চীন: মূল চীনের ব্লগাররা তাইওয়ানের মলিন সরকারি ভবনের পরিহাসমূলক পর্যালোচনা করেছে

ব্লগার লভ সে ডে শু ক্যাঙ্গ সম্প্রতি ছবির মাধ্যমে এক সংবাদ প্রকাশ করেছে, যার শিরোনাম, ‘তাইওয়ানের কিছু প্রশাসনিক ভবনের ছবি দেখুন’। এই বিষয়টি বেশ কিছু কৌতূহলজনক মন্তব্য তৈরি করেছে (সকল ছবি ব্লগ থেকে নেওয়া)।

陈水扁家族弊案最近吵得沸沸扬扬,让许多人对侦办扁案的特侦组感到很好奇。事实上,座落于日据时代建筑的特侦组外观非常老旧,墙壁水泥斑驳脱落,看起来甚不起眼,很多民众经过还不知道这就是鼎鼎大名,专门打老虎的特侦组。

The Special Investigative Unit

তাইওয়ানের প্রাক্তন রাষ্ট্রপতি চেন সুই বিয়ানের দুর্নীতি কেলেঙ্কারি এবং তাকে দোষী সাব্যস্ত করায়, বিষয়টি বর্তমানে তাইওয়ানের জনতার মাঝে এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে দলটি এই ঘটনার তদন্ত করেছে সেই বিশেষ তদন্ত কমিটি বা সিউ (এসআইইউ)-এর প্রতি এক ক্ষুব্ধ কৌতূহল সৃষ্টি করছে। ঘটনা হচ্ছে সিউ যে ভবনে অবস্থিত সেই ভবনটি বেশ জীর্ণ এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানী দখলদারিত্বের সময় তৈরি হয়েছে। এটা এতটাই বৈচিত্র হীন যে অনেক পথিক এর পাশ দিয়ে হাঁটার সময় কল্পনাও করতে পারে না যে এটাই সেই টাইগার বিটিং বা বাঘ শিকারী সিউ এর অফিস।

当看到taiwan行政院的照片…我实在不知该说甚么…

যখন আমি তাইওয়ানের নির্বাহী বা সরকার প্রধানের ভবনের ছবি দেখি, সরকারে নির্বাহীর এই শাখা ভবনটিকে দেখার পর, আমি জানি না এ ব্যাপারে আমার কি বলা উচিত।

这是台湾的立法院(下图)也就是一般所谓的国会,常常上电视打架的立法院

এটি তাইওয়ানের সংসদ ভবন, যাকে তথাকথিত সংসদ ভবন বলা হয়, মাঝে মাঝে সেখানে অনুষ্ঠিত হওয়া মুষ্টিযুদ্ধের ছবি টেলিভিশনে প্রদর্শিত হয়।

এটা প্রায় অবশ্যম্ভবী যে এই ব্লগ কেবল এক ছবি মেলা নয়, তার সাথে খুব সূক্ষ্ম ভাবে মূল চীনা ভূখণ্ডের সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তার অসংযত কাজ ও জীবন যাপনের সমালোচনা। যদিও এই ব্লগে এ বিষয়ে একটা শব্দ লেখা হয় নি, কিন্তু নিচের মন্তব্যে বোঝা যাচ্ছে যে প্রায় সকলেই দ্রুত বিষয়টি ধরতে পেরেছে।
এখানে কিছু নমুনা মন্তব্য দেওয়া হল, এদের অনেকে সূক্ষ্ম ভাবে ব্যঙ্গ করেছে।

对岸的公务员们,你们弃暗投明吧,过来给你们大房子住,奥迪车开~~~~

সরকারি কর্মচারী যারা মাঝামাঝি অবস্থান করে, তারা আমাদের কারণকে গ্রহণ করতে পারে, যাতে তারা আমাদের অসাধারণ অফিস ও দামী অডি গাড়ি উপভোগ করতে পারে।

看了台湾的穷酸样,我们很有“成就”感。

তাইওয়ানের স্বল্প বাজেটের ভবন দেখে, আমাদের নিজেদেরগুলোর কথা মনে পড়ে গেল যেগুলো জমকালো!

我们的镇政府大楼也比他漂亮。

এমনকি আমাদের মফঃস্বলের সরকারি ভবনও তাদেরগুলোর চেয়ে চকচকে।

看得我眼泪直流,台湾人民真的生活在水深火热之中,我们一定要解放台湾。

এটা আমাকে অনেক দু:খ দিল এবং আমার চোখে পানি চলে এল! তাইওয়ানের লোকেরা এ রকম নরকের মধ্যে বাস করে। আমাদের উচিত তাদের স্বাধীন করা!

民选政府就是不一样!记得某法国朋友来宁公干路过雨花区政府大楼时,惊诧地问道:这幢像白宫一样的建筑是什么?

যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় তারা এত আলাদা! আমি ব্যবসায়িক কাজে নানজিং এ গিয়েছিলাম, আমার এক ফরাসী বন্ধু ইয়ুহুয়া জেলার সরকারি ভবন অতিক্রম করছিল এবং সে প্রশ্ন করল: হোয়াইট হাউসের মতো দেখতে এই ভবন কি কাজে ব্যবহার হয়?

ঘটনাক্রমে, শেষ নেটিজেন যে ভবনের কথা বলছিল সেই জেলা পর্যায়ের (দ্বিতীয় সর্ব নিম্ন স্তর) সরকারি ভবন দেখতে অনেকটা এই রকম।

4

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .