- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইকুয়েডর: ব্লগ দিবসে জ্ঞান বিতরন করা

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ইকুয়েডর, প্রযুক্তি

বিগত ৪ বছর ধরে ৩১শে আগস্ট ব্লগ দিবস [1] হিসেবে উদযাপিত হচ্ছে। ইজরায়েলের ব্লগার নির ওফির [2] ২০০৫ সালে এই দিনে বেশ কিছু ব্লগারদেরকে একত্র করতে সক্ষম হন আর এটা বুঝতে পারেন যে 3108 তারিখ ব্লগ শব্দটির মত দেখতে। এর পর থেকে সারা বিশ্বের ব্লগ জগত এই দিনটি পালন করে ৫টি ব্লগের সুপারিশ প্রকাশ করে, একতাকে সংহত করতে আর ব্লগ সম্পর্কে লোকজনকে উৎসাহিত করতে।

ইকুয়েডরে ব্লগ দিবস ২০০৯ এর পোস্টার [3]

ইকুয়েডরে ব্লগ দিবস ২০০৯ এর পোস্টার

ব্লগ চিওদাদ@ সিটির [4] মারিয়া ক্রিস্টিনা মার্টিনেজ এর নেতৃত্বে এই বছর ইকুয়েডরে একদল ব্লগার শুরু করেছেন ‘ব্লগারদের ভার্চুয়াল সমাবেশ’। বিনা মূল্যের এই অনুষ্ঠান হয় সান্তো দোমিঙ্গো দে লোস কোলারাদোসে, যেখানে কনফারেন্সের বক্তৃতা গুলো অনলাইনে প্রচার করা হয় ভার্চুয়াল বারক্যাম্পের আদলে। ফলে দেশের যে কোন স্থান থেকেই লোকজন অংশগ্রহণ করতে পেরেছেন ওয়েবসাইটে দেয়া লাইভস্ট্রিম দেখে বা বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং সাইট থেকে। প্রেজেন্টেশনের মধ্যে ছিল পডকাস্টিং, মাইক্রোব্লগিং আর সামাজিক নেটওয়ার্কিং।

মার্টিনেজ ব্যাখ্যা করেছেন যে এই অনুষ্ঠান চেষ্টা করেছে ব্লগারদেরকে একত্র করতে যাতে সমষ্টিগত সাহচর্য বৃদ্ধি পায় [5]:

Este proyecto (sin fines de lucro) tiene como objetivo generar un espacio de encuentro virtual para bloggers en ocasión del día Internacional del blog; donde se discutan, expongan, compartan – interactivamente – temas en torno a la blogósfera y la Web Social, y aportar de esta manera en algo a su desarrollo integral y evolución; así como a la alfabetización digital de los internautas hispanohablantes.

এই (অলাভ জনক) প্রকল্পের লক্ষ্য ব্লগারদের জন্য আন্তর্জাতিক ব্লগ দিবসে একটা ভার্চুয়াল সমাবেশের স্থান ঠিক করে দেয়া, যেখানে তারা আলোচনা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ভাগ করবেন – একে অপরের সাথে- ব্লগ জগৎ আর সামাজিক ওয়েব সংশ্লিষ্ট বিষয়ে। আর এইভাবে ব্লগারদের একতা উন্নয়ন আর বিকাশে অবদান রাখবে; ঠিক যেভাবে স্প্যানিশ ভাষার ইন্টারনেট ব্যবহারকারীদের ডিজিটাল সাক্ষরতা সম্ভব হয়েছে।

৩০-৩১ আগস্ট দুই দিন ধরে এই অনুষ্ঠান হয়েছে, আর এতে অংশগ্রহণ করেছেন মেক্সিকো, স্পেন আর আর্জেন্টিনা থেকে আমন্ত্রিত বিশেষ অতিথিরা। অনুষ্ঠানকে তুলে ধরার জন্য দিয়া দেল ব্লগ [6] (স্প্যানিশ ভাষায়) সাইট তৈরি করা হয়, যেখানে আছে ফোরাম, বিনা মূল্যে ইলেক্ট্রনিক বই আর অভিজ্ঞ ব্লগারদের জন্য কারিগরি সহায়তা, আর তাদের জন্যেও সহায়তা যারা নিজেদের ব্লগ খুলতে চান। টুইটার অ্যাকাউন্ট @দিয়াদেল ব্লগ [7] সাহায্য করেছে অন্যদের এই অনুষ্ঠান অনুসরণের জন্য।

ব্লগারদের দল, যারা অনুষ্ঠানটি সমন্বয় করতে সাহায্য করেছিলেন, জানেন যে ব্লগ থাকার মানে হল অন্যদেরকে শিখতে সাহায্য করা আর এই জ্ঞান ভাগ করে নেয়া, যা সেখানে উপস্থিত ব্লগ লা চিচা দে লা লুনার ন্যাটি উল্ফ বলেছেন [8]:

Quienes tenemos un blog sabrán lo grato que es tener uno, pero también sabrán que se debe tener mucha perseverancia y ganas de compartir para poder mantener un blog.

আমাদের যাদের ব্লগ আছে তারা জানি এটা থাকা কত সন্তোষ জনক, কিন্তু আমরা এটাও জানি কত চেষ্টা আর ইচ্ছা থাকতে হয় একটা ব্লগ চালানোর পিছনে।

এই ধরনের প্রচেষ্টা নিশ্চিত করতে সাহায্য করে যে ইন্টারনেট আর ওয়েব ২.০ এর জগৎ যেন কয়েকজন সুবিধাভোগীর জন্য না থাকে আর এটাই অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম লক্ষ্য ছিল।