লেবানন: প্যালেস্টাইনী উদ্বাস্তু শিবির পুনর্গঠন বন্ধের ঘোষণায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে

জাস্ট ইমেজ: ম্যাথু ক্যাসেল

জাস্ট ইমেজ: ম্যাথু ক্যাসেল

সরকার নাহার এল বারেদ ফিলিস্তিনি উদ্বাস্তু শিবির পুনর্গঠনের সিদ্ধান্ত বাতিল কবেছে। লেবানন সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ এবং প্রতিবাদের ঢেউ আঁছড়ে পড়ছে।

গত সপ্তাহে লেবাননের উত্তরের শহর ত্রিপোলীতে শত শত প্রতিবাদকারী এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে, কিন্তু যেমনটা লেবানন ভিত্তিক ফটোসাংবাদিক ও ব্লগার, ম্যাথু ক্যাসেল, ব্যাখ্যা করছেন তার ব্লগ জাস্ট ইমেজে, এটি তারপরেও এক কঠিন প্রক্রিয়া:

জাস্ট ইমেজ: ম্যাথু ক্যাসেল

জাস্ট ইমেজ: ম্যাথু ক্যাসেল


উদ্বাস্তু শিবির থেকে শত শত উদ্বাস্তু ও তাদের সমর্থক এসে ত্রিপোলীতে জড়ো হয়। নাহার আল বারেদ উদ্বাস্তু শিবিরের সবচেয়ে কাছের প্রধান শহর ত্রিপোলী। শহরের কেন্দ্রস্থলের এক পুলিশ স্টেশনের কাছে প্রতিবাদ করার অনুমতি না পেয়ে এর সংগঠকরা প্রতিবাদ করার স্থান পাল্টে ফেলে, এমন এক স্থানে নিয়ে আসে, যা সরকারের কোন ভবন বা জনতা কাছ থেকে অনেক দুরে।

এই উদ্বাস্তু শিবিরের কিছু রক্তাক্ত বিদ্রোহের ইতিহাস রয়েছে, যখন ২০০৭ সালে ইসলামী জঙ্গী দল ফাতাহ আল ইসলাম-এর সাথে লেবাননের সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ডজন খানেক লোক মারা যায়।

এই লড়াইয়ের সময় উদ্বাস্তু শিবিরের বেশ ক্ষতি হয়, এই সময় শত শত প্যালেস্টাইনী উদ্বাস্তুকে আশেপাশে আশ্রয় নিতে বাধ্য হতে হয়, যার ফলে পাশের উদ্বাস্তু শিবির ও গ্রাম গুলো জনসংখ্যার চাপে পিষ্ট হতে থাকে।

ধীর গতিতে চলতে থাকা পুনর্গঠন প্রক্রিয়া আরেক বার ধাক্কা খায়, যখন এ বছরে আগস্টের ১৩ তারিখে লেবাননের সরকার প্রত্নতাত্ত্বিক কারণে এই পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

জাস্ট ইমেজ: ম্যাথু ক্যাসেল

জাস্ট ইমেজ: ম্যাথু ক্যাসেল

এই চালটি এসেছে ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট (এফপিএম) বা মুক্ত স্বদেশ আন্দোলনের নেতা মাইকেল আউনের মাথা থেকে, যিনি উদ্ধৃত করেন সম্প্রতি নাহার এল বারেদ এর কাছে নতুন করে আবিষ্কার করা প্রত্নবস্তুর কথা, এ কারণে পুনর্গঠন প্রক্রিয়া বন্ধ করার কথা ঘোষণা করা হয়। সমালোচকরা বিশ্বাস করেন যে আউনের এই অবস্থান পুরোপুরি রাজনৈতিক।

নাহার এল বারেদ এর লড়াই বন্ধ হয়েছে দুই বছর আগে এবং শত শত ফিলিস্তিনি উদ্বাস্তু এখনো ঘরছাড়া বাস করছে এবং এদের সাথে বেশ কিছু লেবাননী জনতা এই ঘটনায় হতাশ।

ব্লগস্ফেয়ার এই ঘটনার দ্রুত সাড়া দিয়ে প্যালেস্টাইনী উদ্বাস্তু শিবির নাহার এল বারেদর অধিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে এক নতুন ব্লগ তৈরি করেছে ।

তথ্যমুলক ম্যাপ এবং উদ্বাস্তু শিবির পুর্নগঠনের জন্য সাথে সাথে পাওয়া তথ্য এই নতুন ব্লগে নাহার আল বারেদ পাওয়া যাবে। এটাই ব্লগার বলতে চেয়েছে এই উদ্বাস্তু শিবিরের পুনর্গঠন কাজ বন্ধ করার ব্যাপারে:

এই ঘটনাটি ঘটল দুই বছর ধরে আমলাতান্ত্রিক প্রক্রিয়া কারণে ঝুলে থাকার পর, যেখানে প্রত্যেকটি ছিল পুনর্গঠন এর বিষয়ে যার মধ্যে ছিল প্রধান কাজের জন্য পরিকল্পনা ও নকশা নির্ধারণ, যার জন্য সরকারী, মন্ত্রী পর্যায় এবং রাজনৈতিক অনুমোদন প্রয়োজন ছিল। বিশেষত এই প্রথম, কাজ শুরুর সময় একটি কাজকে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল, যখন ২০,০০০ প্যালেস্টাইনী উদ্বাস্তু লম্বা সময় ধরে এলাকা ছাড়া।

ব্লগারদের এই বিষয়টি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে, মলোখেইয়া রেজিসট্যান্স:

নাহার এল বারেদ উদ্বাস্তু শিবির ধ্বংস হবার দুই বছর পর তার অধিবাসীরা শুনে আনন্দিত হয়েছিল যে পুনর্গঠন পরিকল্পনা প্রায় বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যখনই তা শুরু হবার কথা তখনই লেবাননের সরকার নাহার এল বারেদের পুনর্গঠন প্রক্রিয়া আবার স্থগিত ঘোষণা করল!!!

টুইটাররাও এই ঘটনায় সাড়া দিয়েছে, তারা পুনরায় টুইট করেছে এবং নাহার এল বারেদ উদ্বাস্তু শিবিরের দুর্দশার বিষয়ে সচেতনতা তৈরি করছে।

twitter1

@উরুকনেট, নাহার এল বারেদের পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে [১৪ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৮: ইসিটি]:১৩ সেপ্টেম্বর,২০০৯…এইচটিটিপি://টিউরুল.এনএল/এলই৮ইএফডাব্লিউ

@লিলডালাল আরটি@মার্সিনিউম্যান নতুন ব্লগ নাহার এল বারেদের পুনর্গঠন প্রক্রিয়ার সম্বন্ধে জানাবে(অথবা পুনর্গঠনের ঘাটতি সম্বন্ধে)এইচটিটিপি://আলবারেদ.ওয়ার্ডপ্রেস.কম/

@মার্সিনিউম্যান নতুন ব্লগ নাহার এল বারেদের পুনর্গঠন প্রক্রিয়ার সম্বন্ধে জানাবে(অথবা পুনর্গঠনের ঘাটতি সম্বন্ধে) এইচটিটিপি://অআলবারেদ.ওয়ার্ডপ্রেস.কম/

@এমএক্সএমএল আরটি @এনমোয়াদ আরটি @তামারাকিবালউই, নতুন ব্লগ, তথ্য+ নাহার এল বারেদের পুনর্গঠন দাবী করছে, আলবারেদ.ওয়ার্ডপ্রেস.কম

@এনমোয়াদ আরটি @তামারাকিবালউই, নতুন ব্লগ, তথ্য+ নাহার এল বারেদের পুনর্গঠন দাবী করছে, আলবারেদ.ওয়ার্ডপ্রেস.কম

@নাসাউইয়া আরটি @তামারাকিবালউই, নতুন ব্লগ, তথ্য+ নাহার এল বারেদের পুনর্গঠন দাবী করছে, আলবারেদ.ওয়ার্ডপ্রেস.কম

@তামারাকিবালউই, নতুন ব্লগ, তথ্য+ নাহার এল বারেদের পুনর্গঠন দাবী করছে, আলবারেদ.ওয়ার্ডপ্রেস.কম

অন্য ব্লগার, যাদের মধ্যে বডি অন দা লাইন এবং গ্রীণ রেজিসট্যান্স, ত্রিপোলী প্রতিবাদের ঘটনা প্রকাশ করেছে।

*ছবি সরবরাহ করেছেন জাস্ট ইমেজ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .