- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরান: প্রতিবাদকারীরা নিউ ইয়র্কে আহমাদিনেজাদের প্রতি বিক্ষোভ প্রদর্শন করবে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, ডিজিটাল অ্যাক্টিভিজম, প্রতিবাদ, রাজনীতি

1ইরান সরকার আর তার মানবাধিকার লংঘনের [1] বিরুদ্ধে যারা প্রতিবাদ করেন, তারা অপেক্ষায় রয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদের, তিনি এই সপ্তাহে জাতি সংঘের সাধারণ পরিষদে অংশ নেবার জন্য নিউ ইয়র্কে হাজির হয়েছেন [2]। নাগরিক মিডিয়া লোকজনকে উৎসাহিত করছে, যাতে তারা ২৩ ও ২৪ তারিখের প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।

ইতোমধ্যে নিউ ইয়র্কের হেমাসলে হোটেল, সামনের সপ্তাহের এক খাবার অনুষ্ঠান আয়োজন বাতিল করেছে [3], যখন তারা আবিষ্কার করে যে উক্ত অনুষ্ঠানে আহমাদিনেজাদ উপস্থিত থাকবেন এবং ভাষণ দেবেন।

নিকহাঙ্গ কোসার [4] অন্যতম এক কার্টুনিষ্ট এবং ব্লগার। তার একটি কার্টুনে দেখা যাচ্ছে নিউ ইয়র্কে আহমাদিনেজাদ গৃহহীন অবস্থায় রয়েছেন এবং তিনি স্ট্যাচু অফ লিবার্টির কাছে থাকার জন্য এক জায়গা খুঁজছেন। কার্টুনের শিরোনাম:

বোন তোমার কাছে কি খালি ঘর বা ইঁদুরের গর্ত হবে, এক সপ্তাহের জন্য ভাড়া নেওয়া দরকার?

এখানে এক ভিডিও রয়েছে যেই ভিডিওতে লোকজনকে আহ্বান জানানো হচ্ছে, যেন শহীদদের নামে তারা আহমাদিনেজাদের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদে অংশগ্রহণ করে। এই ভিডিওতে ইরানের প্রতিবাদকারীদের প্রদর্শন করা কিছু পোস্টার ও ছবি প্রদর্শন করা হয়েছে।

ইউনাইটডে৪ইরান, এমন একটি দল যারা রাজনৈতিক পার্টির সাথে যুক্ত না থেকে ইরানের মানবাধিকার ও নাগরিক অধিকারের জন্য সবার সাথে এক যোগাযোগ মূলক সম্পর্ক তৈরির জন্য কাজ করে যাচ্ছে, আমরা পাঠ করি [5]:

নিউ ইয়র্কে আমার ভোট কোথায়, অন্য সকল মাঠ পর্যায়ের কর্মীদের সাথে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সেপ্টেম্বরের ২৩ ও ২৪ তারিখে নিউ ইয়র্কে জাতি সংঘের সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেবার জন্য। ইরানের জনগণের মানবাধিকার ও নাগরিক অধিকার লংঘনের দায়ে আহমাদিনেজাদের বিরুদ্ধে এই প্রতিবাদ, এই অধিকার জাতিসংঘের সার্বজনীন ঘোষণা, মানবাধিকার ও আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারের ঘোষিত সনদ, যে সনদ কে ইরান স্বীকৃতি দিয়েছে।

ইরানীয়ান.কম এর কাভেহ আহনাগার ব্যাখ্যা করছে [6] কেন নিউ ইয়র্কে আহমাদিনেজাদ এর বিরুদ্ধে প্রতিবাদ করা সময়ের অপচয় নয়:

প্রচার মাধ্যমে খেয়াল করছে কখন এবং কোথায় প্রতিবাদ অনুষ্ঠিত হব। এর পাশে থাকা জনতা এবং পথিকরা খেয়াল করছে অনুষ্ঠানটি। এবং যদি প্রতিবাদ অনুষ্ঠানটি সার্থক ভাবে করা যায় তাহলে এই ঘটনার প্রতি সবাই এক নতুন দৃষ্টিতে তাকাবে। এই প্রতিবাদ কাউকে প্ররোচিত করার জন্য নয়, কিন্তু তা মানুষের ভেতরে একটা বোধ সৃষ্টির জন্য করা হচ্ছে। প্রতিবাদকারীরা এক পরিবর্তনের আহ্বান জানাচ্ছে। তারা এই বিষয়ের প্রতি দ্বিতীয় মনোযোগ প্রদান ও কারণের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এই প্রতিবাদের লক্ষ্য জনতা, রাজনীতিবিদ এবং নীতি-নির্ধারকদের সচেতন করা, বিশেষ বিষয় সম্বন্ধে।