মাসকাট টুইস্টিভাল এই অনুষ্ঠান সংক্রান্ত সকল তাজা সংবাদ টুইটারের যুক্ত করেছে, যার মধ্যে ছবিও রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .