ব্রাজিলের বিভিন্ন প্রদেশের উপর দিয়ে বয়ে যাওয়া এক ভয়াবহ ঝড়ের জন্য গত সপ্তাহটিকে চিহ্নিত করা যেতে পারে। এই ঝড়ে ব্রাজিলের দক্ষিণের প্রদেশ সান্তা ক্যাটারিনা ও রি গ্রান্ডে ডো সুলেতে সাতজন মারা গেছে। মঙ্গলবার সাও পাওলোর এক বস্তিতে ভূমি ধসে মারা গেছে সাতজন। সারা দেশে হাজার হাজার লোক ঘরবাড়ি হারিয়েছে। নিচের ছবি গুলো দেশটির বিভিন্ন প্রান্ত থেকে নেওয়া হয়েছে এবং তা ফ্লিকারের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।
৮ সেপ্টেম্বর সারা মাসে যতটা বৃষ্টি হবে বলে আশা করা হয়েছিল, তার শতকরা ৭০ ভাগ সে দিনই সাও পাওলোতে ঝরে যায়। সকাল ১০.৩০ মিনিটে এই বিষয়টি জানায় ফ্লিকার ব্যবহারকারী জিডি৩৬৫। বলা হচ্ছে ১৯৪৩ সালের পর এ বছরই শীত কালে এ রকম বৃষ্টিপাত হল। এর ফলে রাস্তায় ট্রাফিক জ্যাম তৈরি হয়, টেলিফোন সেবা ও আশেপাশের এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয় যায়, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় শহরটিতে।
ফ্লিকার ব্যবহারকারী মানোয়েলনেট্টো একই দিনে শহরের অন্য প্রান্তের দৃশ্য বর্ণনা করেছেন, যা তার সামনে যেন এক বিধ্বংস জগৎ উন্মোচন করল।
(15h55) Dá um saque no final dos tempos. Essa foto foi tirada por volta de 15h, da janela do 9o andar da Abril (Marginal Pinheiros).
Veja que delícia, dia começou com céu preto com sol…
Faculdade teve apagão (o negocio da luz explodiu bem na minha frente) e alagou, a rua alagou, o metro alagou, minha calça molhou (mesmo tendo guarda-chuva,que ficou levemente destruido), e bem na hora que tenho que sair de novo o dia virou noite de novo e sem condiçoes de eu ir pra rua, ah e agora a luz daqui ta ameaçando acabar e eu cheia de coisas pra fazer no computador…ê dia bom
বিশ্ববিদ্যালয়, আজ এক অন্ধকারে ডুবে রয়েছে (ঠিক আমার সামনেই এক বাল্ব বিস্ফোরিত হয়) এবং বন্যা; রাস্তাঘাটে বন্যা, ফুটপাথে বন্যা, আমার প্যান্ট ভিজে গেছে (এমনকি ছাতাটাও সামান্য ক্ষতি গ্রস্থ হয়েছে) এবং যখনই আমি আবার ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই দিন যেন রাতে বদলে গেল এবং এমন কোন উপায় ছিল না যে, আমি সেখান থেকে বের হতে পারি। আহ, আলো এখানে হুমকি দিচ্ছে, যেন চলে যাবে এবং কম্পিউটারে আমার করণীয় অনেক কাজ বাকী রয়েছে … ওহ কি সুন্দর এক দিন!
৯ সেপ্টেম্বরের বেলা ১১ টার সময়, সাও পাওলোর আকাশ এত কালো হয়ে গেল, যেন মনে হচ্ছিল রাত নেমে এসেছে, বিষয়টি চশমা দিয়ে নিশ্চিত করেন ফ্লিকার ব্যবহারকারী এরিকা ট্রিক্রোচে। সাও পাওলোর ৩০টি এলাকা ভারী বর্ষণের পানিতে ডুবে গিয়েছিল, এই বিষয়টি এই সমস্ত এলাকার ভিড়ে ভর্তি যান গুলোকে সাধারণভাবে রাস্তায় স্থির অবস্থায় দাড় করিয়ে রাখে।
Na minha volta pra São Paulo na terça-feira, em pleno Castelo Branco chegando em Barueri, antes de todo caos que a chuva causou: Muito transito + alagamento + destruição + soterramento = caos total!!!!
Ainda bem que ainda era de manhã e cheguei sã e salva!!!!!
ধন্যবাদের সাথে বলতে হয়, তখন সকাল এবং অবশেষে নিরাপদ ও নিশ্চিতভাবে ফিরে আসা সম্ভব হয়েছে!!!
দক্ষিণ-পশ্চিমের প্রদেশ আক্রা থেকে বৃষ্টি পড়ার এই দৃশ্যটি তোলা হয়েছে, সেপ্টেম্বরের ৮ তারিখে।
গাছের উপর বৃষ্টি এক নতুন গন্ধ নিয়ে আসে, এক নতুন রঙ এবং সকালে আরো রঙ্গীন করতে এক ছোট্ট রংধনু আকাশে ভেসে উঠল।
আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও এই বৃষ্টি আঘাত হানে। স্থানীয় প্রচার মাধ্যমে একে এক অস্বাভাবিক “ঘূর্ণিঝড়” বলে অভিহিত করে। ব্রাজিলে এই বৃষ্টি ও ঝোড়ো বাতাস প্রায় ৪৫টি শহরের ৭০,০০০-এর বেশি বাসিন্দাকে আক্রান্ত করে। ব্রাজিলের জাতীয় আবহাওয়া পরিদপ্তর (ইনমেট) ভবিষ্যদ্বাণী করেছে, সারা দেশের প্রায় সকল অঞ্চলে এ সপ্তাহেও বৃষ্টিপাত হতে থাকবে।