ইন্দোনেশিয়া: পশ্চিম সুমাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ইন্দোনেশিয়ার পাদাং-এ এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত বুধবার (৩০শে সেপ্টেম্বর) পশ্চিম সুমাত্রার স্থানীয় সময় বিকেল ৫ টায় এই ভূমিকম্প আঘাত হানে।

পাদাং-এর একজন ইউটিউব ব্যবহারকারী সেখানকার একটি ভিডিও ইউটিউবে দিয়েছে:

সমুদ্রের নীচে তৈরি হওয়া এই ভূমিকম্পের পরিমাপ ছিল রিখটার স্কেলে ৭.৬ মাত্রা। এই ভূমিকম্প বড় বড় অনেক অনেক ভবন ধ্বংসস্তুপে পরিণত করে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। এই ঘটনা ঘটে পাদাং-এর এক উপকূলীয় এলাকা পারিয়ামানের চারপাশে।

টু্ইটপিকে ছবিটি উঠিয়ে দিয়েছে মার্সেলোডেকারান

টু্ইটপিকে ছবিটি উঠিয়ে দিয়েছে মার্সেলোডেকারান

এর ঠিক আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ভারতের জন্য এক আন্তর্জাতিক সুনামি সংকেত জারি করা হয় [ইন্দোনেশিয়ান ভাষায়], কিন্তু এক ঘণ্টা পরে এই সংকেত উঠিয়ে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আনতারা জানায়, এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে, কিন্তু ধ্বংস স্তুপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। এদিকে এই ঘটনার পর, যদি আবার কোন ভূমিকম্প আঘাত হানে এই ভয়ে অনেকে বাড়ির বাইরে থাকতেই পছন্দ করছে [ইন্দোনেশিয়ান ভাষায়]।

আনতারা জনায়, ন্যাশনাল বোর্ড ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিএনপিবি) বা জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা প্রধান পুর্নমো সিডিকের মতে, পশ্চিম সুমাত্রার সাথে যোগাযোগের অভাবের কারণে জাকার্তায় বিএনপিবির সদর দপ্তরে এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এসে পৌঁছায়নি।

শহরের পঞ্চাশ শতাংশ অংশ ক্ষতির হাত থেকে বেঁচে গেছে এবং পাদাং-এ যে সমস্ত বিমান অবতরণ করার কথা ছিল, সেগুলোর যাত্রা বাতিল করা হয়েছে, কারণ শহরের মিনাংকাবায়ু বিমান বন্দরের রানওয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার টুইটার জগৎ সমবেদনাপূর্ণ বার্তায় ভরে গেছে, আত্মীয় স্বজনরা চারপাশের খবর এবং ত্রাণের সংবাদগুলো সব সময় তাজা রাখছিল।

henzter: just received reply to my sms, from an acquaintance @ sumbar: still looking for brother. *am praying*

martimanurung: South and North Sumatra Provinces will help West Sumatra Province for quake relief.
veraalexandra: God please help our brothers n sisters in Padang..give them strenght n perseverance..amien.

aditdmid: bru lht dmpak gempa Padang td sore. evakuasi mlm ni trhmbt hjn deras & mati lstrk,75% kota lumpuh. smg para krbn dbri kkuatn&ktabahn. amin.

হেনজটার: এই মাত্র আমি একুয়েনটেনস@সামবারকে পাঠানো এসএমএসের উত্তর পেলাম: সে এখনো তার ভাইকে খুঁজে বেড়াচ্ছে *আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি*

মার্টিমানুরাং: দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য দক্ষিণ এবং উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রাকে সাহায্য করবে।

ভেরাআলেকজান্দ্রা: ঈশ্বর দয়া করে পাদাং-এ আমাদের ভাই এবং বোনদের সাহায্য করুন… তাদের শক্তি এবং সাহস দিন…আমিন।

আদিডডমিট: পাদাং-এ ভূমিকম্পের পরে যে ধ্বংসলীলা সাধিত হয়েছে, আমি তার চাক্ষুষ সাক্ষী। সেদিন সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত ও বিদ্যুৎ না থাকার কারণে উদ্ধার কার্য স্থগিত রাখতে হয়। শহরের ৭৫ শতাংশ অংশ সেদিন বিনষ্ট হয়ে গিয়েছিল। এই ঘটনার যারা শিকার ঈশ্বর তাদের শক্তি ও সাহস প্রদান করুন, আমিন।

উপরাষ্ট্রপতি জুসুফ কাল্লা সংসদের নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতির পরিমাপ করতে ছয়জন মন্ত্রীকে সেখানে পাঠান।

আউলিয়া: আমরা আপনার জন্য ভোট দিয়েছি। এই বিষয়ে আমাদের প্রথম সরাসরি অনুরোধ, এই ভূমিকম্পে যারা ক্ষতির শিকার তাদের জন্য আপনার পকেট খরচ দান করুন। আপনার চেয়ে তাদের এই পয়সার বেশি প্রয়োজন।

স্থানীয় সময় রাত ১১.৪৫ মিনিটে ডারলিং আলিহ বলছে:

darlingalih: RT @isatbb: Jaringan data GPRS ISAT aman terkendali di Padang, anjuran komunikasi ke Padang via fitur BB: Email, BBM, YM, FB. Please RT

পাদাং-এ, পুনরায় জিপিআরএস ইন্দোসাট [লেখকের টীকা: ইন্দোসাট, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম মোবাইল কোম্পানী]-এর নেটওয়ার্ক চালু হয়েছে। আমরা আপনাকে পাদাং-এ যোগাযোগ বজায় রাখার জন্য, ব্লাকবেরি মোবাইল ফোনের বিভিন্ন টুল, যেমন, ই-মেইল, ব্লাকবেরি ম্যাসেঞ্জার, ইয়াহু ম্যাসেঞ্জার বা ফেসবুক ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।

সমাজ কল্যাণ মন্ত্রী আবু রিজাল বাকরিই বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে শহরের কাঠামো ধ্বংস হয়ে যাবার ফলে, বিষয়টি এই এলাকার জন্য অনেক বড় প্রভাব ফেলবে, যেমনটি হয়েছিল ২০০৬ সালে যোগজাকার্তার ভূমিকম্পে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .