- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন আর জাপান: জাপানের সাধারণ নির্বাচন সম্পর্কে চীনাদের প্রতিক্রিয়া

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, জাপান, নির্বাচন, রাজনীতি, সরকার

ডেমোক্রেটিক পার্টি অফ জাপান [1] (জাপান গণতান্ত্রিক দল) গত ৩০শে আগস্ট এর সাধারণ নির্বাচনে বিশাল ভোটে জিতেছে যা ১৯৫৫ সাল থেকে প্রায় ৫০ বছর ধরে লিবারেল ডেমোক্রেটিক দলের [2] একচেটিয়া শাসনের অবসান ঘটিয়েছে। ইউকিয়ো হাতোইয়ামার নেতৃত্বে ডিপিজের বিজয় জাপানী রাজনীতিতে নতুন যুগের আগমন হিসেবে দেখা হচ্ছে। চীন- জাপানের সম্পর্কের উপরে এর প্রভাব ছাড়াও, এটা গুরুত্বপূর্ণ যে চীনের লোকেরা তাদের প্রতিবেশী দেশের এই রাজনৈতিক পরিবর্তন কিভাবে দেখছেন।

তিয়ানিয়া ফোরামের নেইসি [3] এলডিপির ভাগ্য চিনা কমিউনিস্ট দল (সিসিপি) র সাথে তুলনা করেছেন:

自民党被赶下台单独成栏的有三
  1.“铁饭碗”不复存在
  2.老龄化严重
  3.住房问题尖锐
50年,不长不短的时间,我党也正好成立60周年。不得不让人不做比较~

(যুক্তরাজ্য থেকে নতুন মন্তব্য অনুসারে) ভোটারদের এলডিপিকে বাদ দেয়ার পিছনে তিনটে মূল কারণ আছে:

১) ‘লোহার বাটির’ আর কোন অস্তিত্ব নেই

২) বয়স্কদের সমস্যা বেড়ে চলেছে

৩) বাসস্থানের সমস্যা বেড়েছে

৫০ বছরের লাগাতার শাসনের পরিবর্তনের সময় হয়েছে, আমাদের দল তাদের ৬০তম বার্ষিকীতে আছে। মানুষ প্রলুব্ধ হচ্ছে এদের মধ্যে তুলনা করতে।

তিয়ানিয়া ফোরামে ভিটামিন২১৪ জাপানের নির্বাচন নিয়ে আইফেং.কম এর একটি মন্তব্য [4] পুন:প্রকাশ করেছেন। এই প্রতিবেদন তর্ক করেছে যে জাপানের নির্বাচন দেখিয়েছে যে নিজেকে সংস্কার করে তারা লিবারেল গণতান্ত্রিক রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছে। তবে মন্তব্যকারীরা অনেকে এর সাথে একমত না। যেমন গুলুরেন্স [5] বলেছেন:

自我纠正能力 ???

日本经济已经低迷了快20年了,日本也不是觉得民主党怎么样,只是觉得自民党实在没有办法忍受了,就算是民主党上台,日本的问题还是没有办法解决

সংস্কার করতে সমর্থ???

জাপানের অর্থনীতি মন্দার কবলে আছে প্রায় ২০ বছর ধরে। ডিজেপির উপরে জাপানীদের খুব বেশী আস্থা নেই, তারা বেচারা এলডিপির খারাপ নেতৃত্বকে সহ্য করতে পারে না। তারপরেও গণতান্ত্রিক দল ক্ষমতায় থাকলেও জাপানের সমস্যার কোন সমাধান হচ্ছে না।

কাবিয়াকো [5] আরো তর্ক করেছেন:

有区别吗,不过是美国肯尼迪家族和布什家族的翻版而已,这个家族不行就换那个家族,弄来弄去都是那帮大名家族在把持政权,所谓的更换政党也只是两个政党之间重新分配权力吧。

পার্থক্য টা কি? এটা কেনেডির পরিবার আর বুশের পরিবারের মধ্যে পছন্দ করার সামিল। এক পরিবার গোলমাল করলে আর এক পরিবারের কাছে ক্ষমতা যাবে। ক্ষমতা একটা বড় পরিবারের নিয়ন্ত্রণেই থাকবে। তথাকথিত দলীয় পরিবর্তন আসলে বড় দুই দলের মধ্যে ক্ষমতার ভাগ।

গুলুরেন্স [5] যোগ করেছেন:

就好比是在中国电信,中国联通之间选,没有本质的差别

এটা চীনা টেলিকম আর চীনা ইউনিকমের মধ্যে বেছে নেয়ার মতই, স্বভাবের মধ্যে খুব বেশী পার্থক্য নেই।

কিয়াঙ্গু লুন্টানে [6], একজন চীনা নেটিজেন বিশ্বাস করেন যে [7]:

日本的总统一年一换, 再好的民主制度都是不正常的,也是注定要爆发内乱的.哈哈

জাপানের প্রধানমন্ত্রী প্রায় প্রত্যেক বছর পাল্টায়। সব থেকে ভালো গণতান্ত্রিক পরিবেশের জন্যেও এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি আর পরিশেষে এটা গৃহযুদ্ধে পরিণত হবে। হা হা।