ইন্দোনেশিয়া: ভূমিকম্পের পরে মৃতের সংখ্যা বাড়ছে

সম্প্রতি এক সংবাদে দাবী করা হয়েছে যে ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১০০ জন ছাড়িয়ে গেছে এবং ধ্বংস স্তুপের নীচে আটকে থাকা জীবিতদের উদ্ধার কার্যে সমস্যা দেখা দিচ্ছে।

ভূমিকম্পের প্রায় ২৪ ঘণ্টা পরেও এই শহরে বিদ্যুত নেই এবং মোবাইল ফোন ঠিকমতো কাজ করছে না:

andrepramana @luckytriakbar belum dapet kabar luk..padang gelap gulita..jringan hp masi eror

আন্দ্রেপ্রামানা: @লাকিট্রাইআকবর আমি কোন সংবাদ পাচ্ছি না… পাদাং শহর ঘন কালো অন্ধকারে ডুবে রয়েছে.. মোবাইল ফোনে ঠিকমতো সংযোগ পাওয়া যাচ্ছে না।

অনেক টুইটার ব্যবহারকারী যেমন নেংলিটা আত্মীয়দের খুঁজে বের করার জন্য টুইটার বার্তার উপর নির্ভর করেছে:

nenglita: Tlg carikan sepupu saya, Muhammad Septian Pradana,15th & Muhammad Yuniardi,13th. Almt Jl Cendana mata air no2 padang. Please

নেংলিটা: দয়া করে, আমার চাচাতো ভাই ১৫ বছরের মুহাম্মদ সেপিতিয়ান পারডানা ও ১৩ বছরের মুহাম্মদ ইয়ুনিয়ারদিকে খুঁজে বের করতে সাহায্য করুন। তাদের বাসা, সেনডানা মাতা এয়ার স্ট্রিট, নং২, পাদাং।

রাষ্ট্রপতি ইয়োধোইয়োনো এবং তার ছয়জন মন্ত্রী এখন পাদাং-এ, তারা সেখানকার পরিস্থিতি ও জরুরী ত্রাণ ব্যবস্থার মূল্যায়ন করছে:

ডেডিমাসপুত্রা: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আবার আঘাত হেনেছে। রাষ্ট্রপতি সুসিলো বামবাং ইয়োধোইয়োনো পশ্চিম সুমাত্রায় দুই মাসের জন্য জরুরী অবস্থা জারী করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মিনাংকায়ু বিমান বন্দর পুনরায় খুলে দেওয়া হয়। কিন্তু এখানে আসতে চাওয়া যাত্রীর সংখ্যা বেশি হওয়া টিকেটের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। ইকনমি ক্লাশের প্রতিটি টিকেটের দাম গিয়ে দাড়ায় ৩ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপী (প্রায় ৩১১ ডলার‌)।

dinanyadonald: @sitita bandara padang udah dibuka ta,tapi sepertinya ticket jadi susah..kk sepupu g udah jalan kesana td pagi

ডিনানইয়াডোনাল্ড: পাদাং বিমান বন্দর পুনরায় চালু হয়েছে, কিন্তু টিকেটের দাম ভয়াবহ। আজ সকাল বেলা আমার চাচাত ভাই সেখানকার উদ্দেশ্য রওনা হয়েছে।

এই অবস্থায় বিমান বন্দর পুনরায় খুলে দেবার পর সরকারের পরিবহন মন্ত্রী স্থানীয় পত্রিকা ডেটিককে বলেন [ইন্দোনেশিয়ান ভাষায়], সরকার বাণিজ্যিক ও ভাড়া করা বিমান সংস্থাকে অনুরোধ জানিয়েছে মানবিক কারণে যেন তারা টিকেটের দাম স্বাভাবিক রাখে এবং যেন টিকেটের দাম স্বাভাবিক মূল্য ৯৬০,০০০ ইন্দোনেশিয়ান রুপী (প্রায় ১০০ আমেরিকান ডলার) ছাড়িয়ে না যায়।

বিধ্বস্ত এলাকায় সাহায্য এবং স্বেচ্ছাসেবক পাঠানো ইন্দোনেশিয়া ও তার প্রতিবেশী দেশ ফিলিপাইনসের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর অনেক সেনা বিস্তীর্ণ এলাকা জুড়ে হারিয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধান করছে।

টুইটার ইউনিট বা দল বিশেষ সেচ্ছাবেসীদের সবাইকে পাদাং এ সাহায্যের জন্য নিয়োজিত হবার জন্যে একত্র করছে:

@chairanijk : Tweeps, Jika berminat menjadi relawan di Padang, hub saya ya, bsk brgkt jam 8 pagi. Di utamakan dokter dan paramedis thx.

@চিয়ারনিজিক: যদি আপনি পাদাং-এ সেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান তাহলে দয়া করা আগামীকাল সকাল ৮ টায় আমার সাথে যোগাযোগ করুন। ডাক্তার এবং প্যারামেডিকের প্রয়োজন, ধন্যবাদ।

RisyadRusdi: Ada yg mau jd relawan ke padang? Yg berminat hub gw, bsk pagi jam 8 naik pesawat carteran pak JK dr halim. makasih. [url]http://myloc.me/QKHT[/url]

রিসিয়াদরুসদি: পাদাং- এর জন্য কেউ কি স্বেচ্ছাসেবক হতে আগ্রহী? যারা আগ্রহী, দয়া করে আমার সাথে যোগাযোগ করুন। হালিম (লেখকের টীকা: সামরিক বিমান ঘাটি) থেকে ব্যক্তিগত ভাড়া করা বিমানে আমরা আগামীকাল সকাল ৮ টায় সেখানে রওনা দিচ্ছি।

ফেসবুকে দেয়া পালাং মেরাহ ইন্দোনেশিয়ার (পিএমআই- ইন্দোনেশিয়ার রেডক্রস) সংবাদ অনুসারে, এই ঘটনায় ৫২৯ জন মারা গেছে এবং এলাকার প্রায় ৮০ শতাংশ বাড়ি ও জন গুরুত্বপুর্ণ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এই ভূমিকম্পের শিকার ব্যক্তিদের জন্য অনেক তাবু প্রয়োজন।

বৃহস্পতিবার আরো দুবার ভূকম্পন অনুভূত হয়:

একই সংবাদে পিএমআই জানাচ্ছে যে বৃহস্পতিবার সকালে জাম্বি প্রদেশে রিখটার স্কেলে ৭.০ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়।

জাম্বির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিকম্পে চারটি গ্রামের ৫০০ ঘরবাড়ি ক্ষতি হয়েছে এবং একজন মারা গেছে ও কয়েকজন আহত হয়েছে।

উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানান্দোতে বহস্পতিবার সকাল ৮ সময় এক ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৫। সমুদ্রের নীচে তৈরি হওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টাহুনা সমুদ্রে যা ইন্দোনেশিয়ার পূর্ব দিকে অবস্থিত।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জাম্বি ও পূর্ব সুলায়েসির সংবাদ ছিল বেশ ভীতিকর।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .