চীন: বেইজিং-এর ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ অনুশীলনের উপর বিরক্ত

অক্টোবরের ১ তারিখ গণ প্রজাতন্ত্রী চীনের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। কুচকাওয়াজের জন্য বেইজিং-এ, সে সময়ে প্রায় ১ লাখের বেশি মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এসে জড়ো হবে। যেহেতু ছাত্রছাত্রীদের জন্য এই কুচকাওয়াজ অনুশীলনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক, সে কারণে অনেকে এর উপর বিরক্ত।

Parade-Rehearsals

হংকং-এর এক দৈনিক পত্রিকা আপেল ডেইলি ২০০৯ সালের সেপ্টেম্বরের ১৮ তারিখে এক সংবাদে প্রকাশ করে যে অনেক ছাত্রছাত্রী লম্বা সময় ধরে চলা বাধ্যতামূলক এই অনুশীলনের বিষয়ে উদ্বিগ্ন, এই অনুশীলন গরমের ছুটিতে শুরু হয়েছে। অনুশীলনের কারণে যেহেতু স্কুলের পড়ার ক্ষতি হচ্ছে, সেহেতু অনেকে এই অযৌক্তিক আয়োজনের বিরুদ্ধে অবস্থান নেবার সিদ্ধান্ত নিয়েছে ।

有北京大學生不滿當局的安排,在網上發起罷練行動的同時,公然焚燒訓練服抵制演練。事件引起當局極度緊張,除封鎖消息外,還派人嚴控大專院校及嚴懲涉事學生。

বেইজিং-এর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কর্তৃপক্ষের উপর নাখোশ। এই অনুশীলনের বিরুদ্ধে তারা অনলাইনে এক প্রচারণা শুরু করেছে। এদের মধ্যে কয়েকজন প্রকাশ্যে অনুশীলনের জন্য দেওয়া পোশাক পুড়িয়ে ফেলেছে। কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এই কর্মকাণ্ডকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে। এই বিষয়ে সংবাদ প্রকাশ বন্ধ করা ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং যে সমস্ত ছাত্র এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দেবার জন্য তারা ক্যাম্পাসে প্রতিনিধি পাঠিয়েছে।

মূল চীনা ভুখণ্ডে যখন এই বিষয়ে সংবাদ প্রকাশ ও এই প্রতিবাদ নিয়ে আলোচনা নিষিদ্ধ, তখন বিদেশ এবং হংকং এর চীনাদের মধ্যে এই নিয়ে কিছু আলোচনা হচ্ছে।

কানাডা ও চীনাদের এক যৌথ পোর্টালের এক ফোরাম বা আলোচনা সভায়

waves 2009-09-18 12:30: 學生真可憐,思想被奴化,肉體也被奴役,怪不得那麼多人爭破頭也要出國留學。

ওয়েভ নামক ব্যবহারকারী বলছে: ছাত্রছাত্রীরা এতটাই গরিব যে তারা কেবল মানসিক ভাবেই নয়, শারীরিক ভাবেও দাসে পরিণত হয়েছে। চীনের অনেক ছাত্রছাত্রী যে বিদেশ পড়তে চায় তাতে বিস্ময়ের কিছু নেই।

食量就是力量 2009-09-18 16:25: 就不明白, 為什麼不低調點, 悄悄過了就算了, 現在花了那麼多錢, 勞了那麼多民, 簡直就是壹場煙火, 看過了就算。

ব্যবহারকারী 食量就是力量 বলেন: বুঝতে পারি না কেন তারা উৎসব অনুষ্ঠানকে কম জাঁকালো করতে চায় না। এই উৎসব অনুষ্ঠান আয়োজন করতে অনেক টাকা লাগে এবং এইসব অনুষ্ঠান সাধারণ নাগরিকদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পুরো অনুষ্ঠানটি এক আলোকচ্ছটা, যা কেবল দেখার আনন্দ প্রদান করে।

হংকং এর ওয়ান ফোরাম:

qingqing 2009-09-18 03:22: 讀大學了,還可以任由校外的“上級指示”的,到底是不是大學生呢?讀大學了,還要被迫去玩這樣的小兒科遊戲,不是侮辱了你作為大學生的尊嚴嗎?這樣也不敢 抗議,杯葛,到時不合作演出,故意破壞演出,故意出錯,你們還是大學生嗎?

ব্যবহারকারী কুইংকুইং বলছে: যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোন চিন্তাভাবনা ছাড়াই কর্তৃপক্ষের আদেশ অনুসরণ করে, তা হলে তাদের কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলা যায়? যদি এই ধরনের রসিকতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জোর করে অংশগ্রহণ করানো হয়, তা হলে এটা কি তাদের জন্য অপমান নয়? যদি তারা প্রতিবাদ না করে, বয়কট না করে এবং সহযোগিতা না করে অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কুচকাওয়াজে ভুল না করে, তা হলে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য নয়।

হংকং এর আরেকটি ফোরাম, সিভিলিয়ান গানার:

louisli 2009-09-18 10:57: 係唔係要練到同北韓睇齊?

ব্যবহারকারী লুইসলি জিজ্ঞেস করছে: আমরা কি উত্তর কোরিয়াকে নকল করছি?

seamoncheng 2009-09-18 19:33: 大陸到而家都重係死要面…成班官都係無腦架..係到勞民傷財

ব্যবহারকারী সিমানচ্যাঙ্গ বলছে: মূল চায়না ভূখণ্ড এখন চেহারার উপর গুরুত্ব দেওয়া ক্ষমতায় চলছে… এখানকার সরকারি কর্মকর্তারা মূর্খ… সাধারণ নাগরিকের অনেক টাকা ও শ্রম নষ্ট করছে।

Andy 2009-09-18 19:38: 佢地先有腦, 搞埋呢D面子工程, 攞正牌搵銀

ব্যবহারকারী এন্ডি ব্যঙ্গ করে প্রশ্নের উত্তর দিয়েছে: আসলে সরকারি কর্মকর্তার খুবই চালাক… এই ধরনের অনুষ্ঠান থেকে অনেক লাভ করা যায়।

[ছবি আপেল ডেইলি থেকে নেওয়া হয়েছে]

2 টি মন্তব্য

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> রেজওয়ান

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .