গ্লোবাল ভয়েসেস অনুবাদক সম্প্রদায়ের জন্য এক সহযোগী পরিচালক খুঁজছে

লিঙ্গুয়ার জন্য গ্লোবাল ভয়েসেস (জিভি) খণ্ড-কালীন এক সহযোগী-পরিচালক (কো-ডিরেক্টর) খুঁজছে। লিঙ্গুয়া গ্লোবাল ভয়েসেসের অনুবাদ সাইটের নাম।

কাজটি হচ্ছে: লিঙ্গুয়ার সহযোগী পরিচালক গ্লোবাল ট্রান্সলেশন কমিউনিটি বা ভয়েসেসের অনুবাদ সম্প্রদায়ের দেখা শুনা করবে, বতর্মান কো-ডিরেক্টর বা সহযোগী পরিচালকের সাথে। তাকে নিচের কাজগুলো করতে হবে।

- ট্রান্সলেশন কমিউনিটি বা অনুবাদক সম্প্রদায়ের জন্য পরিকল্পনা তৈরি করা
– কমিউনিটি মেইল ও গ্লোবাল ভয়েসেসের সাধারণ যে মেইলের তালিকা রয়েছে, সেখানে আলোচনায় অংশগ্রহণ করা
– ট্রান্সলেশন কমিউনিটি এডিটর বা নির্দিষ্ট অনুবাদ বিভাগের সম্পাদক ও অনুবাদকদের সাথে মিটিং পরিচালনা করা
– অনুবাদ সাইটের সকল কাজের ধারা ও কি কাজ হলে তা অনুসরণ করা
– নতুন অনুবাদ সাইটের দেখাশুনা করা এবং নতুন অনুবাদ সাইটের সম্পাদক এর সাথে প্রাথমিক পরিচয় সারা
– ট্রান্সলেশন কমিউনিটি বা অনুবাদক সম্প্রদায়ের জন্য যে বাজেট বরাদ্দ থাকবে তা সামলানো
– জিভি ট্রান্সলেশন কমিউনিটি ও অন্য যে সমস্ত আলাদা জিভি বিভাগ রয়েছে তাদের মধ্যে সংযোগ স্থাপন করা, এর মধ্যে জিভির মূল টীমও অন্তর্ভুক্ত

গ্লোবাল ভয়েসেস একটি ভার্চুয়াল প্রতিষ্ঠান। এই কো-ডিরেক্টরকে চাকুরীর জন্যে নতুন কোন স্থানে পাঠানো হবে না, তবে এই কাজের জন্য তার অবশ্যই দ্রুত গতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কাজ শুরুর সময়: যত তাড়াতাড়ি সম্ভব।

আমাদের আদর্শ প্রার্থী:

-অবশ্যই অনলাইন মিডিয়া এবং অনুবাদ সম্বন্ধে তার দক্ষতা থাকতে হবে, ব্যবস্থাপনা বিষয়ে কিছু অভিজ্ঞতা থাকাও প্রয়োজন
– স্বাধীনভাবে কাজ করার যোগ্যতা থাকতে হবে, তাকে এমন এক পরিবেশে কাজ করার যোগ্যতা রাখতে হবে, যার কোন কাঠামো নেই এবং ভার্চুয়াল কমিউনিটির সাথে কাজ করার যোগ্যতা থাকতে হবে
-তাকে কম্পিউটার সম্বন্ধে জানতে হবে, তবে প্রোগ্রামিং জ্ঞান না থাকলেও চলবে, কিন্তু অনলাইন মিডিয়া টুলস বা প্রযুক্তি গুলো সম্বন্ধে ভালো পরিচয় থাকা (ব্লগিং প্লাটফর্ম, এগ্রেগেটর) গুরুত্বপূর্ণ।
-ইংরেজীতে কথা বলা ও লেখায় দক্ষ হতে হবে এবং মাতৃভাষা ও ইংরেজী ভিন্ন, অন্য কোন এক ভাষা তার ভালোভাবে আয়ত্বে থাকতে হবে, বহুভাষী ব্যক্তিকে এই কাজের জন্য অনেক যোগ্য বলে বিবেচনা করা হবে!

আগ্রহী প্রার্থীকে একটি দরখাস্তসহ জীবন বৃত্তান্ত দিতে বলা হচ্ছে। এই দরখাস্তে বিস্তারিত জানাতে হবে, কেন সে এই কাজের জন্য একজন যোগ্য ব্যক্তি: কাগজপত্র পাঠাতে হবে গ্লোবালভয়েসেসঅনলাইন ডট অর্গ এর বরাবর।

1 টি মন্তব্য

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> Solana

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .