সিরিয়া: প্রথম ব্লগ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

সিরিয়ার ব্লগার প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। এই প্রতিযোগিতার আয়োজক ছিল সিরিয়ান ব্লগ আল মুদায়েন [আরবী/ইংরেজী]। এখানে চারটি বিভাগে ভোটারদের ভোট দিতে বলা হয়েছিল: সেরা আদর্শ বা আইডিয়াল ব্লগ, সেরা বিষয়বস্তু, সেরা ডিজাইন এবং সেরা ইন্টারএ্যাকটিভিটি ব্লগ বা যে ব্লগ পাঠক এবং ব্লগ নির্মাতার মধ্যে তথ্যের আদান-প্রদানের ব্যবস্থা তৈরি করেছে সে রকম ব্লগ। বিজয়ী ব্লগটিকে প্রথমে জনতার ভোটে নির্বাচিত হতে হয়েছে, এরপর একদল বিচারক ব্লগের মূল্যায়ন করেছে।

এবং বিজয়ীরা হলেন:
আদর্শ ব্লগ: অ’উদ তিহকাব (ম্যাচের কাঠি)
সেরা উপাদান: আমওয়াজ এসপানিয়া ফি ফুরাত এল সাম [আরবী ভাষায়], ( লেভান্তে ইউফ্রেটাস/ শাম নামক নামক আরবভাষী এলাকায় স্প্যানিশ ঢেউ)
সেরা ডিজাইন: মি: ব্লন্ডস ব্লগ [আরবী]
সেরা ইন্টারএ্যাকটিভিটি: লোগোস গাইড [ইংরেজী]

অনেক ব্লগার এই উদ্যাগের প্রশংসা করেছে এবং আশা করেছে এখন থেকে এই অনুষ্ঠান প্রতি বছর অনুষ্ঠিত হবে। তবে ব্লগারদের অনেকে-এই প্রতিযোগিতার সমালোচনা করেছে ও এই ব্যাপারে তাদের হতাশা ব্যক্ত করেছে। তারা ভবিষ্যৎ-এ, এই প্রতিযোগিতার মান উন্নয়নে কিছু পরামর্শ প্রদান করেছে। ৩আবদুলসালাম, যিনি আদর্শ ব্লগ বিভাগে বিজয়ী, তিনি বলেন [আরবী ভাষায়]:

ضعف مشاركة المدونات مع ضعف الإقبال على التصويت جعل النسخة الأولى من المسابقة نسخة تجريبية لا يعتد بنتائجها كثيرا.
[…]
سادسا: كنت أتمنى من أعضاء لجنة التحكيم تقديم رأيهم وملاحظاتهم بشكل إفرادي حول المدونات المشتركة وتبيان نقاط ضعفها وقوتها وتوصياتهم لتعم الفائدة خصوصا مع وجود شخصين أكاديميين في اللجنة.
তৃতীয়ত: প্রতিযোগিতায় যথেষ্ট পরিমাণ ব্লগ অংশগ্রহণ করেনি এবং ভোটাররা এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার আর ভোট প্রদানে উৎসাহিত হয় নি। যার ফলে এই পরীক্ষা মূলক প্রতিযোগিতার তেমন একটা গ্রহণ যোগ্যতা তৈরি হয় নি। […]

ছয়: আমি আশা করি বিচারক বৃন্দ অংশগ্রহণকারী প্রত্যেকটি আলাদা ব্লগের বিষয়ে তাদের মতামত ও মন্তব্য প্রদান করেছে এবং এই সমস্ত ব্লগের শক্তি এবং দুর্বলতা কোথায় তা তারা নির্দেশ করেছে। একই সাথে ব্লগারদের যাতে সুবিধা হয় সেই বিষয়ে কিছু পরামর্শ প্রদান করেছে, বিশেষত বিচারক বৃন্দের মধ্যে যে দুজন শিক্ষাবিদ রয়েছেন তাদের কাছে থেকে আমরা এই আশা করছি।

ওমার মুনশাহাওয়ে, একজন এ্যাডমিনিস্ট্রেটর বা ব্লগের তত্ত্বাবধায়ক এবং এই প্রতিযোগিতার একজন বিচারক। এ ছাড়াও তিনি আলমারফা (আরবী ভাষায়) ব্লগে লিখেন। এই প্রতিযোগিতার জন্য অর্থ যোগান দাতা খুঁজে পাওয়া, ইংরেজী ব্লগ প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ কারীদের অনুপস্থিতি এবং প্রতিযোগিতা নিয়ে যে সমস্ত অভিযোগ সে ব্যাপারে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি মূল ধারার প্রচার মাধ্যমে এই বিষয়ে তেমন সংবাদ না থাকায় তার সমালোচনা করেন। মূলধারার সংবাদ মাধ্যম সাধারণত সোশাল মিডিয়ার বিভিন্ন উদ্যোগের খবর প্রচার করে থাকে। এ ক্ষেত্রে তিনি সোশ্যাল মিডিয়া হিসেবে গ্লোবাল ভয়েসেস এবং আল জাজিরা টক [আরবী ভাষায়]-এর কথা উল্লেখ করেন।

كنت أتوقع أن تشهد المسابقة تغطية إعلامية من بعض الجهات التي (تدعي) أنها تنبض شبابا ! أو الجهات التي لها (صوت عالمي) لكن ليس لنا للأسف الشديد !
عندما تتم كتابة تقرير إعلامي عن المسابقة فهو ليس لمدح فلان أو علان أو مدح مدونة أو غير ذلك .. وإنما هو دعم لنشاط شبابي حر وفعال وجهود يقودها أفراد من لا شيء ! توقعت أن تقوم مثل هذه الجهات بكتابة بعض الأخبار عن هذه المسابقة ولو خبر عام .. لكن للأسف فلا أصحاب النبض الشبابي كانوا أحياءا ! ولا الأصوات العالمية كان صوتها عالي ! اللهم إلا عندما يحدث خلاف أو مشكلة بين المدونين ! وشكرا لهم على متابعة الخلافات والمشاكل !
আমি আশা করেছিলাম এই প্রতিযোগিতার খবর কোথাও না কোথাও প্রকাশ করা হবে, তারা এটি প্রকাশ করবে যাদের ধমনীতে তরুণের রক্ত! অথবা গ্লোবাল ভয়েসেসের মতো কোন ব্লগে এটি প্রকাশ হবে, কিন্তু হায়, তেমন কিছু হয় নি!

যখন কোন প্রচার মাধ্যম কোন ব্যক্তি বা ব্লগের প্রশংসা বা উৎসাহ প্রদান না করেই কোন প্রতিযোগিতার কথা লেখে… তাহলে আর কি থাকে..। এটি তরুণদের কার্যক্রমকে সমর্থন করার মত নৈতিক ঘটনা, যা মুক্ত এবং কার্যকর। এই ঘটনা তাদের সমর্থন করে যে সমস্ত ব্যক্তি সমাজের সাধারণ স্তর বের হয়ে আসতে চায়! আমি আশা করেছিলাম এই সমস্ত প্রতিষ্ঠান এই প্রতিযোগিতা নিয়ে লিখবে, অন্তত সাধারণ একটা সংবাদ ছাপাবে..। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে, যারা নিজেদের তারুণ্যকে প্রতীক হিসেবে উপস্থাপন করে, তারা এই বিষয়ে কিছু জানায় নি, এ ব্যাপারে গ্লোবাল ভয়েসেসেরও কোন কণ্ঠস্বর ছিল না! এই সমস্ত ঘটনার তখনই ব্যতিক্রম হয়, যখন ব্লগারদের মধ্যে কোন বিতর্ক বা ঝগড়া শুরু হয়! এবং যারা যুক্তি এবং ঝগড়া করে বিষয়টিকে চাঙ্গা রেখেছিল তাদের একটা ধন্যবাদ পাওনা রয়েছে!

তিনি এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে লেখার উপসংহার টেনে বলেছেন:

لذلك نقول للجميع .. يدنا ممدودة لهم من أجل مجتمع افتراضي إعلامي مميز .. من أجل حرية إعلامية .. من أجل إعلام جديد ينقل مجتمعاتنا من حفرة الجهل والتخلف والقيود إلى فضاء الحرية !
আমি সহযোগিতার কথা বলছি এই কারণে যে, আমরা সকলে এই বিষয়টির কথা বলেছি… অসাধারণ এক ভার্চুয়াল বা ইন্টারনেট জগৎ গড়ার জন্য .. প্রচার মাধ্যমের স্বাধীনতার জন্য..এক নতুন প্রচার মাধ্যমের জন্য, যা আমাদের সমাজকে অজ্ঞতা ও পশ্চাৎ পদতা থেকে স্বাধীনতার দিকে নিয়ে যাবে, তার জন্য আমরা আমাদের হাত বাড়িয়ে দিয়েছি।

এই সম্বন্ধে আরেকটি পো্স্ট: সিরিয়া:ব্লগিং প্রতিযোগিতায় এক আঘাত

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .