- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: স্কুল বালিকা দুর্নীতিপরায়ন কর্মকর্তা হতে চায়

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, যুবা, শিক্ষা

গুয়াংঝুর সাউদার্ন মেট্রোপলিটন ডেইলি [1] নামের পত্রিকা চীনের স্কুলের বর্ষ শুরুর প্রথম দিনে (১লা সেপ্টেম্বর) প্রাথমিক স্কুলের কয়েকজন শিশুর সাক্ষাৎকার নেয়, তাদের জীবনের লক্ষ্য কি এই সম্বন্ধে। সাংবাদিককে একটি শিশু বলে যে, তার জীবনের লক্ষ্য হচ্ছে, একজন সরকারি কর্মকর্তা হওয়া। যখন সাংবাদিক তাকে প্রশ্ন করে, সে কি ধরনের কর্মকর্তা হতে চায়, শিশুটি উত্তর দেয় যে সে, “এক দুর্নীতি পরায়ণ সরকারি কর্মকর্তা হতে চায়, কারণ দুর্নীতি পরায়ণ কর্মকর্তার কাছে অনেক ভালো ভালো জিনিস থাকে”।

এই ভিডিওটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে, এতে মেয়েটির মুখমণ্ডল এক দুর্বোধ্য ভাব ধারণ করেছে:

এই উত্তর, চীনের প্রচার মাধ্যম ও ব্লগে ঘুরে ফিরে আসছে। কেউ মনে করছে, এটি একটি বালিকার এলোমেলো বলা এক মন্তব্য, কিন্তু অনেকে মনে করছে এটা সামাজিক বাস্তবতার এক প্রতিফলন। আইফেঙ্গ [2]-এর এক আলোচনা সভা এ ব্যাপারে কিছু সাধারণ/বৈশিষ্ট্য মূলক মন্তব্য তুলে ধরেছে:

rviflss 2009-9-4 14:16: 童言无忌

শিশুদের কথা আমাদের এতটা গুরুত্বের সাথে নেওয়া উচিত নয়।

joanna-jin 2009-9-4 12:46: 可悲可恨啊,越长大越了解社会的黑暗

এটা কাউকে বেদনার্ত বা রাগান্বিত করতে পারে, যতই কেউ বড় হতে থাকে, ততই সে সমাজের অন্ধকার দিক গুলো সম্বন্ধে জানতে পারে।

上來看看的 2009-9-4 13:20 : 我倒是觉现在的孩子才叫懂得什么叫现实,学校教的那一套就如同走过场一样,如果按照学校教的走向社会,那你只能回家了

আমি মনে করি বর্তমানে শিশুরা জানে সত্যি ঘটনা কি। স্কুলে যে মূল্যবোধ শেখানো হয় তার ফলাফল শূন্য। যদি কেউ স্কুলের শেখানো নীতি অনুসরণ করে এবং সমাজে টিকে থাকার চেষ্টা করে তা হলে তার ভাগ্য বাড়ি গিয়ে শুয়ে থাকবে।

toplong6450 2009-9-4 16:26: 只是说出了实话啊!!!! 大人应该好好检讨 我难过啊

সে কেবল সত্য কথা বলেছে! বড়রা তাদের নিজেদের আয়নায় নিজেদের দেখুক। এটা আমাকে বেদনার্ত করেছে।

wangbaozhu 2009-9-8 21:21: 皇帝的新装,只有孩子才说句实话。老师们,不要自欺欺人了,从小学做起,教他们学做贪官和奸商吧。

এটা অনেকটা রাজার নতুন পোশাক পরা গল্পের মতো। সেখানে কেবল এক শিশুই সত্য কথা বলে। শিক্ষকেরা, নিজেদের আর প্রতারিত করো না। প্রাথমিক স্কুল থেকে তোমরা শিশুদের দুর্নীতি পরায়ণ কর্মকর্তা ও ব্যবসায়ী হবার শিক্ষা দিচ্ছ।

সক্রিয় ইন্টার্নেট লেখক শিহুয়া(施化), তার এক সাম্প্রতিক প্রবন্ধে এই মেয়েটি যে উত্তর করেছে, তার উপর মন্তব্য করেছেন [3]এবং যোগ/ আরোপ করেছেন চীনে “জাতীয় গণ ক্ষমতার” কারণে বিস্তৃত যে দুর্নীতির ধারণা তৈরি হয় তার উপর।

这个六岁小女孩说出了成年人心里想说又不敢说的话。这句话里有两个事实,一个是,只有官才能贪,贪腐依靠权力,只听说过贪官,没听说过贪民的;一个是,要想有很多东西,在中国别无它径,最好是做官。

ছয় বছরের এক বালিকা সেই কথাটি বলেছে, যা প্রাপ্তবয়স্ক অনেকে বলতে সাহস করে না। এই উত্তরের দু'টি বাস্তবতা রয়েছে। প্রথমত: কেবল মাত্র কর্মকর্তাদের দুর্নীতি করার ক্ষমতা রয়েছে: দুর্নীতি পরায়ণ কর্মকর্তা রয়েছে বটে, কিন্তু দুর্নীতি পরায়ণ নাগরিকের চেয়ে বড় কিছু নেই। দ্বিতীয়ত: চীনে বড়লোক হতে গেলে সবচেয়ে সেরা উপায় হচ্ছে, একজন সরকারি কর্মকর্তা হওয়া।

贪污必须先做官,也就是行使国家公权力。但是,国家公权力(National Public Power)指的是公共权力,而不是国家机构自己的权力。也就是说,公权力强调的不是国家行政对社会、对人民的“管理”,而是对人民神圣不可侵犯的私有权力的保护。

এখানে কোন দুর্নীতিতে যুক্ত হতে হলে, প্রথমে কাউকে সরকারি কর্মকর্তা হতে হবে, যেমন জাতীয় ক্ষমতার অধিকার অর্জন। কিন্তু জাতীয় ক্ষমতার অধিকার মানে জনতার ক্ষমতা, সরকারের কোন প্রতিষ্ঠানের ক্ষমতা নয়। জাতীয় ক্ষমতা জনতা ও নাগরিকদের ছাপিয়ে, কেবল সরকার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। সেখানে তাদেরকে ব্যক্তিগত ক্ষমতার দ্বারা নিরাপদ করে রাখা হয়েছে।

由于中国长期实行单一的公有制和计划经济,不可能自发产生私法观念和私权观念,所形成的唯一只有公法、公权观念…… 人民和企业的一切行为都须得到国家的许可,国家拥有绝对不受限制的权力。这样一来,本来应当保护私人的公权力就开始向私人领域伸出贪婪的手。

যেহেতু চীন লম্বা সময় ধরে সমাজতান্ত্রিকভাবে এবং পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে ক্ষমতার অনুশীলন করে আসছে, তাই চীনে ব্যক্তি খাত ও ব্যক্তির অধিকার তৈরি হয় নি। জনতার ক্ষমতা ও আইন এক কর্তৃত্বশালী ধারণা..। এখানে নাগরিক ও ব্যবসায়ীদের সকল কর্মকাণ্ড রাষ্ট্রের দ্বারা অনুমোদিত হতে হয়; এর ফলে রাষ্ট্রের ক্ষমতা এখানে অসীম। ফলে জনতার হাতে যে জাতীয় ক্ষমতা থাকার কথা, যে ক্ষমতা ব্যক্তি অধিকারকে নিরাপদ রাখত, আসলে তা কিছু ব্যক্তির লোভ ও দুর্নীতির হাতে সঞ্চিত হয়েছে।

一旦公共权力的形成,不是由全民经由民主方式,而是由某个独大的政党采取的强制方式,公权力在一夜之间就被偷换。腐败是和过度使用的公权力并存的,但不常存在于私权力。

যখন জাতীয় গণ ক্ষমতা গণতান্ত্রিক ভাবে তৈরি হয় না, তার বদলে তা নিয়ন্ত্রিত হয় একটি মাত্র রাজনৈতিক দল দ্বারা, তখন তার অর্থ তৎক্ষণাৎ ধ্বংস প্রাপ্ত হতে থাকে। দুর্নীতি, জাতীয় গণ ক্ষমতার বাড়াবাড়ি রকমের চর্চার মধ্যে দিয়ে ক্ষমতার সাথে টিকে থাকে, কিন্তু তা টিকে থাকে কিছু ব্যক্তির ক্ষমতা অনুশীলনের মাধ্যমে।