এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল: প্রাকৃতিক বিপর্যয় পরবর্তী ঘটনার ভিডিও

বন্যা

বন্যা

এক সপ্তাহের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশে বেশ কয়েকটি ভূমিকম্প, সুনামি ও টাইফুন আঘাত হেনেছে।
এর আগে গ্লোবাল ভয়েসেসের পোস্ট আমাদের জানিয়েছে থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, লাওস, ফিলিপাইনস, ভিয়েতনামের মাটিতে টাইফুন কেটসানা (অনডো) কি ভাবে ধ্বংস সাধন করেছে এবং ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ধারাবাহিক ভাবে প্রকাশ করা হয়, ( এবং ) যা ঠিক সামোয়ার ভূমিকম্পের পরপরই ঘটে। এই ভূমিকম্প এক সুনামির সৃষ্টি করেছিল।

যে সমস্ত নাগরিকরা এই বিপর্যয়কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, তারা ভিডিও জমা দেবার প্লাটফর্ম ব্যবহার করে, এই সব বিপর্যয়ের ধ্বংসলীলা ভিডিওর মাধ্যমে সবাইকে প্রদর্শন করেছে, যাতে অন্য অঞ্চলের মানুষেরা এই সব বিপর্যয়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা চিহ্নিত করতে পারে।

এই সব ঘটনার উপর ইউটিউবের সিটিজেনটিউবব্লগে বেশ কয়েকটি লেখা পোস্ট করা হয়েছে। এর প্রথমটি সামোয়ার ভূমিকম্প ও সুনামির পর যে ধ্বংস সাধন হয় তার তালিকা:

এবং এই পোস্টটিতে সুমাত্রার ভূমিকম্পের পর যে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে তার বেশ কিছু ভিডিও রয়েছে।

এখানে দেখা যাচ্ছে,পরিবারগুলো ঘরের বাইরে বাস করছে, তারা তাদের রেলিং বা সীমানার খুঁটি ধরে হাঁটছে এই ভয়ে যে, যদি আবার মৃদু ভূকম্পন দেখা দেয়:

অন্য এই ভিডিওতে রাস্তার এক দৃশ্য দেখা যাচ্ছে, যাতে মনে হচ্ছে এলাকাটি এক শপিং সেন্টারের, যার বড় আকারের ক্ষতি হয়েছে এবং এর একটি আংশে আগুন ধরে গেছে।

পরবর্তী ভিডিওটি টাইফুন (কেটসানা) অনডোর বিষয়ে, যা ফিলিপাইনসে আঘাত হেনেছে। এই ভিডিওতে আপনি বন্যার ভয়াবহ অবস্থা দেখতে পাবেন এবং এই ভিডিওর ক্যামেরাম্যান ঘটনার বর্ণনা করেছে:

মাত্র পাঁচ মিনিট আগে এ নদীর কিনার থেকে ফিরে গেছি। মারিকিনা নদীর তীর ও সেখানকার ১০-১৫ ফুট দুরের এলাকার দুরত্ব এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্যার পানি ম্যানিলা শহরের ইস্টউড এলাকার উঁচু ভবনগুলোতে আঘাত হানছে। জনসাধরণের জন্য বন্ধ ঘোষণা করা এই এলাকার এক নিরাপত্তা রক্ষী আমার কাছে এল এবং যখন আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম, সে তার ছাতা দিয়ে আমাকে ঢেকে রেখেছিল। আমি তাকে বললাম, “এখানকার পুলিশ বা অগ্নি নির্বাপক কর্মী কোথায়”? সে নদীর মাঝখানে একটা চিহ্নের দিকে আঙুল তুলল, যা আমাদের বামদিকে ৩০০-৪০০ মিটার দুরে, “সেখানে এক মহিলা তার দুই বছরের শিশু সন্তান নিয়ে ঢেউয়ের উপর দুলছিল, সে আমাদের কাছে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছিল। কিন্তু আমাদের করণীয় কিছু ছিল না। পাঁচ সেকেন্ডের মধ্যে সে আমাদের সামনে দিয়ে ভেসে গেল। আমরা অন্য অনেক লোককে নদীতে ভেসে যেতে দেখলাম। আমরা দেখলাম, আমাদের ২০০ মিটার দুরে, ২০ জনের বেশি কিছু লোক অসহায় অবস্থায় ঘরের টিনের চালের উপর অবস্থান নিয়েছে.. তারা জরুরী সাহায্যের অপেক্ষায় রয়েছে, যা এখনো আসেনি।

এই ভিডিওটিও বন্যার, তবে তা এর ভিন্ন এক চিত্র তুলে ধরেছে, দ্রুত বাড়তে থাকা পনির উপর একদল শিশু খেলছে এবং তারা বন্যাকে উপভোগ করছে:

মনে হচ্ছে ফিলিপাইনসে প্রাকৃতিক বিপর্যযের সাথে টিকে থাকার জন্য হাস্যরস একটি উপাদান হয়ে দাড়িয়েছে। যেমন, এই ব্লগ পোস্ট যা গেয়েনডোলইন সোর এক বার্তা পুনরায় পো্স্ট করা হয়েছে, সেখানে সে আমাদের তার ১০ বছরের বেশি সময় ধরে বন্যার অভিজ্ঞতা আমাদের জানাচ্ছে। প্রতি বছর, তাদের বাসা অন্তত একবার বন্যায় আক্রান্ত হয়। এখানে আপনারা দেখতে পাবেন, এমনকি ঘরের আসবাব, জিনিসপত্র এবং পরিবারের লোকজনকে উদ্ধার করার মাঝেও, তারা হাসিঠাট্টা করছে।

৫. বিপর্যয়ের মাঝে মজা করার মতো কিছু বিষয় রয়েছে, কাজেই আমি আমার ক্যামেরা নিয়ে বের হলাম এবং ছবি তুলতে শুরু করলাম। আমাদের চারপাশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার মাঝখানে সবাই যাতে হাসতে পারে, তার জন্য এই কাজ করা, পানিতে তেলাপোকা এবং ইঁদুর সাতার কাটছে, কালো কালি ও তেলের ফোটা চারপাশে ভেসে বেড়াচ্ছে।

সবশেষে, সে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে:

এই ধরনের ক্ষতির পর যে কেউ উন্মাদ হয়ে যেতে পারে, বিশেষ করে যে সমস্ত সম্পদ আমরা হারিয়েছে (বিশেষত গাড়ি), তবে তারপরেও বন্যার প্রতি আমাদের এই কারণে কৃতজ্ঞ থাকা উচিত এ কারণে যে, এই ঘটনা জীবন, পরিবার এবং ভালেবাসার মানুষকে একসাথে করেছে।

ছবি আয়রনশেফবালারার বিস্তৃত এক পোস্ট থেকে নেওয়া হয়েছে, যা সিসি এট্রিবিউশন লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .